বহু প্রতীক্ষার পর এসে গেলো আপনাদের সবার জন্য most wanted কমপ্লিট ফ্লাশিং টিউটোরিয়াল>>>>>
.
এই সব কিছু পাচ্ছেন মাত্র একটি
টিউনে # ফ্লাশিং এর সমস্ত রিস্ক এবং দায়ভার আপনার নিজের। আপনি ফ্লাশ দিতে গিয়ে কোনো স্টেপ মিস করলে বা কোনো কারণে সেট ক্ষতি করে ফেললে তার জন্য আমি। রাজি থাকলে নিচে পড়ুন, নইলে এখনি অফ যান।
# প্রথমে পুরা টিউন টা মনোযোগ দিয়ে পড়ে নিন, কোথাও বুঝতে না পারলে জিজ্ঞাসা করুন, সবকিছু ক্লিয়ার হয়ে তারপর ফ্লাশিং করতে বসুন। হুট করে বসে স্টেপ ফলো করতে গিয়ে মাঝে আটকে গেলে দায়দায়িত্ব আপনার প্রথমেই কিছু সতর্কতা বানী শুনিয়ে
দেইঃ
১. এই সিস্টেমে ফ্লাশ দেবার আগে Bootloader Unlock বুটলোডার আনলক" করা লাগবে।
২. নিচের পদ্ধতিতে শুধুমাত্র Snapdragon চিপসেটের Xiaomi handset গুলা ফ্লাশ দেয়া যাবে। তাই, প্লেস্টোর থেকে CPU-Z কিংবা Aida64 অ্যাপ নামিয়ে আগে চেক করে নিন, আপনার সেটের চিপসেট Snapdragon নাকি Mediatek
note: (Mediatek চিপসেটের জন্য ফ্লাশিং সিস্টেম কিছুটা ভিন্ন, এটা পরবর্তী টিউনে লিখব)
৩. ফ্লাশিং শুরু করার আগে, আপনার সমস্ত প্রয়োজনীয় ফাইল মোবাইল স্টোরেজ থেকে পিসিতে কপি করে রাখুন।
৪. ফোনে পর্যাপ্ত পরিমাণ চার্জ, যথেস্ট ধৈর্য এবং সময় নিয়ে ঠান্ডা মাথায় ফ্লাশিং করতে বসুন। .
তো চলুন শুরু করা যাক। ফ্লাশিং এর জন্য যা যা প্রয়োজন হবে তার লিস্ট দেয়া হলঃ
১. প্রথমেই আপনার পিসি তে windows 7/8/8.1/10 এর 64 bit installed থাকতে হবে।
২. এরপর লাগবে Mi flash tool >>> https://c.mi.com/bd/miuidownload/detail?guide=2 এই লিংকে গিয়ে "Step-1" এর প্রথম লাইনেই দেখবেন "Download MIUI ROM Flashing Tool" আছে। এটা ডাউনলোড করবেন। করেন
note: যদি লেটেস্ট ভার্সন আপনার পিসির সাথে compitable না হয় সেক্ষেত্রে Google থেকে Older version
গুলা ট্রাই করতে পারেন।
৩. এরপর লাগবে আপনার ফোনের মডেল অনুযায়ী LATEST OFFICIAL FASTBOOT ROM
>>> https://c.mi.com/bd/miuidownload/detail?guide=2 এই লিংকে গিয়ে "Step-2" তে স্ক্রল করে
আপনার পছন্দ অনুযায়ী ROM ডাউনলোড করবেন। যেমনঃ mi5 এর ক্ষেত্রে Global Stable ফ্লাশ দিতে চাইলে "Xiaomi Mi 5
Latest Global Stable Version Fastboot File Download" এই শিরোনামের ফাইল ডাউনলোড করবেন।
৪. এরপর লাগবে রম আনজিপ করার সফটওয়্যার। >>> winrar / 7-zip ব্যবহার করবেন। .
Now let's Begin the Flashing process:
এই ভিডিও দেখে ফ্ল্যাশ দিয়ে দিবেন।
আমি জাহিদ আসিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।