এখন থেকে আপনার মোবাইলে যে কল করবে, তাকে তার ছবিসহ দেখতে পাবেন, তাও আবার পুরো পর্দা জুড়ে !

অনেকদিন মোবাইল নিয়ে টিউন করতে পারি নাই। এর জন্য দুঃখিত।

-----------------------------------------------------

আজকে আমি আপনাদেরকে সুন্দর একটি এপ্লিকেশনের ফুল ভার্সন উপহার দিব। যার সাহায্যে আপনি আপনার মোবাইলে কলারের ইমেজসহ দেখতে পাবেন তাও আবার আপনার মোবাইলের গোটা পর্দা জুড়ে। এর জন্য অবশ্য আপনাকে আগেথেকেই সেই কলারের জন্য একটি নির্দিষ্ট ইমেজ সেট করে রাখতে হবে। আর এই সুন্দর এই এপ্লিকেশনটির নাম Ting!।

এপ্লিকেশনটি যে যে অপারেটিং সিস্টেম সাপোর্ট করে-

নোকিয়ার-

  • Symbian S60 V3
  • Symbian S60 V5
  • Symbian^3

ডাউনলোড-

ব্যবহারবিধি-

এপ্লিকেশনটি ব্যবহার করা খুবই সহজ। প্রথমে উপরের ডাউনলোড লিংক থেকে এপ্লিকেশনটি ডাউনলোড করে নিন। এবং আপনার মোবাইলে ইন্সটল করুন। এরপর এপ্লিকেশনটি চালু করুন। এপ্লিকেশনটি চালু হলে একটি মেমোরী সিলেক্ট -এর অপশন দিবে। C ড্রাইভ দেখিয়ে দিন।

Contacts এ ক্লিক করুন। এবং Options এ ক্লিক করে Add Contact এ ক্লিক করুন। এবং আপনার পছন্দমত নম্বরটিকে ক্লিক করুন। এখন সেই নম্বরটির জন্য একটি ইমেজ চাইবে। তার একটি ছবি সিলেক্ট করে ওকে করুন। আপনি ইচ্ছা করলে একটি নম্বরে অনেকগুলি ইমেজ সেট করতে পারবেন (শুধুমাত্র ফুল ভার্সনে)। এভাবে আপনার প্রয়োজনীয় নম্বরগুলিতে এক এক করে তাদের ছবি সেট করে দিন। তবে নম্বরগুলি যেন ফোন ম্যমোরিতে থাকে। নাহলে সো করবে না। আর ইমেজগুলি যেন ইমেজ ফোল্ডারে থাকে।

এবার এপ্লিকেশনটি থেকে বের হন। ব্যাস কাজ শেষ। এখন ওই এপ্লিকেশনটির লিষ্টে থাকা নম্বরগুলি থেকে কল এলে তাদের ছবিসহ নম্বর দেখতে পাবেন।

কেমন লাগল জানাতে ভূলবেন না যেন 🙂 ।

---

আমার আগের করা টিউনগুলি দেখতে চাইলে উপরে “আমার টিউনার পাতা” তে ক্লিক করতে পারেন।

আর আমার নতুন নতুন সব লেখা গুলি মিস না করতে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। এর জন্য উপরে “আমার টিউন আর,এস,এস -এ ক্লিক করুন। আমার টিউন পৌছে যাবে আপনার ই-মেইল-এ।

মোবাইল বিষয়ক যেকোন সমস্যায় আমাকে ফেসবুকে নক করতে পারেন- http://facebook.com/crazzzzzzyboy

---

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এপ্লিকেশন ছাড়াওত মোবাইলে প্রত্যেকটি নম্বরের ছন্য আলাদা আলাদা ইমেইজ সেট করা যায় । আমি শিরোনামটি দেখে ভেবেছিলাম আমাকে যে কল করবে তার অরিজিনাল চেহারা দেখতে পারব । ধন্যবাদ নতুন কিছু জানানোর জন্য ।

    এপ্লিকেশন ছাড়াও মোবাইলে প্রত্যেকটি নম্বরের জন্য আলাদা আলাদা ইমেজ সেট করা যায় ঠিক আছে। কিন্তু মোবাইলের বিল্ট-ইনটাতে ১টি নম্বরের জন্য শুধুমাত্র একটিই ইমেজ সেট করতে পারবেন। আর আমার টিউনের এই এপ্লিকেশনটির সাহায্যে আপনি একটি নম্বরের জন্য অনেকগুলি ইমেজ সেট করে দিতে পারবেন এবং কল হওয়ার সময় সেট করে দেওয়া ইমেজগুলি স্লাইডসো করবে।
    ধন্যবাদ টিউমেন্ট করার জন্য।

amadar java ar kisu dan na bhai?

আমারো এক মত । কোন এপ্লিকেশন ছাড়াওত মোবাইলে প্রত্যেকটি নম্বরের ছন্য আলাদা আলাদা ইমেইজ সেট করা যায় ।
তবে হ্যা এটাতে কি কোন বিশেষ কিছু আছে নাকি ?
যদি থাকে আমাদের জানান

    এপ্লিকেশন ছাড়াও মোবাইলে প্রত্যেকটি নম্বরের জন্য আলাদা আলাদা ইমেজ সেট করা যায় ঠিক আছে। কিন্তু মোবাইলের বিল্ট-ইনটাতে ১টি নম্বরের জন্য শুধুমাত্র একটিই ইমেজ সেট করতে পারবেন। আর আমার টিউনের এই এপ্লিকেশনটির সাহায্যে আপনি একটি নম্বরের জন্য অনেকগুলি ইমেজ সেট করে দিতে পারবেন এবং কল হওয়ার সময় সেট করে দেওয়া ইমেজগুলি স্লাইডসো করবে।
    ধন্যবাদ টিউমেন্ট করার জন্য।।

ফ্রিওয়ার ta 5230 support korcha naa ??

    আপনি আপনার মোবাইল থেকে OVI তে গিয়ে Bing লিখে সার্চ দিন। যদি সার্চে এপ্লিকেশনটি আসে তাহলে ডাউনলোড করে নিন। আশা করি সফল হবেন।

Level 2

maximum arokom software to mobile e built in thake.

    এপ্লিকেশন ছাড়াও মোবাইলে প্রত্যেকটি নম্বরের জন্য আলাদা আলাদা ইমেজ সেট করা যায় ঠিক আছে। কিন্তু মোবাইলের বিল্ট-ইনটাতে ১টি নম্বরের জন্য শুধুমাত্র একটিই ইমেজ সেট করতে পারবেন। আর আমার টিউনের এই এপ্লিকেশনটির সাহায্যে আপনি একটি নম্বরের জন্য অনেকগুলি ইমেজ সেট করে দিতে পারবেন এবং কল হওয়ার সময় সেট করে দেওয়া ইমেজগুলি স্লাইডসো করবে।।
    ধন্যবাদ টিউমেন্ট করার জন্য।।

Level 0

সিম্বিয়ান মোবাইল কয়জন ব্যবহার করে?এই টিউন টি সবার কাজে লাগবেনা।

.jar or .jad সাপোর্ট করে এমন অ্যাপ্লিকেশন শেয়ার করুন।তথ্যের জন্য ধন্যবাদ

    সিম্বিয়ান মোবাইলও এখন অনেকজন ব্যবহার করেন। আর মোবাইলীয় টিউনগুলি সাধারণত সবার কাজে লাগে না।
    .jar or .jad সাপোর্ট করে এমন অ্যাপ্লিকেশন শেয়ার করার আমি যথেষ্ঠ চেষ্টা করি।
    ধন্যবাদ টিউমেন্ট করার জন্য।

যেহেতু আমার হ্যান্ড সেট এগুলোর মধ্যে পরে না, তাই আপনার টিউনের ব্যাপারে কিছু বলতে পারছিনা, তবে টিউনের জন্য ধন্যবাদ।
আমি যেটা বলতে চাচ্ছি, আমার মোবাইল হচ্ছে java supported, j2me supported. কিন্তু মোবাইলে pdf ফাইল বাংলা পড়ার জন্য ভাল কোন সফট. এর কোন খোজ কি আপনার জানা আছে? যদিও আপনি মনে হয় একটা টিউন করছিলেন কিন্তু ঐটাতে বাংলা সাপোর্ট করেনা। আমি googling করছি কিন্তু ঠিক খুজে পাচ্ছিনা। খুব দরকার আপনি বা অন্য কেউ কি একটু সাহায্য করবেন?

    দুঃখিত। আসলে জাভা সাপোর্টেট মোবাইলের জন্য বেশি সফট্ওয়ার পাওয়া যায় না।
    ধন্যবাদ টিউমেন্ট করার জন্য।

    আমার ও একই প্রব্লেম 🙁

nice tune.this can help me.as i use smart phone nokia n73

    আপনার কাজে লাগলেই আমি ধন্য হব।
    ধন্যবাদ টিউমেন্ট করার জন্য।

মন্তব্য নাই সাইফুল ভাই
শুধু হাসি ছাড়া
পোষ্টটা অনেক বার পড়া হয়েছে দেখে ভাবলাম একটু ঢুঁ মেরে আসি। কোন কাজে আসল না 🙁
………… ধন্যবাদ সাইফুল ভাই।

আমার E66 মোবাইলে আমি call record করতে চাই কিভাবে করবো কোন সফটওয়্যার ব্যাবহার করবো জানা থাকলে জানাবেন ধন্যবাদ

মোনাবাইল বিষয়ে সমস্ত অজানা জিনিস জানতে আমার ভাল লাগে……………….
একটা নতুন জিনিস জানোর জন্য আপনাকে ধন্যবাদ

অনেকদিন পর টিউন করলেন। ধন্যবাদ

Level 0

Saiful bai apnaka onek din pora dhaklam.apni akhon mobile ar opor ar opor ar Tune koran na.Noton keso chai plc Nokia S3rd.pls.pls.Thank you

অনেক দিন পর তোমার টিউন পেয়ে ভালো লাগলো… :mrgreen:

helow Saiful Vai. Kemon achen? ami apnar kache help chacci. amr mobile model NOKIA N86 8MP. ami kichu software install krte chacchi but parchi na. i hope apni amake e bepare help krte parben…. ami TTPOD music player r latest updated genuine version, Core codec player r genuine updated version chai. ami onkbar egulo download korechi but always error hoy certificate error or invalid certificate or other problem hoy. ami apnar akta tune thke freesigner download korechilam but TTPOD problem krche so amk janaben j MOBILE hack korle ki kono problem hobe kina or is it SAFE for MOBILE? I want perfect solution.PLZ HELP ME waiting for ur reply….

    হ্যালো। আমি ভাল আছি। জিনুইন ভার্সন বলতে কি আপনি সফট্ওয়ারগুলি টাকা দিয়ে কিনেছেন? যদি টাকা দিয়ে কেনেন তাহলে অবশ্যই এইরকম হওয়ার কথা না। আর যদি ক্রাক করা ভার্সন ভার্সন ব্যবহার করেন তাহলে এই সমস্যা দেখাবে।
    আর আপনার সেটটি হ্যাক করলে কোনো সমস্যা হবে না এবং হ্যাক করা কোন রিস্কি কাজ নয়। আপনি নিশ্চিন্তে হ্যাক করতে পারেন।
    তবে হ্যাক না করে সাইন করে সফট্ওয়ার ইন্সটল করাই শ্রেয়। এতে ওয়ারেন্টিতে কোন সমস্যা হয় না।

    ok then apni amake TTPOD Music Player latest unsigned version download korar jnno kindly link ta din…….

    thnx a lot saiful vai……….ami apnar ai unsigned version ta signsis tool diye signed kre nilam but signed file install krar pore dekhc j file ta run kre na!!!!! it says system error aki problem aro 2-3 swoftware r khetre dekhlam….akhn ki hack kra chara r kno solution nei???? amake kindly aktu bolben kivabe Hellox2 USE KORTE HOY? kindly software tar link plus user guide ta amake post korle khub valo hoto….waiting for ur reply….

প্রিয় টিউনারে যুক্ত কর অপশন থাকলে ভালো হত 😀

আপনাকে ধন্যবাদ 🙂

ধন্যবাদ সাইফুল।

Level 0

vai apni ekta jinish…..ami aj tana 2 year techtune e aci…bt kokhono comment kori na loggin korar jonno….bt ajke r thakte parlam na…..apnar ei symbian hacking post ta oshadaron hoice…..vai jodi mind na koren taile amr local bashay apnare ekta kotha koi apni ekta vai mal………..vai jan ami apnare fb te request dici ektu accept koiren……

    তাই নাকি? টিউনের প্রশংসা করার জন্য ধন্যবাদ।
    ফেন্ড্র রিকুয়েষ্ট মনেহয় কনফারম করছি 🙂

Level 0

vai apni ektu online ashben naki plz

সাইফুল ভাই, আমি নোকিয়া ৬১২০ ক্লাসিক ব্যবহার করি, ৬.০১ সফটওয়ার ভার্সন, আমি আপনার তথ্যমত সাইন করেও ইন্সটল করতে পারছিনা। সাহায্য করলে খুশি হতাম।

    দয়া করে আরেকটু ভালভাবে চেষ্টা করুন।
    আশা করি সফল হবেন।

Level 0

java mpbile Samsung Ch@t 335 aএ কিভাবে কল রেকর্ড করবো কোন সফটওয়্যার আছে কি?