আপনার শখের মোবাইলটি যখন পানিতে পড়ে যায় তখন আপনি কি করবেন? আমরা প্রায় একটা ভুল করে থাকি যার কারনে আমাদের মোবাইলটি একেবারে নস্ট হইয়ে যায় অথবা টেকনেসিয়ান কে অনেক টাকা জরিমানা দিতে হয়। যদি সামান্য একটু সজাগ থাকেন তাহলে আপনার মোবাইল পানিতে পড়লে ও নস্ট হবেনা।
তাহলে চলুন কি কি করতে হবে যেনে নিই।
প্রথমে আপনার মোবাইল টি পানি থেকে তুলে ব্যাটারি খুলে ফেলুন। তারপর যথা সম্ভব শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন। এবার রোদে দিন ৬ থেকে ৮ ঘন্টা। রোদে শুকানোর পর ও কিন্তু আপনার মোবাইল টি নিরাপদ না তাই ব্যাটারি লাগিয়ে মোবাইল ওপেন করার চেস্টা করবেন না। এরপর কোন সাভিসিং সেন্টার এ গিইয়ে পুরো মোবাইল টি ওয়াশ করিয়ে নিবেন। এখন আপনি বলবেন প্রথমে কেন নেব না কারন আছে আপনি যদি প্রথমে টেকনেসিয়ান এর কাছে চলে যান তাহলে আপনার কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেবে বলবে এটা হইছে অটা হয়ছে আইসি নস্ট হয়ে গেছে.১৫০০ অথবা ২০০০ টাকা দাবি করবে। এখন আপনি যদি আমার টিপস গুলো মেনে চলেন তাহলে এই একই কাজটি করতে আপনার কাছ থেকে বেশি হলে ১৫০ থেকে ২০০ টাকা নেবে। তাহলে কোনটি করবেন সেটা আপনার পছন্দ।
এবার যদি আপনার মোবাইলে ব্যাটারি খুলতে না পারেন যদি মোবাইলটির ব্যাটারি ফিক্স হয়ে থাকে তখন কি করবেন। সেই সময় আপনাকে যা যা করতে হবে তার সবেই আমি লিখেছি আমার ওয়েবসাইট আটিকেলে বিস্তারিত করে লিখেছি। আর একটা কথা আমার ওয়েবসাইট টি ইংলিশে তাই পড়তে প্রব্লেম হলে Google translate ব্যবহার করতে পারেন। এই লিংক থেকে আমার ওয়েবসাইটে যান http://www.shrink-service.it/s/KQ9C9e
আমার ওয়েবসাইট https://sameotech.com/
ফেইসবুক পেজ https://web.facebook.com/sameotech/?ref=bookmarks
আমার ইউটিউব চ্যানেল http://www.shrink-service.it/s/UfoBEb
আমি মনজুর আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 13 টিউনারকে ফলো করি।
প্রিয় টিউনার,
আপনার টিউন/টিউন গুলো নেগেটিভ র্যাংকিং পাচ্ছে।
কারণ:
করণীয়:
টেকটিউনস টিউন গাইডলাইন মেনে নিচে দেওয়া তথ্য মোতাবেক টিউন করুন।
টেকটিউনসে টিউন করার উদ্দেশ্য হচ্ছে টেকটিউনসে আপনার নিজেস্ব অডিএন্স ও ফলোয়ার তৈরি করা। টেকটিউনস এর অডিএন্স, টিউজার, টিউডার ও টিউজিটরদের জন্য মান সম্পন্ন কন্টেন্ট তৈরির মাধ্যমে আপনার টিউন র্যাংক করা, টিউনের জোসস পাওয়া এবং নিজের ফলোয়ার বাড়ানো। টেকটিউনসে আপনার টিউনের জোসস পেতে হবে ও ফলোয়ার বাড়াতে হবে। আপনার টিউনের যত বেশি জোসস ও আপনার যত বেশি ফলোয়ার হবে আপনার টিউন তত বেশি র্যাংক করবে তত বেশি ফলোয়ারদের কাছে পৌঁছাবে। টেকটিউনসে প্রকাশিত আপনার টিউন গুলো আপনার ফলোয়ারদের কাছে শো করে। আপনার ফলোয়াররা আপনার টিউনে জোস করলে তা ফলোয়াররা বেশি দেখতে পান এবং বেশি জোস পাওয়া টিউন গুলো টিউজাররা নিজেদের টিউন স্ক্রিনে দেখতে পায়। আপনার ফলোয়ার বাড়ান এবং কোয়ালিটি টিউন করে জোস বাড়ান।
আপনার টিউন নেগেটিভ র্যাকিং পায়। এধরনের টিউন টিউজিটররা পছন্দ করে না এবং তা নেগেটিভ র্যাংকিং পায়। নেগেটিভ র্যাংকিং এর ফলে আপনার টিউন গুলো টেকটিউনস স্ক্রিন থেকে দূরে সরে যেতে থাকে।
টেকটিউনসে কি ধরনের কোয়ালিটি টিউন কিভাবে করে নিজের ফলোয়ার ও জোসস বাড়াবেন তা প্র্যাকটিক্যালি শিখতে টেকটিউনস এর ‘ট্রাস্টেড টিউনারদের’ সকল টিউন গুলো দেখুন ও শিখুন এবং তাঁদের মত করে টিউন করুন।
টেকটিউনস সৌশল নেটওয়ার্ক কীভাবে কাজ করে তা জানতে এই টিউনটি পড়ুন এবং টেকটিউনসে টিউন করতে কি কি বিষয় মেনে টিউন করতে হয়, কোন কোন বিষয় মেনে টিউন করলে আপনার টিউন র্যাংক করবে বেশি ফলোয়ার পাওয়া যাবে তা জানতে এই টিউনটি পড়ুন।
টেকটিউনসে টিউন করতে সঠিক ভাবে টেকটিউনস সম্বন্ধে জানুন ও টেকটিউনসে কী ধরনের টিউন করলে টিউজিটররা আপনাকে ফলো করবে আপনার টিউন পছন্দ করবে আপনার টিউনে বেশি জোসস করবে তা আয়ত্ব করুন। টেকটিউনস একটি টেকনোলজি সৌশ্ল নেটওয়ার্ক। আপনাকে নিজের কোয়ালিটি কন্টেন্ট এর মাধ্যমে নিজের ফলোয়ার তৈরি করত হবে কমিউনিটিতে ইনফ্লুয়েস তৈরি করতে হবে।