ভারতে চলে এসেছে Oppo A52

Finally ভারতে লঞ্চ হল Oppo A52। ফোনটি ভারতে এপ্রিল মাসে লঞ্চ হওয়ার কথা থাকলেও সেটি সম্ভব হয়নি। অনেকদিন পরে তাদের কোন ফোন বাজারের লঞ্চ হল। ফোনটি ভারতের ই-কমার্স সাইট ফ্লিপকার্ট এবং অ্যামাজনে পাওয়া যাচ্ছে। ভারতের এর প্রাইস রাখা হয়েছে 16, 990 রুপি। ফোনটি যখন বাংলাদেশের লঞ্চ হবে এর প্রাইস 25000 টাকার আশেপাশে থাকবে। এই ফোনটির কিছু বিবরণ আপনাদের সামনে তুলে ধরা হলো। ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.5 ইঞ্চি এলসিডি ডিসপ্লে যার রেজুলেশন 1080*2400। পিছনে থাকতে কোয়াড ক্যামেরা সেটআপ। 12 MP wide, 8 MP ultrawide, 2 MP macro, 2 MP depth 16 MP selfie snapper। এর প্রসেসর হিসেবে থাকছে Snapdragon 665 chipset। এই ফোনটির রেম হিসেবে থাকতে চাই 6 gb জিবি এবং রম হিসেবে থাকছে 128গব। ব্যাটারি হিসেবে থাকতে 5000mhA ব্যাটারি। ফোনটি চলবে এন্ড্রয়েড ভার্সন ট10 এবং ColorOS 7.1 এর উপরে। ফোনটির ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার বাটন এর সাথে যুক্ত করা হয়েছে। ফোনটিকে চার্জ করার জন্য থাকতে 18 ওয়াট এর ফাস্ট চার্জার। এবং ফোনটিতে থাকছে ইউএসবি type-c

Level 0

আমি সুজন বেপারি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস