পরম করুনাময় সৃষটিকর্তার নাম নিয়ে আমার প্রথম টিউনটি শুরু করছি।
ইন্টারনেটের জগতে আমরা অনেকেই ফ্রি এসএমএসের জন্য বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করি এমন কি সাইন আপ ও করে থাকি। কিন্তু এগুলোর অনেক ওয়েসাইট ভুয়া হয়ে থাকে তাই কাজ করে না। আবার কাজ করলেও সম্পূর্ণ এসমএমএস ঠিক মতো যায় না। অর্ধেক গেলেও কিন্তু বাকিটা যায় না। আপনাদের আজ এমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিব যার মাধ্যমে সহজেই ফ্রি এসএমএস পাঠাতে পারবেন আর ফ্রি এসএমএস পাঠিয়ে বন্ধুদের সাথে মজা করাতো রয়েছেই। তাহলে চলুন দেখি কিভাবে বন্ধুদের সাথে মজা করা যায়। আমি এখানে মোবাইলে রিচাজের এসএমএস পাঠিয়ে বন্ধুদের সাথে মজা করার একটি ট্রিকস দেখাব।
১। ফ্রি এসএমএস পাঠাতে প্রথমে এই লিংকে ক্লিক করুন।
লিংকে ক্লিক করলে উপরের পেজটির মতো একটি পেজ আসবে
২। তারপর FROM বক্সে বাংলাদেশের কোড নাম্বার সহ আপনার অথবা যেকোনো একটি মোবাইল নাম্বার লিখুন।
৩। DESTINATION বক্সে আপনার ক্রানট্রি BANGLADESH নির্বাচন করুন।
৪। NUMBER বক্সে যে নাম্বারে এসএমএস পাঠাতে চান তার মোবাইল নাম্বার টি লিখুন।
৫। MESSAGE বক্সে গ্রামীনফোনে FLEXILOAD, এয়ারটেলে EAZYLOAD, বাংলালিংকে I TOP UP, রবিতে EASYLOAD এবং টেলিটক ও সিটিসেলে রিচাজ করলে যে মেসেজটি আসে হুবুহু তাই লিখুন।
গ্রামীনফোন :
Your account has been refilled successfully by TK 500.0.
Your Transaction ID is BD 5033011070680.
এয়ারটেল :
Your have successfully received balance from 01672565851.
Your account balance is Tk. 10737
বাংলালিংক :
Your account has been refilled successfully by TK
500.0.Your BanglaLink account balance is TK 577.00.
৬। তারপর একবার ENTER চাপুন।
৭। সবশেষে SEND SMS বক্সে ক্লিক করুন।
৮। SMS পোঁছালে নিচের ছবিটির মতো করে একটি ছবি দেখতে পাবেন।
ব্যস কাজ শেষ। এবার লুটুন মজা ...............হাঃ হাঃ হাঃ
প্রয়োজনীয় নিরদেশনা :ো
১। FROM বক্সে আপনি যে নাম্বারটি লিখবেন এসএমএস পাঠালে নাম্বারটি এসএমএসে দেখা যাবে না। তাই FROM বক্সে নাম্বার লেখা নিয়ে কোন ভয় নেই।
২। যাকে এসএমএস পাঠাবেন তার মোবাইলে +১২০৩৩৮৫২৩৭৩ এরকম একটি নাম্বার দেখাবে। তাই কিছু বুঝতে পারবে না।
৩। গ্রামীনফোনে FLEXILOAD, এয়ারটেলে EAZYLOAD , বাংলালিংকে I TOP UP করলে কি ধরেন এসএমএস আসে তা উপরে দেয়া আছে। কিন্তু এই লেখাগুল COPY করে MESSAGE বকসে PEST না করলেই ভালো। কারন কোন লেখা COPY করে MESS AGE বক্সে PEST করলে MESSAGE নাওযেতে পারে। তাই MESSAGE বক্সে সম্পূর্ণ লেখা টাইপ করে লিখতে হবে।
৪। MESSAGE বক্সে মোটা অঙ্কের টাকার পরিমান লিখবেন। তাহলে এসএমএস দেখে প্রথমেই আনন্দিত হয়ে উঠবে।
৫। যাকে এসএমএস পাঠাবেন তিনি যে অপারেটরের সিম ব্যাবহার করেন তাকে সেই অপআরেটেরের এসএমএস টি (মোবাইলে রিচাজ করলে যে এসএমএস টি আসে) পাঠাবেন।
৬। MESSAGE বক্সে ১৩০ অক্ষরের এসমএমএস লেখা যায়। কিন্তু আপনি ১২৫ অক্ষরের মধ্যে লেখা শেষ করতে চেষ্টা করবেন। তা নাহলে এসএমএস ঠিক মতো অথবা সম্পূর্ণ নাও যেতে পারে।
৭। যাদের ইন্টারনেট এবং ফ্রি এসএমএস সম্পর্কে তেমন কোনো ধারনা নেই তাদেরকে পাঠালে সহজেই বোকা বানাতে পারবেন।
[কেও খারাপ কাজের জন্ন্য ফ্রি এসএমএসের ওয়েবসাইটটি ব্যাবহার করবেন না]
টিউনটি অতি সাধারন হলেও যদি ভাল লাগে তাহলে মন্তব্য করিলে কিছুটা হলেও আনন্দিত হব।
আমি Farhan Abid। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 143 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ।