Samsung তো একের পর এক Smartphone বের করেই চলেছে, থামছেই না। এবার নিয়ে এসেছে Samsung Galaxy A80 যার পেছনের ৩ টি ক্যামেরাই ঘুরে সামনে চলে আসবে যখন selfie তুলতে যাবেন! Samsung এর এই বুদ্ধিটা কিন্তু দারুণ হয়েছে। Samsung Galaxy A80 এর মধ্যে একই ক্যামেরা কাজ করবে সামনে ও পেছনে। এক কথায় বলতে গেলে দারুণ একটা smartphone বাজারে আনতে যাচ্ছে Samsung.
তবে Samsung এই বুদ্ধিটা যদি Galaxy S10 এর মধ্যে ব্যবহার করতো তাহলে আমার মনেহয় অনেক বেশি বিক্রি হতো Galaxy S10, Galaxy S10+, Galaxy S10E মডেলের মোবাইল গুলো। যাই হোক, যেহেতু Galaxy A80 এর ডিজাইন একটু ভিন্ন রকমের, তাই হয়তো অনেকেই এটি কেনার জন্য উৎসাহ দেখাতে পারে, যদি বাজেট অনেক বেশি হয়। অনেক বেশি মানে তো বেশি না। Samsung Galaxy A80 এর দাম জানতে চাইলে আমাদের ওয়েবসাইট mobile29.com এ ভিজিট করুন, আর নিচে লিঙ্ক দেয়া আছে। ভিজিট করতে পারেন যদি আপনার অতি মূল্যবান ইন্টারনেট থাকে অফুরন্ত। হিহিহি।
আর বেশি বক বক করবো না, যদি আরো বিস্তারিত জানতে চান Samsung Galaxy A80 সম্পর্কে তাহলে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে >>> Samsung Galaxy A80
আমি মোঃ রাহিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 65 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।