How to Dark Mode on Instagram App On Bangla

How to Dark Mode on Instagram App On Bangla

How to Dark Mode on Instagram App On Bangla

বন্ধুরা আজকের এই টিউন টিতে আমি আপনাদেরকে শেখাবো

কিভাবে আপনাদের ফোন এ থাকা ইনস্টাগ্রাম অ্যাপ টিকে
সম্পূর্ণ আকারে ডার্ক মোড করবেন কোন ধরনের ঝামেলা ছাড়াই

আমরা যারা ইনস্টাগ্রাম চালাই তারা অনেকেই নাইট মোড অন করতে চাই
কিন্তু ইনস্টাগ্রামে সব ফোন এর জন্য অফিশিয়াল ভাবে নাইট মোড অপশনটি দেওয়া থাকে না
তাই আমরা নাইট মোড ব্যবহার করতে পারিনা
যাদের ফোন একমাত্র অ্যান্ড্রয়েড 10 সাপোর্টেড শুধু তারাই
এই ইনস্টাগ্রাম এর নাইট মোড ফিচারটি অফিশিয়াল ভাবে পায়

কিন্তু আজকের এই পোস্টটিতে আমি আপনাদেরকে দেখাবো
কি করে আপনি আপনার যেকোনো ফোনে থাকা ইনস্টাগ্রাম অ্যাপটি
খুব সহজে নাইট মোড করতে পারবেন
এর জন্য আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি
অন্য কোন অ্যাপ এ লগইন করতে হবে না
আপনি আপনার অফিশিয়াল ইন্সটাগ্রাম অ্যাপ এই নাইট মোড
অন করতে পারবেন

তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি
প্রথমে আপনাদেরকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে
ভয় পাবেন না এটি সম্পূর্ণ ফ্রি
এবং আপনার ফোনে কোন সমস্যা করবে না

এটি আপনি সরাসরি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন

প্লে স্টোরে কখনো হার্মফুল অ্যাপ রাখা হয় না এটা নিশ্চয়ই আপনি ভালভাবে জানেন

তাই, যেহেতু অ্যাপটি প্লে স্টোরে পাবলিশ করা আছে
সুতরাং নির্দ্বিধায় আপনি অ্যাপ টি ব্যবহার করতে পারবেন

আমি সরাসরি প্লে স্টোর এর ডাউনলোড লিঙ্ক দিয়েছি

অ্যাপ লিংক

অ্যাপটি ডাউনলোড করা শেষ এখন কি করতে হবে?
এই অ্যাপ টিতে তেমন কোনো সেটিং করার দরকার পড়ে না
অ্যাপ টি ডাউনলোড করা শেষ হলে
সিম্পলি আপনি অ্যাপ টিকে ওপেন করুন ওপেন করার পর
আপনার সামনে এমন ইন্টারফেস আসবে

 

এখানে তিনটি অপশন দেওয়া রয়েছে

Day Mode
Night Mode
Auto

এখান থেকে Day Mod এর মানে হলো
আপনার একটি নরমালি যেভাবে আপনি ব্যবহার করতেন সেভাবেই থাকবে

আর যদি নাইট মোড করে দেন
তাহলে আপনার ইনস্টাগ্রাম অ্যাপটি সম্পূর্ণ ওখানে নাইট মোট হয়ে যাবে
নিচের স্ক্রীনশট গুলো দেখুন

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

আর তারপর আসে Auto

Auto যদি তে আপনারা ক্লিক করেন তাহলে
অটোমেটিক্যালি আপনার ইন্সটাগ্রাম অ্যাপ টি Night Mode এবং Day Mode হবে
মানে দিনের বেলা ব্যবহার করলে ইনস্টাগ্রাম অ্যাপ টি নরমাল মুডে থাকবে
আর রাত হওয়ার পরে অটোমেটিক্যালি এটি Night Mode হয়ে যাবে
আশা করি বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন

যদি কোন সমস্যা হয় তবে অবশ্যই টিউমেন্ট করে জানাবেন
আমরা আপনার সমস্যাটি দূর করা যথেষ্ট চেষ্টা করব

আর এই পোস্টটি আপনার কাছে কেমন লাগলো তাও কিন্তু টিউমেন্টের মাধ্যমে জানাবেন
এবং আপনি কি সম্পর্কে জানতে চান
সেটি টিউমেন্ট করে আমাদের জানান
পরবর্তী পোস্টটি হবে আপনার সিলেক্ট করা টপিক এর উপর

BD Hyper

ধন্যবাদ

Follow Me On Instagram

Level 0

আমি DM Sayed। CEO, BDHyper.com, Mymensingh। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ কখনো হারে না। হয়তো সে জিতবে, নয়তো সে শিখবে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস