ফ্রি এসএমএস পাঠিয়ে মজা করুন বন্ধুদের সাথে

পরম করুনাময় সৃষটিকর্তার নাম নিয়ে আমার প্রথম টিউনটি শুরু করছি।

ইন্টারনেটের  জগতে আমরা অনেকেই ফ্রি এসএমএসের জন্য বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করি এমন কি সাইন আপ ও করে থাকি। কিন্তু এগুলোর অনেক ওয়েসাইট ভুয়া হয়ে থাকে তাই কাজ করে না। আবার কাজ করলেও সম্পূর্ণ এসমএমএস ঠিক মতো যায় না।  অর্ধেক গেলেও কিন্তু বাকিটা যায় না। আপনাদের আজ এমন একটি  ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিব যার মাধ্যমে সহজেই ফ্রি এসএমএস পাঠাতে পারবেন আর ফ্রি এসএমএস পাঠিয়ে  বন্ধুদের সাথে মজা করাতো রয়েছেই। তাহলে চলুন দেখি কিভাবে বন্ধুদের  সাথে মজা করা যায়। আমি এখানে মোবাইলে রিচাজের এসএমএস পাঠিয়ে বন্ধুদের সাথে মজা করার একটি ট্রিকস দেখাব।

১। ফ্রি এসএমএস পাঠাতে প্রথমে এই লিংকে ক্লিক করুন।

লিংকে ক্লিক করলে উপরের পেজটির মতো একটি পেজ আসবে

২। তারপর FROM বক্সে বাংলাদেশের কোড নাম্বার সহ আপনার অথবা যেকোনো একটি মোবাইল নাম্বার লিখুন।

৩। DESTINATION বক্সে আপনার ক্রানট্রি  BANGLADESH নির্বাচন করুন।

৪। NUMBER বক্সে যে নাম্বারে এসএমএস পাঠাতে চান তার মোবাইল নাম্বার টি লিখুন।

৫। MESSAGE বক্সে গ্রামীনফোনে FLEXILOAD, এয়ারটেলে EAZYLOAD, বাংলালিংকে I TOP UP, রবিতে EASYLOAD এবং টেলিটক ও সিটিসেলে রিচাজ করলে যে মেসেজটি আসে হুবুহু তাই লিখুন।

গ্রামীনফোন :

Your account has been refilled successfully by TK 500.0.

Your Transaction ID is BD 5033011070680.

এয়ারটেল :

Your have successfully received balance from 01672565851.

Your account balance is Tk. 10737

বাংলালিংক :

Your account has been refilled successfully by TK

500.0.Your BanglaLink account balance is TK  577.00.

৬। তারপর একবার ENTER চাপুন।

৭। সবশেষে SEND SMS বক্সে ক্লিক করুন।

৮। SMS পোঁছালে নিচের ছবিটির মতো করে একটি ছবি দেখতে পাবেন।


ব্যস কাজ শেষ। এবার লুটুন মজা ...............হাঃ হাঃ হাঃ


প্রয়োজনীয় নিরদেশনা :ো

১। FROM বক্সে আপনি যে নাম্বারটি লিখবেন এসএমএস পাঠালে নাম্বারটি এসএমএসে দেখা যাবে না। তাই FROM বক্সে নাম্বার লেখা নিয়ে কোন ভয় নেই।

২। যাকে এসএমএস পাঠাবেন তার মোবাইলে +১২০৩৩৮৫২৩৭৩ এরকম একটি নাম্বার দেখাবে। তাই কিছু বুঝতে পারবে না।

৩। গ্রামীনফোনে FLEXILOAD, এয়ারটেলে EAZYLOAD , বাংলালিংকে I TOP UP করলে কি ধরেন এসএমএস আসে তা উপরে দেয়া আছে। কিন্তু এই লেখাগুল COPY করে MESSAGE বকসে PEST না করলেই ভালো। কারন কোন লেখা COPY করে MESS AGE বক্সে PEST করলে MESSAGE নাওযেতে পারে। তাই MESSAGE বক্সে সম্পূর্ণ লেখা টাইপ করে লিখতে হবে।

৪। MESSAGE বক্সে মোটা অঙ্কের টাকার পরিমান লিখবেন। তাহলে এসএমএস দেখে প্রথমেই আনন্দিত হয়ে উঠবে।

৫। যাকে এসএমএস পাঠাবেন তিনি যে অপারেটরের সিম ব্যাবহার করেন  তাকে সেই অপআরেটেরের এসএমএস টি (মোবাইলে রিচাজ করলে যে এসএমএস টি আসে) পাঠাবেন।

৬। MESSAGE বক্সে ১৩০ অক্ষরের এসমএমএস লেখা যায়। কিন্তু  আপনি ১২৫ অক্ষরের মধ্যে লেখা শেষ করতে চেষ্টা করবেন। তা নাহলে এসএমএস ঠিক মতো অথবা সম্পূর্ণ নাও যেতে পারে।

৭। যাদের ইন্টারনেট এবং ফ্রি এসএমএস সম্পর্কে তেমন কোনো ধারনা নেই তাদেরকে পাঠালে সহজেই বোকা বানাতে পারবেন।

[কেও খারাপ কাজের জন্ন্য ফ্রি এসএমএসের ওয়েবসাইটটি ব্যাবহার করবেন না]

টিউনটি অতি সাধারন হলেও যদি ভাল লাগে তাহলে মন্তব্য করিলে কিছুটা হলেও আনন্দিত হব।

Level 0

আমি Farhan Abid। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 143 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ।

    আপনাকেও ধন্যবাদ।

হে হে হে মজার

Thank u….
AY WEB SITE NIAY AGYO TUNE HOYCHY

    এই সাইটটি নিয়ে আগেও টিউন হয়েছে। কিন্তু আমি এই সাইটটি ব্যাবহার করে "ফ্রি মোবাইলে রিচাজের এসএমএস পাঠিয়ে বন্ধুদের সাথে মজা" করার জন্যই টিউনটি করেছি। কার টিউন কপি করার জন্য নয়। আপনাকেও ধন্যবাদ।

এই সাইট নিয়ে আগেও টিউন হয়েছে তা ছারা কোন sms পাঠান যায় না। আপনি যে ভাবে বলেছেন আমি ঠিক সে ভাবেই অনেক বার চেষ্টা করেছি কিন্তু বার বার এই লেখাটি দেখায় " please enter your valid number "

    যাবে না কেন? আপনি মনে হয় http://www.freesmscraze.com/ এই সাইটটি থেকে এসএমএস পাঠিয়েছেন। তাই আপনার এই সমস্যা হচ্ছে। আমি কিন্তু এসএমএস পাঠাতে এই লিংকে http://www.freesmscraze.com/worldwide/send_free_sms_to_bangladesh/ ক্লিক করতে বলেছিলাম। আপনার সমস্যাটি দেখার পর আমি আমার নাম্বারে একটি এসএমএস পাঠিয়েছি। ঠিক মতই গিয়েছে। সমস্যার সমাধান হলে জানাবেন। ধন্যবাদ।

    http://sms.bdrulez.com/
    এখানে গিয়ে দেখতে পারেন। (প্লাস ৮৮) নাম্বারের আগে লাগিয়ে নিন, যদি বাংলাদেশর মাঝে হয়।।

    দুঃখিত বস আপনার এই সাইটটি থেকে এসএমএস যাচ্ছে না। আগে মনে একবার ব্যাবহার করেছিলাম। তখন গিয়েছিল। কিন্তু দুঃখের বিষয় সম্পুণ এসমএমএস ঠিক মতো যায়নি। আমার টিউনে দেয়া সাইটটি একবার ট্রাই করে দেখতে পারেন। ওখানে যতটুকু এসএমএস লিখবেন ততোটুকু ঠিক মতই যাবে। ধন্যবাদ।

Level 0

2 din ageo aita nia tune hoise………

    আমিও জানি ২ দিন আগেও এই সাইটটি নিয়ে টিউন হয়েছিল। কিন্তু আমি এই সাইটটি ব্যাবহার করে "ফ্রি মোবাইলে রিচাজের এসএমএস পাঠিয়ে বন্ধুদের সাথে মজা" করার জন্যই টিউনটি করেছি। কার টিউন কপি করার জন্য নয়। ধন্যবাদ।

Level 0

কাজ করেনা

    আমি একটু আগেও এসএমএস করেছি। আপনার মনেহয় কথাও সমস্যা হচ্ছে।

Please Enter A Valid Data…

onek moja lagteche……. shobai ke akta kotha boli… aikhane vaild number bolte apnar country code bhujacche.. so apnara From box tate 088 diye suru koren.. tahole ar problem hobe na.. ai khane +88 support kore na.

    FROM বকসে বাংলাদেশের কোড নাম্বার ছাড়াও তো আমার এসএমএস গিয়েছে। হিঃ হিঃ হিঃ বন্ধুদের বকা বানান অনেক সহজেই।

COOL

    অসংখ্য ধন্যবাদ আপনাকে।

vi amar sms send hoitede but mobile a ase na ki problem bolben

    মনেহয় আপনি DESTINATION বকেস আপনার ক্রানটি BANGLADESH নির্বাচন করেননি। তাই এই সমস্যাটি হচ্ছে। সমাধান হলে জানাবেন।

Level 0

Moja Pailam. Donnobad

    আমিও আনন্দিত আপনাকে মজা দিতে পেরে

JOtil 🙂 Dhonnobad

http://www.trueonlineearn.com

    আপনি কি আপনার ওয়েবসাইটের প্রচারের জন্য মন্তব্য করেছেন নাকি টিউনারে কিছুটা আনন্দ দেবার জন্য? যাই হোক ধন্যবাদ।

ট্রিকসটি মজার কাজ করলেই হয়।

    ১০০% কাজ করবে। একবার চেষটা করেই দেখুন। ধন্যবাদ

Vaiya, ami first e akta relative er kase patiselam… Pore jokon bollam… Se full rag korlo… And amar moja laglo……

    হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ আমার ও এখন মজা লাগছে। এখন আপনি রাগ কইরেননা কিন্তু। হাঃ হাঃ

Level 0

sms jacceh na

    এসএমএস যাচ্ছে না কেন? আপনার সমস্যাটি বলুন। সমাধান পেয়ে যাবেন।

Level 0

shuruta khubi joghonno! r apni 'kranti' likhchen keno ota 'kantri' hobe, post ta valoi, useful mone hocche, kaj korle thnx na korle…

    আমার কিবোর্ডে কিছু বাটন কাজ করছিলনা। তাই কিছু বানানে ভুল হয়েছে। আর এটি আমার প্রথম টিউন ছিল। তাই শুরুটা জঘন্য হলেও আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।