অনেকদিন মোবাইল নিয়ে টিউন করতে পারি নাই। এর জন্য দুঃখিত।
-----------------------------------------------------
আজকে আমি আপনাদেরকে সুন্দর একটি এপ্লিকেশনের ফুল ভার্সন উপহার দিব। যার সাহায্যে আপনি আপনার মোবাইলে কলারের ইমেজসহ দেখতে পাবেন তাও আবার আপনার মোবাইলের গোটা পর্দা জুড়ে। এর জন্য অবশ্য আপনাকে আগেথেকেই সেই কলারের জন্য একটি নির্দিষ্ট ইমেজ সেট করে রাখতে হবে। আর এই সুন্দর এই এপ্লিকেশনটির নাম Ting!।
নোকিয়ার-
এপ্লিকেশনটি ব্যবহার করা খুবই সহজ। প্রথমে উপরের ডাউনলোড লিংক থেকে এপ্লিকেশনটি ডাউনলোড করে নিন। এবং আপনার মোবাইলে ইন্সটল করুন। এরপর এপ্লিকেশনটি চালু করুন। এপ্লিকেশনটি চালু হলে একটি মেমোরী সিলেক্ট -এর অপশন দিবে। C ড্রাইভ দেখিয়ে দিন।
Contacts এ ক্লিক করুন। এবং Options এ ক্লিক করে Add Contact এ ক্লিক করুন। এবং আপনার পছন্দমত নম্বরটিকে ক্লিক করুন। এখন সেই নম্বরটির জন্য একটি ইমেজ চাইবে। তার একটি ছবি সিলেক্ট করে ওকে করুন। আপনি ইচ্ছা করলে একটি নম্বরে অনেকগুলি ইমেজ সেট করতে পারবেন (শুধুমাত্র ফুল ভার্সনে)। এভাবে আপনার প্রয়োজনীয় নম্বরগুলিতে এক এক করে তাদের ছবি সেট করে দিন। তবে নম্বরগুলি যেন ফোন ম্যমোরিতে থাকে। নাহলে সো করবে না। আর ইমেজগুলি যেন ইমেজ ফোল্ডারে থাকে।
এবার এপ্লিকেশনটি থেকে বের হন। ব্যাস কাজ শেষ। এখন ওই এপ্লিকেশনটির লিষ্টে থাকা নম্বরগুলি থেকে কল এলে তাদের ছবিসহ নম্বর দেখতে পাবেন।
কেমন লাগল জানাতে ভূলবেন না যেন 🙂 ।
আমার আগের করা টিউনগুলি দেখতে চাইলে উপরে “আমার টিউনার পাতা” তে ক্লিক করতে পারেন।
আর আমার নতুন নতুন সব লেখা গুলি মিস না করতে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। এর জন্য উপরে “আমার টিউন আর,এস,এস -এ ক্লিক করুন। আমার টিউন পৌছে যাবে আপনার ই-মেইল-এ।
মোবাইল বিষয়ক যেকোন সমস্যায় আমাকে ফেসবুকে নক করতে পারেন- http://facebook.com/crazzzzzzyboy
আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টপটিউনার হতে চাই !
এপ্লিকেশন ছাড়াওত মোবাইলে প্রত্যেকটি নম্বরের ছন্য আলাদা আলাদা ইমেইজ সেট করা যায় । আমি শিরোনামটি দেখে ভেবেছিলাম আমাকে যে কল করবে তার অরিজিনাল চেহারা দেখতে পারব । ধন্যবাদ নতুন কিছু জানানোর জন্য ।