এসএমএস ফ্রী

মনের সব কথা তো আর মুখে বলা যাই না।কিছু কথা লিখে জানাতে হয়।আজকাল লিখে জানানো কে sms বলে।sms পাঠাতে লাগে টাকা।গ্রামীনফোনে ও অন্য অপারেটরে sms পাঠাতে ও টাকা গুনতে হয়।

কিন্তু সেই sms যদি free দেয়া যায় তাহলে কেমন হয়?

অনেকদিন ধরেই ওয়েব সাইটে ফ্রি sms দেবার সাইট খুজতেছিলাম কিন্তু যেখানেই যাই তারা কোন না কোন শর্ত দেয় বা তার তালিকায় অভাগা বাংলাদেশ আর থাকেনা,কিন্তু আমি যে সাইট এর কথা বলবো তাহা ফ্রি এবং বাংলাদেশে sms যায়। আমি করেছি। ইহা খুবই কার্যকর। গ্রামীনফোনে ভালো যায়। sms করে দেখতে পারেন।

সাইটের ঠিকানাঃ

http://www.5-sms.de/
http://www.just-sms.eu/

Level 0

আমি জিকো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ। দারুন information কাজে আসবে।

পাঠাইতে পারলাম না

Level New

ভাইজান ফ্রি SMS site এর কিছুই বুঝা যাচ্ছে না। একটু বিস্তারিত বলেন………………

Level 0

bhai ai website r language bujhina

Level 0

ভাই টিউন করলে ভাল মত করবেন। যেটা বুঝি না কেন সেটা টিউন করেন ?????????

কিরন ভাই আপনেতো দেখি আস্ত এক্টা টিউব লাইট!

ভাই পাটাতে পারলাম না তো

জিকো ভাই আপনি নিজে কি কোন sms করেছেন। যদি করে থাকেন, তাহলে চিত্রের মাধ্যমে আমাদেরকে জানাবেন।
তাহলে বুঝবো যে আপনি এই টিপস টি সঠিক দিয়েছেন।

Level 0

Language is not understandable so i left the page there was a nice website they allow 5 SMS free name as i remember “wajda” you can try that one

ভাই কিছুই হলনা, লেখা গলোও বুঝা না, তবুও নাম্বারের ঘরে ০০৮৮ কোড দিয়ে টেক্স এর ঘরে মেসেজ লিখে চেষ্টা করলাম। কিন’ মেসেজ তো এলনা। বিস-ারিত লিখুন।

Free Sms এর সাইটগুলোতে আমি এত বেশী ঘুরাঘুরি করেছি যে, এগুলোর আসল চরিত্র আমার ভালোই জানা।
তাই এখন আর Free Sms এর এড্রেস পোলে আকর্ষিত হই না।
তবু জিকো ভাই’র দেয়া সাইটটাতে ঢুঁ মেরে দেখলাম। কিন্তু অবস্থা তথৈবচ।
শুধু পাঠক বাড়ানোর জন্যে এ ধরণের চমকপ্রদ শিরোনামে টিউন করা ঠিক না।
এমন কিছু লেখা উচিত যা সত্যিকার অর্থে কাজের।
ধন্যবাদ।

vai ai sait thake Free SMS korte hole prothom ea Language Corce korte hobe,

জিকো ভাই আমাকে 1 টি Free Sms করেন plzzzzzzzzzz, 01915-676763

ভাই শুধু শুধু টিউন বাড়ানোর জন্য টিউন করবেন না।

আমিও কিছু বুঝলাম না। দয়া করে একটু বিস্তরিত বলেন।

Level 0

ফ্রী এসএমএস এর জন্য http://www.wadja.com try korun.

Right. http://www.wadja.com is a good site for free sms. but problem is it doesn’t support much character.

এ পর্যন্ত যারা জিকোর নামে মন্তব্য করেছেন তা মোটামুটি ভালো হয়েছে। ফালতু টিউনের তাকে আরো লজ্জা দেওয়া উচিৎ।

জিকো ভাইকে k thanx, আমাকে 1 টি Free Sms করার জন্য ,

ফালতু সাইট ।

ভাইয়া ঠিক মত সব বুঝলাম না,একটু ভালো মত টিউন করলে বুঝতে সুবিধা হত।

Level 0

মোর নাম্বারে একডা ইসইমইস পাঠান তো দেহি। মোর নাম্বার #8801734588155