শাওমি'র মিডরেঞ্জ সেগমেন্টে আসছে জুনে যুক্ত হবে নতুন ফোন। আগে কোম্পানির Mi A1, Mi A2 আর Mi A2 Lite ফোন গুলি Android One প্রোগ্রামের অধীনে লঞ্চ হয়েছিল। সম্প্রতি Mi A2 ফোনের উত্তরসূরী Mi A3 আর Mi A3 Lite ফোনের স্পেসিফিকেশান প্রকাশিত হয়েছে। চিনে Mi A2 ফোনটি Mi 6X নামে লঞ্চ হয়েছিল। ঠিক তেমনই Mi 9X নামে চিনে লঞ্চ হতে পারে Mi A3। Mi A3 ফোনে স্টক Android অপারেটিং সিস্টেম চললেও Mi 9X ফোনে চলবে কোম্পানির MIUI স্কিন। ইতিমধ্যেই Mi 9X ফোনের দাম ও স্পেসিফিকেশন সামনে এসেছে।
বিস্তারিত নিচের ভিডিওতে। টিউনটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, টিউমেন্ট করতে ভুলবেন না।
আমি প্রিন্স খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 105 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।