না, আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমাণ করা যায় নি যে মোবাইল এর কারণে ক্যানসার বা অন্য কোনরকম ক্ষতি হতে পারে।
আপনি যদি দ্বাদশ শ্রেণীর পদার্থবিদ্যার বই পড়েন তাহলে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ও সঞ্চার ব্যাবস্থা চ্যাপ্টার গুলোতে দেখবেন মোবাইল যোগাযোগ এর ক্ষেত্রে 450 থেকে 3800 MHz ও এখন নতুন 5G তে 24 থেকে 80 GHz এর মাইক্রোওয়েভ তরঙ্গ ব্যবহার করা হয়। এই পাল্লার তরঙ্গ কোনো জীবের ই ক্ষতি করেনা। বিজ্ঞানীদের অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরও কোনো ক্ষতি যে হয় তা প্রমাণ হয়নি।
হ্যাঁ তবে একটা কথা বলবো ফোনে কথা বলার সময় ফোনটা কিছুটা হলেও মাথার কাছ থেকে দূরে রাখবেন।
আর এই যে আমরা বলি মোবাইল টাওয়ার এর রেডিয়েশন এর কারণে অনেক পাখি বিলুপ্ত হয়ে যাচ্ছে তা কোনোদিনই এর কারণে হচ্ছে না। আগেই বলেছি এই পাল্লার রেডিয়েশন কোনো জীবের ই ক্ষতি করেনা। পাখির বিভিন্ন প্রজাতি বিলুপ্ত হওয়া র প্রধান কারণ হলো গাছ কেটে ফেলে চাষবাসের জমি, বাড়ি, রাস্তা করা। যথেচ্ছভাবে জঙ্গল কেটে পরিষ্কার করা এতে তাদের বাসস্থান হারিয়ে যাচ্ছে, কোথায় থাকবে তারা তাই ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে।
আমি রতন কুমার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
allylook profile link : https://allylook.com/roton