আসসালামু আলাইকুম। সকল টেকটিউনার ভাইদের আমার শুভেচ্ছা। আমি প্রতিদিন টেকটিউনস পড়ি কিন্তু কোনদিন কিছু লিখার সাহস পাই নাই। আজ মনে অনেক সাহস জুগিয়ে লিখতে বসলাম। আমরা যারা Nokia 3rd ও 5th version এর মোবাইলগুলো ব্যবহার করি আশা করি তাদের এই টিউনটি কাজে দিবে। অন্য কেউ এই বিষয় নিয়ে টিউন করেছে কিনা আমার জানা নেই। করে থাকলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবার আলোচনাতে আসি।
নোকিয়ার এই মোবাইলগুলোতে আমরা কোন সফটওয়্যার ইনসটল করতে গেলে অধিকাংশ সময় এই ERROR MESSAGE গুলো দেখায় "certificate error! contact with validate supplier" এর মানে হল আপনি যে সফটওয়্যারটি ইনস্টল করতে চাচ্ছেন তার মেয়াদ শেষ হয়ে গেছে। এখন এই সফটওয়্যারটি ইনস্টল করতে হলে সাইন করিয়ে এর মেয়াদ বারাতে হবে। এই সমস্যা সমাধানের ২টি উপায় আমার জানা আছে।
১। পিসির মাধ্যমে।
২। মোবাইলের মাধ্যমে।
পিসির মাধ্যমে সাইন করানো অনেক সহজ। তাই আজকে আমি কিভাবে পিসির মাধ্যমে সাইন করা যায় তা বলব।
প্রথমেই আমাদের "sign4ever" নামের সফটওয়্যারটি লাগবে। ডাউনলোড করতে লিন্কে ক্লিক করুন।
http://www.mediafire.com/?8mnype1njnw#2
সফটওয়্যারটি জিপ ফাইলে আসবে। ফাইলটি আনজিপ করুন। দেখবেন "sign4ever" নামে একটা application দেখাচ্ছে। এবার এ্যাপ্লিকেশনটি নতুন কোন ফোল্ডার এ মুভ করুন। এবার আপনি যে এ্যাপ্লিকেশনটি সাইন করাতে চান সেই এ্যাপ্লিকেশনটি আপনার "sign4ever" ফোল্ডারে কপি করে নিয়ে যান। এবার "sign4ever" সফটওয়্যারটি চালু করুন। এখন আপনার কি-বোড থেকে যে কোন ১টি বাটনে ক্লিক করুন। দেখবেন ৪-৫টি নতুন ফাইল সেই ফোল্ডারে যোগ হয়েছে। এবার সফটওয়্যারটি ক্লোজ করুন। লক্ষ্য করুন নতুন যোগ হওয়া ফাইলগুলোর মধ্যে "signed" নামে একটি SIS এ্যাপ্লিকেশন আছে। এই এ্যাপ্লিকেশনটি আপনার মোবাইলে ইন্সটল দিন। ব্যাস এবার দেখবেন যাদুর মতো এ্যপ্লিকেশনটি আপনার মোবাইলে ইন্সটল হয়ে গেছে।
আজ এতটুকুই থাকল। মোবাইলের মাধ্যমে কিভাবে সাইন করাতে হয় তা আমি অন্য একদিন বলব। আর যদি আপনাদের SUPPORT পাই তাহলে অতি শীঘ্রই আমি ওই টিউনটি করব। আপনাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করার ইচ্ছা আছে। আমার জন্য সবাই দোয়া করবেন। আর হ্যা টিউন কেমন লাগলো জানাতে ভুলবেন না যেনো!!! সবাই ভালো থাকবেন।
আল্লাহ্ হাফেজ।
আমি Saon Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 364 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Ami jante cai............
vai apnar 1st tune tai joss hoiece,, ami onek din tekei ai doroner soft kujcilam , donnobad apnake. ( vai akta question : auvro diye jukta-okkor likbo kivabe ?? ami bangla likte pari na but shikte chai tai ans dile kusi hobo.)