আশাকরি সবাই ভালো আছেন বাংলাদেশে মোবাইল ফোন আসার পর থেকে কোন দিন এর চাহিদা দিন দিন বেড়েই চলেছে মোবাইল ফোনের চাহিদা, তার সাথে পাল্লা দিয়ে একের পর এর মোবাইল ফোন কম্পানি গুলো তৈরী করে চলেছে একের পর এর মোবাইল কিছু দিন আগে শাওমি বাজারে এনেছে Xiaomi Poco M2 মোবাইলটি তারি ধারাবাহিকতায় সামনের বছর শাওমি আনতে যাচ্ছে Xiaomi PocM3 মোবাইল, এখন পর্যন্ত জানা গিয়েছে যে ফোনটির Operating System হিসেবে ব্যবহার করা হবে Android 10, এবং এর সাথে MIUI 12 থাকবে ফোনটির Chipset হিসেবে ব্যবহার করা হতে পারে Qualcomm SM7125 Snapdragon 720G (8 nm) এই Chipset টি এবং এতে CPU হিসেবে থাকতে পারে Octa-core (2x2.3 GHz Kryo 465 Gold & 6x1.8 GHz Kryo 465 (Silver) CPU টি এবং GPU হতে পারে Adreno 618 GPU টি ফোনটির পেছনে ৩টি ক্যামারা থাকতে পারে এবং ফোনটিতে ৬০০০ মিলি এম্প্যারের মেসিভ ব্যাটারি থাকতে পারে আরে বিভিন্ন ধরনের ফিচার থাকবে ফোনটিতে চাইলে এখান থেকে দেখে নিতে পারেন ধন্যবাদ
আমি তামিম হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।