মাইক্রোসফটের লুমিয়া ৬৪০ এক্সএল ডিভাইসটিই আজকে আমাদের আলোচ্য বিষয়। চলুন, সেটটি সম্পর্কে সংক্ষেপে এর ভালো-মন্দ দিক গুলো জেনে নেয়া যাক।
৫.৭ ইঞ্চির বড় পর্দা রয়েছে এতে। এর দেহটা চকচকে নয়। আবার সস্তা ম্যাটও নয়। বড় আকারের স্মার্টফোন, তাই ধরতে কিছুটা অসুবিধা হয়। তবে ফোনের গুণগত মান প্রথম সারির।
পরিষ্কার কালো স্ক্রিনে ৭২০ পিক্সেল এইচডি আইপিএস প্যানেল ব্যবহার করা হয়েছে। প্রতি ইঞ্চিতে এর পিক্সেল ডেনসিটি ২৫৯ পিক্সেল। পেছনে ১৩ মেগাপিক্সেল ক্যামেরার সেন্সরটি ১/৩ ইঞ্চি, অ্যাপরচার এফ/২.০ এবং ২৮ মিলিমিটার ফোকাল লেন্থ দেওয়া হয়েছে।
ক্যামেরাটি ১০৮০পি ভিডিও ধারণ করতে পারে। সামনেও ওয়াইড অ্যাঙ্গেলের ৫ মেগাপিক্সেল ক্যামেরা জুড়ে দেওয়া হয়েছে।
আমি কাজী শামীম শাহারিয়ার ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 121 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।