Asus Zenfone Max Pro M3! একের ভিতর দশ

দীর্ঘ বিরতির পর আসুস কোম্পানির m series এর নতুন স্মার্টফোন Asus Zenfone Max Pro (M3) জুলাই মাসে লঞ্চ করতে যাচ্ছে, ইতিমধ্যে Asus Zenfone Max Pro (M3) স্পেসিফিকেশন leaks হয়েছে। এছাড়া ডিজানে অনেক পরিবর্তন দেখা যাবে। তাই আপনি যদি কম বাজেটের ভিতর যদি ভালো ক্যামেরা ও ব্যাটারী চেয়ে থাকেন, তাহলে অবশ্যয় ভিডিওটি দেখবেন। কেননা এই ভিডিওতে এই ফোনটির ভালো ও মন্দ দিক গুলা তুলে ধরা হয়েছে। এই চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করা হয়, চাইলে ঘুরে আসতে পারেন।

TechHUNT24

Level 6

আমি প্রিন্স খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস