মোবাইল দিয়ে কি DSLR এর মত ব্যাকগ্রাউন্ড ব্লার ভিডিও কি সম্ভব?

টিউন বিভাগ মোবাইলীয়
প্রকাশিত
জোসস করেছেন

আমাদের সকলের কাছেই এখন স্মার্টফোন থাকে এবং আমাদের এই স্মার্টফোনের ক্যামেরা বেশ সক্ষম! আজ-কালতো মোবাইল ফোনেই ১০০ মেগাপিক্সের ক্যামেরা সেন্সর দেখা যায়। তবে এই মোবাইল ফোনের সেন্সরের বড় সিমাবদ্ধতা হোল এর সেন্সর সাইজ। সেন্সর সাইজ ছোট হবার সত্ত্বে স্মার্টফোন ক্যামেরা থেকে আমরা DSLR ক্যামেরার মত বোকে বা ব্যাকগ্রাউন্ড ব্লার ভিডিও রেকর্ড করতে পারি না।

তবে আপনি একটি ট্রিক ফলো করে একদম DSLR ক্যামেরার কত ভিডিও ধারন করতে পারবেন। আজকাল মোটামুটি সকল ফোনে পোট্রেইট মোড থাকে। আমারা এই পোট্রেইট মোডকে কাজে লাগাব। প্রথমে যেকোন একটি স্ক্রিন রেকর্ডার ডাউনলোড করে আপনার মোবাইল ফোন স্ক্রিন রেকর্ডে রাখুন। এবার আপনার ক্যামেরা আপে চলে যান এবং পোট্রেইড মোডে রেখে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি করে ফেলুন। অডিওটি আলাদা রেকর্ড করে নিন। এবার যেকোন ভিডিও এডিটিং সফটওয়ারে গিয়ে অনাকাঙ্ক্ষিত অংশ ক্রপ করে নিন এবং আলাদা রেকর্ডেড অডিও সিঙ্ক করে নিন। এর থেকে বেটার আরো একটি পদ্ধতি রয়েছে যা এখানে দেখান হয়েছে।

বুঝতে সমস্যা হলে এটি দেখে নিতে পারেন।

আমার চ্যানেল লিঙ্কঃ https://www.youtube.com/channel/UCIt3pZW3ccTtC7lM71N0ZPw

Level 2

আমি জেমস্ প্রিন্স। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস