Lite version মানেই কিছু কিছু কম কম। Samsung Galaxy Note 10 এর Lite version আসছে বলে জানা গেছে। এখনো officially কিছুই বলেনি Samsung, তবে যেখানে থেকে খবর পেয়েছে সেখানে ভুল খবর সাধারণত প্রকাশ করে না। হয়তো অনেকের মনে এই প্রশ্ন জাগতে পারে যে Samsung Galaxy Note 10 Lite এর মধ্যে কি কি থাকছে? জানা গেছে Samsung Galaxy Note 10 Lite এর থাকছে পেছনে ৩ টি ক্যামারা ও সামনে একটি সেলফি ক্যামেরা। তবে সেলফি ক্যামেরাটি থাকতে মোবাইলের display তে। মানে in display selfie camera থাকবে বলে জানা গেছে। Samsung Galaxy Note 10 Lite নিয়ে আরো বিস্তারিত তথ্য জানতে চাইলে এখনই ভিজিট করুন এখানে >>> Samsung Galaxy Note 10 Lite
আমি মোঃ রাহিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 65 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।