আশাকরি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ রয়েছেন। আর ভালো না থাকলেও কোন সমস্যা নেই। কারন আমি আজকে যে টিউনটি নিয়ে হাজির হয়েছি তা জানলে আপনিও ভালো হয়ে যাবেন। সম্মানিত বাংলালিংক ইউজার আপনাদের জন্য সুখবর। বাংলালিংক সিম দিচ্ছে 600 এমবি এমদম ফ্রি। কিভাবে এই ফ্রি এমবি নিবেন তা টিউনটিতে দেখানো হয়েছে। চলুন আর ভুমিকা না বাড়িয়ে শুরু করা যাক।
এই ফ্রি এমবিটি দিবে যখন আপনি তাদের বাংলালিংক অ্যাপে প্রথমবার লগিন করবেন। অর্থাত আপনি যদি আগে থেকে অ্যাপটিতে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে এখন এই এমবি গুলো পাবেন না। আর যদি না থাকে তাহলে আমার দেখানো অনুযায়ী কাজ করলে অবশ্যই এমবি পাবেন। প্রথমে আপনি আপনার প্লে স্টোর থেকে My Banglalink অ্যাপটি ডাউনলোড করুন।
তারপর বাংলালিংক অ্যাপটি অপেন করুন। অপেন করার পর নিচের মতো একটি পেজ দেখতে পাবেন।
এখানে Login বাটনে ক্লিক করুন। তারপর নিচের মতো একটি পেজ আসবে।
এখানে আপনার বাংলালিংক নাম্বারটি সঠিক ভাবে দিয়ে Get OTP বাটনে ক্লিক করুন।
কিছুক্ষণ পর আপনার কাছে একটি ম্যাসেজ আসবে সেখানে ছয়টি কোড থাকবে। সেই কোড গুলো বক্সগুলোতে সঠিকভাবে দিয়ে Verify বাটনে ক্লিক করবেন। অতঃপর আপনার কাছে আপনার নাম চাইবে। বক্সটিতে আপনার নাম দিয়ে নিচের বাটনে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে এইরকম একটি ম্যাসেজ দেখতে পাবেন।
এখানে দেখাবে আপনি পাঁচশত এমবি ফ্রি পেয়েছেন। আর একশত এমবি পেতে হলে আপনাকে পরবতি দিনে বাংলালিংক অ্যাপে প্রবেশ করলে অথবা আজকে প্রবেশ করলে পেয়ে যাবেন। এবং প্রতিদিন অ্যাপটিতে প্রবেশ করলে পঁচিশ এমবি বোনাস দিবে।
আমরা কষ্ট করে টিউনগুলো করে থাকি তাই ভালো লাগলে কষ্ট করে একটা জোসস দিয়ে যাবেন। আর এরপরের টিউনটি কি ধরনের চান তা টিউমেন্ট করে জানাতে পারেন। আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ হাফেজ।
আমি রাশেদুল ইসলাম। টিউনার, সেনবাগ রেসিডেন্সিয়াল দাখিল মাদ্রাসা, নোয়াখালী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 62 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 16 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিয় ট্রাসটেড টিউনার,
আপনার টিউনটি ‘টেকটিউনস ক্যাশ’ এর জন্য প্রসেস হতে পারছে না।
কারণ:
টিউন থাম্বনেইলে যোগ করা ইমেইজটি, টিউন থাম্বনেইল টেমপ্লেট এর ফ্রেমের ভিউ পয়েন্ট ঠিক নেই, অংশ বিশেষ Crop হয়ে গিয়েছে।
আপনাকে অ্যাসাইন করা ‘টিউন থাম্বনেইল টেমপ্লেট গাইডলাইন’ অনুযায়ী টিউন থাম্বনেইলে ইমেজটি টিউনের সাথে অবশ্যই প্রাসঙ্গিক/মানানসই/আকর্ষণীয় হতে হয় ও টিউন থাম্বনেইল টেমপ্লেট এর ফ্রেমের ভিউ পয়েন্টে থাকতে হয়। টিউন থাম্বনেইলে ইমেজটি, টিউন থাম্বনেইল টেমপ্লেট এর ফ্রেমের ভিউ পয়েন্টে Crop হয়ে যাওয়া যায় না।
করণীয়:
‘টিউন থাম্বনেইল টেমপ্লেট’ এ, টিউন থাম্বনেইল ইমেজ যোগ করার পর ইমেজের ভিউ পয়েন্ট ঠিক না থাকলে তা ঠিক করা ভিডিও ট্রেনিং আপনাকে অ্যাসাইন করা ‘টিউন থাম্বনেইল টেমপ্লেট গাইডলাইন’ এ দেওয়া আছে। সে ভিডিও ট্রেনিং দেখে শিখে নিন কিভাবে টিউন থাম্বনেইলে ইমেজটি টিউন থাম্বনেইল টেমপ্লেট এর ফ্রেমের ভিউ পয়েন্টে ঠিক না থাকলে ঠিক করবেন। সে অনুযায়ী ইমেইজের ভিউ পয়েন্ট ঠিক করে নতুন টিউন থাম্বনেইল তৈরি করুন ও টিউনের টিউন থাম্বনেইল হিসেবে সেট করুন।
তবে অনেক সময় আপনি যে ইমেইজটি ‘টিউন থাম্বনেইল টেমপ্লেট’ এ যোগ করার জন্য নির্বাচন করেছেন সে ইমেইজটির ডাইমেনশন এর জন্য বা ইমেইজটির ‘ফোকাল ভিউ’ এর জন্য কোন ভাবেই টিউন থাম্বনেইল টেমপ্লেট এর ফ্রেমের ভিউ পয়েন্ট সঠিক ভাবে নিয়ে আসা সম্ভব হয় না। সে ক্ষেত্রে সে ইমেইজটি বাদ দিন ও টিউনের সাথে প্রাসঙ্গিক/মানানসই/আকর্ষণীয় অন্য ইমেইজ, যে ইমেইজ টিউন থাম্বনেইল টেমপ্লেট এর ফ্রেমের ভিউ পয়েন্ট সঠিক থাকে ও Crop হয়ে না যায়, যোগ করে টিউন থাম্বনেইল তৈরি করুন ও টিউনের টিউন থাম্বনেইল হিসেবে সেট করুন।
উপরের নির্দেশিত সংশোধন করে এই টিউমেন্টের রিপ্লাই দিন।
খেয়াল করুন, এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই না করে টিউনে টিউমেন্ট করলে তার নোটিফিশেন ‘টেকটিউনস কন্টেন্ট অপস’ টিম পাবে না। তাই অবশ্যই এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।