কম দামে অসাধারন কার্ভ ফোন

বর্তমান বাজারে সবচেয়ে কম দামে অসাধারন কার্ভ ফোনটির নাম হচ্ছে শাওমি রেডমি নোট টেন লাইট। এর কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ আলোচনা করা যাক.

প্রসেসর: একটি মোবাইল ফোনের অনেক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার প্রসেসর। অনেকে মনে করে রেম বেশি হলেই মোবাইল ভালো কাজ করে। সত্যিকার অর্থে রেম এর চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে প্রসেসর। শাওমি রেডমি নোট টেন লাইট মোবাইলটি তে ব্যবহার করা হয়েছে স্নাপড্রাগণ 730G(8nm)। এই প্রসেসরটি সাথে GPU (Adrino 618) ব্যবহার করা হয়েছে। যেকোনো গেমস খেলা যায় অত্যান্ত স্মুথ ভাবে।

রেম ও রম: রেম এবং রম এর কথায় যদি আসি তাহলে শাওমি রেডমি নোট টেন লাইট 6gb /64gb, 6gb /128gb ও 8gb/128gb এই 3 ভার্সন পাওয়া যায়।

ডিসপ্লে:শাওমি রেডমি নোট টেন লাইট সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এর কার্ভ ডিসপ্লে। এটি 6.47 ইঞ্চি কার্ভ এমোলেড ডিসপ্লে। যা 16 মিলিয়ন water drop notch কালার ডিসপ্লে। স্ক্রিন রেজুলিশন 1080 *2340 পিক্সেল, 398 পিপিআই, এবং স্ক্রিন টু বডি রেশিও 87.8 শতাংশ। ডিসপ্লের উপরে প্রটেক্ট এর জন্য রয়েছে গরিলা গ্লাস 5। 430 নীট ব্রাইটনেস। এর চারদিকে এলমোনিয়াম ফ্রেমে আটকানো। ডিসপ্লে তে থাকছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

ক্যামেরা: শাওমি রেডমি নোট টেন লাইট তে পিছনে ব্যবহার করা হয়েছে মোট চারটি ক্যামেরা
প্রথমটি 64 মেগাপিক্সেলের sony imx 686 সেন্সর। যার ফোকাস 1.9 ওয়াইড, দ্বিতীয়টি 8 মেগাপিক্সেল যার ফোকাস 2.2 আল্ট্রা ওয়াইড, আল্ট্রা ওয়াইড ক্যামেরা থাকাতে খুব কাছ থেকে অনেক বড় মাপের ছবি তোলা যাবে। তৃতীয়টি 2 মেগাপিক্সেল যার ফোকাস 2.4 মাইক্রো ক্যামেরা, চতুর্থটি 5 মেগাপিক্সেলের যার ফোকাস 2.4 ডীপ্থ ক্যামেরা। ভিডিও করার ক্ষেত্রে আপনি 4k রেজুলেশনে 30fps সেকেন্ডের ভিডিও করতে পারবেন। 1080p তে করলে 30/60/120fps করা যাবে। এখনকার সময়ে স্লো মোশন ভিডিও সবার প্রিয়। 720p ভিডিও করা যাবে 960fps এ।
এখনকার সময়ের সবচেয়ে জনপ্রিয় হচ্ছে সেলফি ক্যামেরা। জনপ্রিয় সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের। যার ফোকাস 2.5। নচে অবস্থিত সেলফি ক্যামেরা দিয়ে 1080p তে ভিডিও করা যাবে।

ব্যাটারি: রেডমি নোট টেন লাইট তে ব্যবহার করা হয়েছে 5260 এম এ এইচ ব্যাটারি। অনেকে স্মার্টফোন চালানোতে অভিযোগ করেন তাদের একদিনও ব্যাটারি যায় না। তাদের জন্য একটা সেরা উপহার কারণ এটা হেবি গেমস খেললেও একদিন তো যাবেই সাথে দুদিন যেতে পারে। আর চার্জিং সিস্টেম 30 ওয়াট কুইক চার্জ সাপোর্ট করে। যার ফলে চার্জ হবে অত্যন্ত দ্রুত।


অপারেটিং সিস্টেম: শাওমি রেডমি নোট টেন লাইট তে ব্যবহার করা হয়েছে MIUI 11 যার বেজমেন্ট হচ্ছে অ্যান্ড্রয়েড 10। 204 গ্রামের সাথে এর ডাইমেনশন হচ্ছে 157.8*74.2*9.7।

দাম: আমি প্রথমেই বলেছি কম দামে অসাধারন কার্ভ মোবাইল ফোন এর মধ্যে এটি একটি। যা বাংলাদেশে পাওয়া যায়
6/64=31500টাকা
6/128=33500 টাকা
8/128=35000 টাকা
সহজ কথায় কম দামে অসাধারণ কার্ভ ফোন এটি। সবচাইতে ভালো গেমিং ফোন এটি।
এটাই হচ্ছে শাওমি রেডমি নোট টেন লাইট
এই রকম আরো মোবাইল দেখতে

https://www.facebook.com/jotilmobile2013/

Level 2

আমি Md.Alamgir Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস