শাওমি নিয়ে এলো গেমিং স্মার্টফোন, ব্ল্যাক শার্ক সিরিজের একটি নতুন আপডেট আসবে মার্চের ১৮ তারিখে। এটাকে ব্ল্যাক শার্ক ২ ও বলা যায়। গিকবেঞ্চে (Geekbench) কয়েকবার পাস করেছে এই নতুন ফোন। কিন্ত এখন আনটুটু বেঞ্চমারকেও ভালো স্কোর করেছে, এজন্য এই ফোনের কিছু স্পেসিফিকেশন জানা গেছে।
আনটুটু (AnTuTu) বেঞ্চমারকে BlackShark Skywalker এর চেয়ে বেশী স্কোরে জিতে গেছে এই নতুন গেমিং ফোন। এই ফোনের চিপসেট একটি নতুন জেনারেশনের কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৫ দ্বারা পরিচালিত। ফোনটিতে রয়েছে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশন। কিন্ত এর হাই-এন্ড এ থাকবে ১২ জিবি র্যাম অন বোর্ড। এই ১২ জিবি র্যাম এর মডেল গিগবেঞ্চ থেকে লিক হয়েছে। অন্যদিকে আনটুটু জানিয়েছে, এই ফোনের ডিস্পলে রেজুলেশন ২৩৪০ X ১০৮০ পিক্সেল। ফাইনালি, ফোনটির টোটাল স্কোর ৩৫৯, ৯৭৩ যা মোটামুটি এভ্যারেজ স্ন্যাপড্রাগন ৮৮৫ চিপসেটের জন্য।
এই ফোনটিতে থাকবে ২৭ ওয়াটের ফার্স্ট চারজিং সুবিধা যা নতুন শাওমি মি ৯ এর মতই। গিকবেঞ্চ রিকোমেন্ডে, উপরের ছবিটিতে এর নতুন ফোনের ক্যামেরা ফাংশনটি দেখানো হয়েছে। এতে থাকছে ডুয়াল ক্যামেরা ও একটি স্পিড ফ্ল্যাশ। এর পেছনো কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে না, কিন্ত ইন ডিস্পলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে বলে আশা করা যায়। এই ফোনটিতে লিকুইড কুলিং 3.0 থাকবে যা দ্রুত ফোনকে ঠান্ডা রাখার ব্যবস্থা করবে। গেমিং ফোন বলে কথা! তাই ভালো কুলিং ব্যবস্থা থাকা আবশ্যক।
সময় থাকলে আমার ওয়েবসাইটে ঘুরে আসতে পারেন আশ্চর্য ডট কম
আমি সামিউল শুভ। President, https://www.ascorjo.com বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
সাফল্য শান্তিতে হয় না,কষ্টে হয় । আমি সেই কষ্টের পিছনেই ছুটি । মাঝে মাঝে ভালোবাসা গুলো টেক এন্ড গ্যাজেটস এর ওপরও হয়ে থাকে ।