স্যামসাং, হুয়াওয়ে, নুবিয়া ও শাওমির সঙ্গে এবার টেক্কা দেবে চীনের টেলিফোন কমিউনিকেশন লিমিটেড (টিসিএল)।
টিসিএল একটি বা দুটি নয়, পাঁচ মডেলের ফোল্ডেবল ডিভাইস আনতে যাচ্ছে। সংবাদ মাধ্যম সিনেট জানিয়েছে, ডিভাইসগুলোর মধ্যে দুটি হবে ফোল্ডেবল স্মার্টফোন, দুটি হবে ফোল্ডেবল ট্যাব ও একটি হবে ফোল্ডেবল স্মার্টওয়াচ।
পেটেন্ট ও রেন্ডার ছবিতে দেখা যায়, দুটি ফোল্ডেবল ট্যাবের একটি ভিতরের দিকে ও আরেকটি বাইরের দিকে ভাঁজ করা যাবে। এই দুইভাবে স্মার্টফোনও ভাঁজ করা যাবে। ফোল্ডেবল স্মার্টওয়াচটি ব্রেসলেটের মতো হাতে পরা যাবে। তাই এটি বাঁকানো থাকবে পেছনের দিকে।
গত জানুয়ারিতে অনুষ্ঠিত কনজিউমার ইলেক্ট্রনিক শোতে (সিইএস) টিসিএলের কর্মকর্তা জানিয়েছিলেন, তাদের তৈরি ফোল্ডেবল ডিভাইসের দেখা মিলবে আগামী বছর।
তবে পাঁচ ডিজাইনের ফোল্ডেবল ফোনই যে তারা বাজারে আনবে তা নয়। দুই একটি মডেল বাদও পরতে পারে। বদলে যেতে পারে ডিজাইনও।
ব্ল্যাকবেরি ও অ্যালকাটেল ফোন উৎপাদন ও সরবরাহের লাইসেন্স প্রাপ্ত কোম্পানি টিসিএল। তারা কোম্পানি দুটির হার্ডওয়্যার তৈরির লাইসেন্স কিনে নিয়েছে।
চীনে তারা স্বল্প দামের টেলিভিশন তৈরির কোম্পানি হিসেবেই বেশি পরিচিত। ছোট আকারের ফোন নির্মাতা কোম্পানি পাম ব্র্যান্ডেরও মালিক টিসিএল।
আরো পড়ুন ঃ-
সনির এক্সপেরিয়া এক্সজেড৪ আসছে ২৫ ফেব্রুয়ারি
গ্যালাক্সি এস১০ বিক্রি শুরু ৮ মার্চ
মোবাইল ফোনের ধাক্কায় ক্যামেরা বাজার ছাড়া
নতুন ফোরজি হ্যান্ডসেট আনলো ওয়ালটন
ভোল্টি প্রযুক্তির ওয়াই ৭ প্রো আনলো হুয়াওয়ে
এমডাব্লুসিতে আসছে নকিয়া ৯ পিওরভিউ
মধ্যবিত্তের জন্য নতুন আইপেড মিনি ৫ আনছে অ্যাপল
আমি ওয়েব মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
আমি রাকিব। ভালো লাগে টেকটিউন কে ভালোবাসি বললে ভালো হয় , আর তাই বার বার ফিরে আসি। নতুন কে জানার টানে। নতুন কে জানানোর টানে।