আপনি কি ইমু ব্যবহার করছেন? তাহলে জেনে নিন ইমুর এই গোপন সেটিংসটি আর হয়ে যান ইমুর বস

Level 4
টিউনার, সেনবাগ রেসিডেন্সিয়াল দাখিল মাদ্রাসা, নোয়াখালী

আশাকরি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ রয়েছেন। আর ভালো না থাকলেও কোন সমস্যা নেই, আপনাদের মন ভালো করে দেওয়ার জন্যই আজকে আমার এই টিউনটি। আশা করি অনেক ভালো লাগবে এবং অনেক উপকৃত হবেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা টাইটেল দেখেই বুঝে গেছেন। আমরা আলোচনা করবো ইমুর একটা সেটিংস নিয়ে। আমরা বেশিরভাগ মানুষই ইমু ব্যবহার করে থাকি, যার কারনে অনেকে সিমে টাকা রিচার্জ না করে ডাটা কিনে থাকে। যার মাধ্যমে অল্প খরচে কথা বলা যায়। কিন্তু তাতে রয়েছে একটা সমস্যা, তা হলো আমরা যখন কোন গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে চাই কিন্তু সে যদি ইমুতে লাইনে না থাকে তাহলে আমরা তা শেয়ার করতে পারি না। যার কারণে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়টি সেই সময় শেয়ার করা হয় না। আর এই সমস্যাটি ‍দূর করার জন্যই আমি নিয়ে এসেছি আজকের এই টিউনটি। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক।

প্রথমে আমরা আমাদের কাঙ্গিত ইমু একাউন্টিতে প্রবেশ করবো। প্রবেশ করার পর আমরা দেখতে পাবো ইমুর নিচে একটা থ্রি ডট আইকন রয়েছে, তাতে আমরা ক্লিক করবো। ক্লিক করার পর আমরা নিচের মতো একটা ইন্টারফেস দেখতে পাবো।

এখানে আমরা দেখতে পাবো imo out নামে একটি অপশন রয়েছে, তাতে ক্লিক করবো। ক্লিক করার পর নিচের মতো একটা ইন্টারফেস দেখতে পাবো।

এখানে আসার পর আমরা দেখতে পারবো একেবারে নিচে লেখা রয়েছে Task Center এই অপশনটি ক্লিক করবো। ক্লিক করার পর নিচের মতো একটি ইন্টারফেস দেখতে পাবো।

এখানে আপনারা টাস্কগুলো কমপ্লিট করে ক্রেডিট ইনকাম করতে পারবেন। আর এক হাজার ক্রেডিট হলো আশি টাকা। আপনি এখানে Likee অ্যাপটি ডাউনলোড করলে পেয়ে যাবেন আশি ক্রেডিট, আর অন্যকে লাইকি অ্যাপটি আপনার রেফারালে ডাউনলোড করে দিলে পেয়ে যাবেন আশি ক্রেডিট। এবং ভিডিও দেখে পেয়ে যাবেন তিন ক্রেডিট এবং উপরে ব্যানারটাতে ক্লিক করলে প্রতিদিন পেয়ে যাবেন দশ ক্রেডিট এভাবে যত খুশি ক্রেডিট ইনকাম করতে পারবেন। আর যখন আপনাদের এক হাজার ক্রেডিট হয়ে যাবে তখন থেকে আপনারা যে কাউকে ফোন দিতে পারবেন সে লাইনে না থাকলেও। আশা করি আপনাদের ভালো লেগেছে, আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ।

Level 4

আমি রাশেদুল ইসলাম। টিউনার, সেনবাগ রেসিডেন্সিয়াল দাখিল মাদ্রাসা, নোয়াখালী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 62 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 16 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

    ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ মতামতটি দেওওয়ার জন্য।

আপনাকেও ধন্যবাদ।

প্রিয় ট্রাসটেড টিউনার,

আপনার টিউনটি ‘টেকটিউনস ক্যাশ’ এর জন্য প্রসেস হতে পারছে না।

কারণ:

টিউন থাম্বনেইলে যোগ করা ইমেইজটি, টিউন থাম্বনেইল টেমপ্লেট এর ফ্রেমের ভিউ পয়েন্ট ঠিক নেই, অংশ বিশেষ Crop হয়ে গিয়েছে।

আপনাকে অ্যাসাইন করা ‘টিউন থাম্বনেইল টেমপ্লেট গাইডলাইন’ অনুযায়ী টিউন থাম্বনেইলে ইমেজটি টিউনের সাথে অবশ্যই প্রাসঙ্গিক/মানানসই/আকর্ষণীয় হতে হয় ও টিউন থাম্বনেইল টেমপ্লেট এর ফ্রেমের ভিউ পয়েন্টে থাকতে হয়। টিউন থাম্বনেইলে ইমেজটি, টিউন থাম্বনেইল টেমপ্লেট এর ফ্রেমের ভিউ পয়েন্টে Crop হয়ে যাওয়া যায় না।

করণীয়:

‘টিউন থাম্বনেইল টেমপ্লেট’ এ, টিউন থাম্বনেইল ইমেজ যোগ করার পর ইমেজের ভিউ পয়েন্ট ঠিক না থাকলে তা ঠিক করা ভিডিও ট্রেনিং আপনাকে অ্যাসাইন করা ‘টিউন থাম্বনেইল টেমপ্লেট গাইডলাইন’ এ দেওয়া আছে। সে ভিডিও ট্রেনিং দেখে শিখে নিন কিভাবে টিউন থাম্বনেইলে ইমেজটি টিউন থাম্বনেইল টেমপ্লেট এর ফ্রেমের ভিউ পয়েন্টে ঠিক না থাকলে ঠিক করবেন। সে অনুযায়ী ইমেইজের ভিউ পয়েন্ট ঠিক করে নতুন টিউন থাম্বনেইল তৈরি করুন ও টিউনের টিউন থাম্বনেইল হিসেবে সেট করুন।

তবে অনেক সময় আপনি যে ইমেইজটি ‘টিউন থাম্বনেইল টেমপ্লেট’ এ যোগ করার জন্য নির্বাচন করেছেন সে ইমেইজটির ডাইমেনশন এর জন্য বা ইমেইজটির ‘ফোকাল ভিউ’ এর জন্য কোন ভাবেই টিউন থাম্বনেইল টেমপ্লেট এর ফ্রেমের ভিউ পয়েন্ট সঠিক ভাবে নিয়ে আসা সম্ভব হয় না। সে ক্ষেত্রে সে ইমেইজটি বাদ দিন ও টিউনের সাথে প্রাসঙ্গিক/মানানসই/আকর্ষণীয় অন্য ইমেইজ, যে ইমেইজ টিউন থাম্বনেইল টেমপ্লেট এর ফ্রেমের ভিউ পয়েন্ট সঠিক থাকে ও Crop হয়ে না যায়, যোগ করে টিউন থাম্বনেইল তৈরি করুন ও টিউনের টিউন থাম্বনেইল হিসেবে সেট করুন।

উপরের নির্দেশিত সংশোধন করে এই টিউমেন্টের রিপ্লাই দিন।

খেয়াল করুন, এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই না করে টিউনে টিউমেন্ট করলে তার নোটিফিশেন ‘টেকটিউনস কন্টেন্ট অপস’ টিম পাবে না। তাই অবশ্যই এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।