অবশেষে অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ব্যাপক লিক এর পর অনেকটা নীরবেই উন্মুক্ত হলো নোকিয়ার নতুন মিডরেঞ্জ স্মার্টফোন নোকিয়া এক্স৭১। স্পেসিফিকেশন এর দিক থেকে বাজারের অন্যান্য মিডরেঞ্জ গুলো থেকে কোন অংশেই পিছিয়ে নেই এটি। এর ক্যামেরাকে কম আলোতে ভালো ছবি তোলার জন্য বিশেষভাবে টিউন করা হয়েছে। মজার ব্যাপার হচ্ছে আলাদা নোটিফিকেশন এলইডি ব্যবহার না করে এর পাওয়ার বাটনে লাইট ব্রিদিং ফাংশন দেয়া হয়েছে যা নোটিফিকেশন আসলে জ্বলবে-নিভবে। ফোরজি, ব্লুটুথ ৫.০, এসি ওয়াইয়াফাই সহ প্রয়োজনীয় সবকিছুই থাকছে এতে। এমনকি এতে নকিয়ার “ওজো” ব্র্যান্ডেড সারাউন্ড সাউন্ড সম্বলিত ৩.৫ মিলিমিটার অডিও পোর্ট ও পাবেন। তবে এই রেঞ্জের নতুন ফোনগুলো ইন ডিসপ্লে ফিংগারপ্রিন্ট সেন্সর নিয়ে আসলেও এক্স৭১ এ তা পাচ্ছেন না। এই স্মার্টফোনেটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে এবং বাংলাদেশের বাজারে স্মার্টফোনটির প্রাইস কত সব জানতে পারবেন নিচের ভিডিওতে।
আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু ভাল লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল Subscribe করার জন্য এবং পাশে থাকা বেল আইকন এ চাপ দিতে ভুলবেন না।
ফেসবুক পেজ :- https://www.facebook.com/techhunt24bd/
আজ তবে আর নয়। নতুন কোনো বিষয়ে অনেক কথা নিয়ে হাজির হবো অন্য আরেকদিন।
এতোক্ষণ সাতে থাকার জন্য ধন্যবাদ।
আমি প্রিন্স খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।