Realme-র পর আসছে OppO -র নতুন সাব ব্র্যান্ড রেনোReno

টিউন বিভাগ মোবাইলীয়
প্রকাশিত
জোসস করেছেন

Realme দিয়ে বাজারের একটি বড় অংশ ধরতে চেয়েছিলো OppO.কিন্তু তারা Realme দিয়ে বাজারে তেমন আলোড়ন ফেলতে পারেনি.

 

এর কারন ছিল Realme র কিছু দুর্বলতা.

  • realme c1 এ ফিংগার প্রিন্ট না থাকা অনেকের পছন্দের তালিকায় থাকাতেও কেনেনি.
  • Realme 2 ছিল আরও বাজে একটা ফোন, জার হার্ডওয়্যার + সফটওয়ার পারফরমেন্স ছিল খুবি বাজে।
  • এরপর Realme বাজারে আনে realme 2 pro, যা মোটামুটি ভালো মানেরই ছিল, কিন্তু ফাস্ট টাইপিং করার সময় অনেক টাইপে রেসপন্স করতো নাহ.

 

Realme দিয়ে ধরা খাওয়ার পর এবার আবার বাজার ধরার চেষ্টা শুরু করেছে Oppo.

এবার তারা লঞ্চ করছে তাদের আরেকটি সাব ব্র্যান্ড Reno.

Reno-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : স্মার্টফোনের নতুন একটি সাব ব্যান্ড চালুর ঘোষণা দিয়েছে অপ্পো।

অপ্পোর ভাইস প্রেসিডেন্ট শেন ইয়ারেন জানান, নতুন সাব ব্র্যান্ডটির নাম হবে অপ্পো রেনো। এর লোগোতে বিভিন্ন ধরনের উজ্জ্বল রং প্রাধান্য পেয়েছে। তাই ধারণা করা হচ্ছে, তরুণদের চাহিদাকে প্রাধাণ্য দিয়ে পণ্য আনবে তারা।

নতুন ব্র্যান্ডটির নাম নিয়ে প্রথম ফোন বাজারে আসবে আগামী ১০ এপ্রিল। সর্বপ্রথম চীনের বাজারে এটি ছাড়া হবে।

ফোনটিতে থাকতে পারে -

  • স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর
  • অপ্পোর ১০এক্স অপটিকাল জুম প্রযুক্তিরও দেখা মিলতে পারে এতে
  • ব্যাকআপ দিতে থাকবে ৪০৬৫ এমএএইচ ব্যাটারি দ
  • এতে থাকবে ফাস্ট চার্জিং সুবিধা

 

এপ্রিলে বাজারে ছাড়ার জন্য ১০ লাখ ইউনিট মজুদ আছে। ধারণা করা হচ্ছে, আগামী মাস থেকেই রেনো ব্র্যান্ডের ফোনটি বাজারে পাওয়া যাবে।

Level 1

আমি তাহমিদ আবরার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 10 টিউনারকে ফলো করি।

Just A Tech Lover


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস