আশাকরি সকলে ভালো আছেন। আজ কথা বলব অপো A92 নিয়ে।
এই ফোনটি বেশ কিছুদিন পুর্বে বাংলাদেশের বাযারা রিলিজ করে জনপ্রিয় মোবাইল কোম্পানি অপো।
ফোনটির সুবিধা অসুবিধা সহ সকল উল্লেখযোগ্য ফিচার গুলো সম্পর্কে বিস্তারিত জানতে আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন।
বরাবরের মত ডিজাইন দিয়ে শুরু করছি ডিজাইনের কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় কালারের কথা। এই ফোনটি আলাদা আলাদা দুটি কালারে পাওয়া যাচ্ছে। টুলাইট ব্লাক ও ওরোরা পারপেল। দুটো কালারই মন কেড়ে নেওয়ার মত।
ডান পাশে থাকছে পাওয়ার বাটন উইথ ফিঙ্গার প্রিন্ট সেন্সর। বাম পাশে ভলিউম ব্রেকার ও ট্রে। ট্রেতে থাকছে ৩ টি স্লট যতে ২ টি ন্যানো সিম কার্ড সহ একটি মাইক্রো এসডি কার্ড ইউজ করা যাবে। উপরে কিছুই নেই। নিচে আছে হেডফোন জ্যাক, usb type c পোর্ট ও স্পিকার।
তো চলুন ডিসপ্লে সম্পর্কে কিছুটা জেনে নি,
এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে পাচ্ছেন ফুল hd অর্থাৎ ১০৮০x২৪০০ পিক্সেলের ৬.৫ ইঞ্চি ips tft ডিসপ্লে। আর এখানেই সমস্যা শুরু। যেখানে সবাই সামনের দিকে যেতে চেষ্টা করছে সেখানে অপো এই ফোনটিতে ব্যবহার করেছে tft প্যানেল। যদিও শার্পনেসের কোন ঘার্তি চখে পড়ে না। তারপরও তাদের এই ব্যাকডেটেড মানুষিকতা একদমই সাপোর্ট করা যায় না।
তো বন্ধুরা চলুন ব্যাটারি সম্পর্কে আলোচনা করি,
এই ফোনটিতে পাচ্ছেন 5000 mAh এর লিথিয়াম পলিমার নন রিমুভাল ব্যাটারি। সাথে আরো পাচ্ছেন ১৮ ওয়াটের ফাস্ট চার্জার। যা দিয়ে ফুল চার্জ হতে সময় লাগে ২ ঘন্টার মত সময় লাগে।
এবার জানব ফোনটির পার্ফমেন্স সম্পর্কে,
এতে ইউজ করা হয়েছে কোয়ালকাম SM6125 স্নাপ ড্রাগন 660 চিপসেট। এই ফোনটিতে পাচ্ছেন 8 জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্পেস। যদি গেমিং এর কথা বলেন তাহলে পাবজি মোবাইল, কল অফ ডিউটি সহ অন্যান্য হাই গ্রাফিক্স গেম গুলো মোটামুটি ভালো ভাবেই খেলতে পারবেন।
তো বন্ধুরা এবার আলোচনা করব স্মার্টফোনের অন্যতম আকর্ষণ ক্যামেরা নিয়ে।
অপো a92 র ব্যাক সাইডে থাকছে ১টি led ফ্লাশ লাইট সহ ৪টি ক্যামেরা। যার মধ্যে ৪৮ মেগা পিক্সেলের মেইন ক্যামেরা, ৮ মেগা পিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, ২ মেগা পিক্সেলের ডেথ সেন্সর ক্যামেরা এবং ২ মেগা পিক্সেলের ব্লাক এন্ড হোয়াইট সেন্সর ক্যামেরা। পর্যাপ্ত লাইটে খুব ভালো মানের ফটো পাবেন।
সামনে থাকছে ১৬ মেগা পিক্সেলের ইন ডিসপ্লে ফন্ট ক্যামেরা। ফন্ট ক্যামেরায় ও থাকছে প্রটেড মোড।
ডার্কমোড ও স্মার্ট সাইডবারের মত উল্লেখ যোগ্য ফিচার গুলো এড করা হয়েছে ফোনটিতে।
যদি আমার পার্সোনাল মতামত জানতে চান তাহলে তাহলে বলব ২০০০ টাকা আশেপাশে ফোন কেনার কথা ভাবলে ফোনটি নিতে পারেন।
ফোনটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন।
আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিবেন।
আমি মোহাম্মাদ কাওসার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।