আপনারা অনেক দিন ধরে অপেক্ষা করে আছেন Redmi note 7 Pro ও Redmi note 7 কবে লঞ্চ হবে। দীর্ঘ সময় পরে আজকে ইন্ডিয়া তে Redmi note 7 Pro ও Redmi note 7 দুইটা ফোনই লঞ্চ হয়েছে। সব থেকে আশ্চয্যের বেপার কনফিগের অনুযায়ী ফোনের প্রাইস অনেক কম। বিস্তারিত নিচের ভিডিওতে ফোনের দাম ও কবে থেকে বিক্রয় শুরু হবে সবকিছু জানতে পারবেন। আরো জানতে পারবেন কোন ফোনটি কেনা আপনার উচিত হবে। আশা করি ভিডিওটি দেখলে আপনার মূল্যবান সময় নষ্ট হবেনা।
Redmi note 7 Pro :
৪ জিবি। ৬৪ জিবি এবং ৬ জিবি। ১২৮ জিবি
Redmi note 7 :
৩ জিবি। ৩২ জিবি এবং ৪ জিবি। ১২৮ জিবি
বিস্তারিত নিচের ভিডিওতে:
আজ এই পর্যন্তই। টিউটোরিয়ালটি যদি ভাল লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে। নতুন সব টিউটোরিয়াল পেতে সাথেই থাকুন। টিউটোরিয়ালটি কেমন লাগল তা টিউমেন্ট করে জানাতে ভুলবেননা।
My Youtube Channel:- TechHunt24
আমি প্রিন্স খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।