গ্যালাক্সি এস১০ বিক্রি শুরু ৮ মার্চ

স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ ডিভাইস এস১০ উন্মোচনের  এবং বিক্রির সময় জানিয়েছে।

প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে আগামী বুধবার ডিভাইসটি উন্মোচন করবে বলে জানায়। অনুষ্ঠান হবে যুক্তরাষ্ট্রের সানফ্যান্সিসকোতে। কিন্তু সেদিন থেকেই কেউ ডিভাইসটি কিনতে পারবেন না।

দক্ষিণ কোরিয়ান ইলেক্ট্রনিক জায়ান্টটি জানিয়েছে, গ্যালাক্সি এস১০ ডিভাইসটি তারা বিক্রি শুরু করবে মার্চের ৯ তারিখ থেকে। সেটা শুরু হবে দক্ষিণ কোরিয়া থেকে। এরপর বিশ্বের অন্যান্য দেশেও এটি বিক্রি করবে স্যামসাং।

তবে তার আগেই ডিভাইসটির প্রি-অর্ডার নিতে শুরু করেছে প্রতিষ্ঠানটির মার্কিন সাইট। মার্কিন যুক্তরাষ্ট্রে পুরানো ডিভাইস দিয়ে গ্যালাক্সি এ১০ কেনার ক্ষেত্রে ৫৫০ ডলার পর্যন্ত ছাড়ও দেবে স্যামসাং।

স্যামসাং জানিয়েছে, ডিভাইসটি কোরিয় বাজারে ৮ তারিখ থেকে বিক্রি শুরু হলেও কেউ যদি এর প্রি-অর্ডার করেন তবে সেটি চারদিন আগেই হাতে পাবেন।

এবার তিনটি সংস্করণে বাজারে আসবে গ্যালাক্সি এস১০। এর মধ্যে থাকছে গ্যালাক্সি এস১০, এস১০ প্লাস এবং বাজেট সংস্করণ এস১০ লাইট।

ফোনটিতে থাকতে পারে এক্সিনোজ ৯৮২০ প্রসেসর। প্রসেসরটি আগের ৯৮১০ সংস্করণ থেকে ৪০ শতাংশ বেশি শক্তিশালী। প্রসেসরটির প্রধান আকর্ষণ এতে থাকা নিউরাল প্রসেসিং ইউনিট (এনপিইউ) প্রযুক্তি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সব কাজ এই এনপিইউ এর মাধ্যমে হবে। ফলে আরও দ্রুত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রসেস করতে পারবে চিপসেটটি। যা গ্যালাক্সি এস৯ ও নোট৯ এ ব্যবহার করা প্রসেসরের চেয়ে ৭ শতাংশ দ্রুত কাজ করবে।

আরো পড়ুন ঃ-

মোবাইল ফোনের ধাক্কায় ক্যামেরা বাজার ছাড়া

নতুন ফোরজি হ্যান্ডসেট আনলো ওয়ালটন

ভোল্টি প্রযুক্তির ওয়াই ৭ প্রো আনলো হুয়াওয়ে

এমডাব্লুসিতে আসছে নকিয়া ৯ পিওরভিউ

 

Level 2

আমি ওয়েব মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

আমি রাকিব। ভালো লাগে টেকটিউন কে ভালোবাসি বললে ভালো হয় , আর তাই বার বার ফিরে আসি। নতুন কে জানার টানে। নতুন কে জানানোর টানে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস