কি যে বিপদে পরে গেছি সেটা আর বলে বোঝাতে পারবো। আগে তো Samsung অনেক দামি দামি মোবাইল বানাতো, হয়তো ২৫ হাজার টাকার নিচে Samsung এর কোনো ভালো android smartphone ই ছিলো না। আর সেগুলোর quality ও ছিলো দারুন। অনেক সময় দেখতাম অনেক পুরানো Samsung মোবাইল ও ব্যবহার করেছে অনেকে।
আর যারা কম দামে দারুন সব smartphone কিনতে চাইতো তাদের জন্য একমাত্র ভরসা ছিলো Symphony এরপরে Walton ও অনেকে মন জয় করেছিলো। তারপর মাঝামাঝি দামের মোবাইল কিনতে চাইলে অনেকেই Xiaomi কে পছন্দ করতো। এছাড়া Huawie আর Oppo ও ছিলো অনেকে পছন্দের তালিকায়।
সে সব এখন অনেক পুরানো কথা হয়েছে গেছে। এখন তো Samsung ও কম দামের মোবাইল বানায় আবার Xiaomi ও বেশি দামের মোবাইল বানায়। মাঝে আবার Nokia ও ফিরে এসেছে। সব মোবাইল নির্মাতা কোম্পানি গুলো এখন সব রকম দামের মোবাইল বানায়। Walton ও মাঝে মাঝে চেষ্টা করে ২০ হাজার টাকার উপরে মোবাইল বানাতে।
যাই হোক, আমি তো বেশ বিপদে পরে গেছি, কোনো brand এর মোবাইল কিনবো সেটা বুঝতেই পারছি না। মাঝে মাঝে যখন mobile29.com ওয়েবসাইটে ভিজিট করি তখন এতো মোবাইলে মাঝে কোনোটা আমার জন্য ভালো হবে সেটা বুঝতেই পারি না।
আমি মোঃ রাহিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 65 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।