স্যামসাং এবার নিয়ে এল আরো একটি ফোল্ডেবল ফোন Z fold2 5G

স্যামসাং এবার নিয়ে এল আরো একটি নতুন ফোল্ডেবল ফোন Z fold2 5G. এর আগে ও টেক কোম্পানিটি z fold ফোন বাজারে ছেড়েছিল যা কিনা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এই ফোনটির প্রতি ব্যাপক জনপ্রিয়তার কারনে কোম্পানিটি Z fold2 5G ছাড়ার ঘোষনা করে। ফোনটিতে আরো বেশি ফিচার এবং আরো বেশি নজরকাড়া ডিজাইন সবাইকে সহজে মুগ্ধ করবে।

গত ১৪ই সেপ্টেম্বর থেকে এক জমকালো অনুষ্টানের মাধ্যমে কোম্পনিটি এর প্রি বুকিং নেওয়া শুরু হয়েছে। ফোনটির দাম ধরা হয়েছে ৳১১৯৯.৯৯ ডলার যা বাংলাদেশি টাকায় এক লাখ দুই হাজার টাকা। তবে এটি বাংলাদেশে আসতে হয়ত আরো অনেক বেশি টাকা পড়বে কারন এর সাথে টেক্স যুক্ত হবে।

ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৫ম প্রযুক্তির নেটওয়াক যা কিনা ইন্টারনেট ব্যবহার কারীদের আরো বেশি কিনতে মনো্যোগ বাড়াবে। প্রথমবারের মত ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্নাপ ড্রাগন ৮৬৫ প্রসেসর। আর এর ১২ জিবির এক বিশাল স্টোরেজ ব্যবহার করা হয়েছে। ফোনটির ইন্টারনাল স্টোরেজ ৫১২জিবি এবং আর একটি ফিচারে এর ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করা হয়েছে। এতে কোন বাইরে থেকে মেমোরি ঢোকানো যাবেনা।

সেট্টটিতে ৪৫০০ mAh এর ব্যাটারি ব্ব্হার করা হয়েছে। এর ফিচনে যুক্ত করা হয়েছে ৩টি ১২MP ক্যামেরা যা কিনা নিখুত ছবি তুলতে পারবে। এর সামনের সেলফি ক্যামেরাটি ও ১০মেগাপিক্সেলের। ফোনটি যেহেতু ফোল্ড করা যাবে সেহেতু খুব সহজে বহন করা যাবে।
ফোনটি সম্পকে আরো জানতে নিচের লিঙ্কে চলে যান।

New Galaxy Z Fold2 5G Pre-Order Start From 14 September

মো মনজুর আলম
আমার ওয়েব সাইটঃ https://sameotech.com
আপনাদের যারা ফ্রী image ডাউনলোড করতে চান তাহলে চলে যানঃ https://focas9.blogspot.com
এখানে যা ইমেজ পাবেন তা যেকোনো যায়গায় ব্যবহার করতে পারবেন
গুগল এর কপিরাইট আইন লংগ্নন হবেনা:https://www.blogger.com/blog/posts/5253499693476135994?tab=wj

Level 1

আমি মনজুর আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 13 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস