বর্তমানে স্মার্টফোনের ক্যামেরা গুলো অনেক উন্নত হচ্ছে অনেক ফোনে দুইটি বা চারটি ক্যামেরা রয়েছে এবং সেইসব ক্যামেরা দিয়ে ছবি তুললে ছবির রেজুলেশন অনেক হাই হয় এবং সেইসাথে ছবির রেজুলেশন বেশি হওয়ার কারণে অনেক বেশি এমবি খায় আমরা সকলেই চাই ছবির রেগুলেশন যেন অনেক হাই হয় কিন্তু সে সাথে ছবির এমবি সাইজ যেন কম হয় এর জন্য আমরা অনেক ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকি যেগুলোর মধ্যে কিছু অ্যাপ্লিকেশন ভালো এবং কিছু অ্যাপ্লিকেশন ভালো নাযেমন আমার ফোনের একটি 4000 x 2000 রেগুলেশন এর ছবি 4.83 MB size হয়েছে।
ঠিক তেমনি আপনাদের ফোনেও অনেক গুলো ছবি যেগুলোর সাইজ অনেক বেশি হয় আর সেই ছবিগুলো আমাদের মেমোরিতে রাখলেও অনেক বেশি জায়গা খায় বা আমাদের ওয়েবসাইটে আপলোড করলে আমাদের ওয়েবসাইটের স্পিড অনেক কমিয়ে দেয় আমার এই ট্রিক্স টি ব্যবহার করলে আপনারা যে কোন ইমেজ এর সাইজ একদম মিনিমাম করতে পারবেন তাও আবার কোন ধরনের ইমেজ কোয়ালিটি নষ্ট হওয়া ছাড়াইআজ আমি আপনাদেরকে একটি নতুন পদ্ধতিতে ইমেজ কম্প্রেস করা শিখাবো যার মাধ্যমে আপনার ছবির কোয়ালিটি একদম ঠিক রেখে ছবির সাইজ কমাতে পারবেন আমি কোন ধরনের ইমেজ কম্প্রেসার অ্যাপ ব্যবহার করব না এই ট্রিক্সটি ব্যবহার করলে আপনাদের আর ইমেজ কম্প্রেসার ব্যবহার করতে হবে না।
তো চলুন কথা না বাড়িয়ে কিভাবে করবেন তা বলিসর্বপ্রথম আপনাদেরকে টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবেটেলিগ্রাম সম্পর্কে হয়তোবা আপনারা জানেন এখন এটা ভাবছেন টেলিগ্রাম দিয়ে কিভাবে ইমেজ কম্প্রেস করবে জি ভাই আমি প্রথমেই বলেছিলাম এটি একটি ট্রিক যার মাধ্যমে আমি ইমেজ কম্প্রেস করে থাকিসর্বপ্রথম টেলিগ্রাম এপ্লিকেশনটি আপনার ফোনে ইন্সটল করে নিন এবং আপনার একাউন্টে লগইন করে নিন।
তারপর টেলিগ্রাম মেসেঞ্জারে যে কাউকে আপনি যে ছবিটি কম্প্রেস করতে চান সে ছবিটি টেলিগ্রাম মেসেঞ্জার এ সেন্ড করুন।
ছবিটি পরিপূর্ণভাবে সেন্ড হলে সেই ছবি টি তে ক্লিক করুন এবং উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করে সেভ টু গ্যালারি করে নিন এরপর দেখুন আপনার গ্যালারিতে টেলিগ্রাম নামের একটি ফোল্ডার তৈরি হয়েছে এবং সেটির ভিতরে আপনার সেই ইমেজটি শো করছে ভালো ভাবে চেক করে দেখে নিন আপনার ইমেজটির কোয়ালিটি আগের ইমেজটির কোয়ালিটি সাথে ম্যাচ হচ্ছে কিনাদেখুন আপনার আগের ছবিটি আর এই ছবিটির রেগুলেশন সেম কিন্তু একবার এমবির সাইজ টি দেখুন তাহলে বুঝতে পারবেন ইমেজটি কম্প্রেস হয়েছে কিনা।
After
Before
এই সম্পূর্ণ ট্রিকটি একবার নিজে এপ্লাই করে দেখুন তাহলেই ভালো রেজাল্ট বুঝতে পারবেনআজকের এই পোস্টটি পর্যন্ত ছিল
এমনই সব নতুন নতুন ইন্টারেস্টিং বিষয়ের উপর টিউন পড়তে আপনার লেখা আর্টিকেল পাবলিশ করতে আমাদের ওয়েবসাইটটিতে নিয়মিত ভিজিট করুন
-
সৌজন্যে: BDHyper.com
আমি DM Sayed। CEO, BDHyper.com, Mymensingh। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষ কখনো হারে না। হয়তো সে জিতবে, নয়তো সে শিখবে।