টিকটক এবার নিয়ে এল নিজস্ব ব্র্যান্ডের মোবাইল

অনেক দিন থেকে শোনা যাচেছ টিকটক কোম্পানীর প্রতিষ্ঠাতা বাইটডেন্স তাদের নিজস্ব ব্র্যান্ডের মোবাইল বাজারে আনার জন্য অনেক তোড়জোড় শুরু করেছে। এবার সেই কথাই বাস্তবে রুপ দিল স্মাটিজেন প্রতিষ্ঠা করে এবং সেই সাথে তাদের নতুন ফোন জিয়াংগু প্রো ৩(Jiango Pro3) মাকেটে নিয়ে এসে। ফোনটির ডিজাইন অনেক আকর্ষনীয় যা সহজে সবার নজর কাড়তে পারবে।

সুখবর হল ফোনটির এখন চাইনাতে রিলিজ করা হয়েছে যা কিনা খুব অল্প সময়ের মধ্যে আমাদের বাংলাদেশে চলে আসতে পারে। এই ফোনটির দাম রাখা হয়েছে ৪১২ ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৩ হাজার টাকা। টিকটক কোম্পানির ফোন তাই সবাই আশা করে এর ক্যামেরা ফিচার অনেক ভাল হবে। হা এর পিছনে ব্যবহার করা হয়েছে 48 মেঘাপিক্সেলের একটি হাই রেজুলেশন ক্যামেরা এবং আর ও রয়েছে ৩টি আলট্রা ওয়াইড ক্যামেরা যেমন ১৩ মেঘাপিক্সেলের ১টি ৮মেঘাপিক্সেলের ১টি ও ৫মেগাপিক্সেলের ১টি মিনি ক্যামেরা। আবার সামনে রাখা হয়েছে ২০ মেগাপিক্সেলের ১টি সেলপি ক্যামেরা যা কিনা টিকটিক ব্যবহার কারিদের ভালভাবে ভিডিও করতে অনেক হেল্প করবে।

ফোনটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে ৪০০০ এম্পায়ার যা কিনা অনেক শক্তিশালী। এই ফোনটি কিন্তু আমেরিকার বাজারে না ছাড়ার কথা জানা গেছে। আর ও বিস্তারিত আমি আমার ব্লগে আটিকেলে লিখেছি চাইলে ঘুরে আসতে পারেন। হা আরো মজার মজার আটিকেল নিয়মিত পাবলিশ করা হয় আমার ওয়েব সাইটে চাইলে ওখানে ফেইসবুক পেইজ এ লাইক দিয়ে রাখতে পারেন তাহলে খুব সহজে আমার পাবলিশ করা প্রতিটি আটিকেল প্রকাশ হওয়া মাত্র পেয়ে যাবেন। https://bit.ly/2C8myf0

My website: https://www.sameotech.com
My Free stock image blog: https://www.focas9.blogger.com

Level 1

আমি মনজুর আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 13 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস