ভোল্টি প্রযুক্তির ওয়াই ৭ প্রো আনলো হুয়াওয়ে

দেশের বাজারে এসেছে হুয়াওয়ে ওয়াই ৭ প্রো স্মার্টফোনটি।

ফোরটির বিশেষত্ব হচ্ছে, এতে থাকছে ভয়েস ওভার এলটিই বা ভোল্টি প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা। রোববার থেকে দেশে হুয়াওয়ের সব অনুমোদিত ব্র্যান্ডশপগুলোতে বিক্রি শুরু হয়েছে ফোনটি।

ফোনটিতে রয়েছে ৬ দশমিক ২৬ ইঞ্চির ডিউড্রপ ডিসপ্লে। এর স্ক্রিন টু বডির অনুপাত রাখা হয়েছে প্রায় ৮৭ শতাংশ। ফ্ল্যাশসহ ১৬ মেগাপিক্সেলের সামনের ক্যামেরার সঙ্গে পিছনে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার ১৩ মেগাপিক্সেল ও ২ পিক্সেলের ক্যামেরা। আর অ্যাপারচার ১.৮ এফের সঙ্গে ফোনটিতে রয়েছে ফেইস আনলক প্রযুক্তি।

ফোনটিতে তিন জিবি র‌্যাম ও ৩২ জিবি রমসহ থাকছে কোয়ালকম ৪৫০ অক্টাকোর চিপসেট। এছাড়াও এতে ৫১২ গিগাবাইট পর্যন্ত স্টোরেজ কার্ড ব্যবহার করা যাবে। অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও ও ইএমইউআই ৮.২ দিয়ে স্মার্টফোনটি চলবে।

চার্জ দীর্ঘ সময় ধরে রাখতে ডিভাইসটিতে রয়েছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।

হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ (বাংলাদেশ) এর কান্ট্রি ডিরেক্টর কেলভিন ইয়াং বলেন, বাংলাদেশের বাজার আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ। মাঝারি বাজেটের হুয়াওয়ে ওয়াই ৭ প্রো ২০১৯ দেশের মানুষের মন জয় করতে পারবে।

অরোরা ব্লু, মিডনাইট ব্ল্যাক ও কোরাল রেডের স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে ১৬ হাজার ৯৯৯ টাকায়। সঙ্গে রবি, গ্রামীনফোন ও বাংলালিংক গ্রাহকরা পাবেন বান্ডেল অফার।

আরো পড়ুন ঃ-

কেন্দ্রীয় ডেটাবেইজে আসছেন প্রতিবন্ধীরা : পলক

উইন্ডোজের জন্য দারুণ ৩ অডিও প্লেয়ার

পিসির জন্য এলো পাবজি লাইট

এমডাব্লুসিতে আসছে নকিয়া ৯ পিওরভিউ

মধ্যবিত্তের জন্য নতুন আইপেড মিনি ৫ আনছে অ্যাপল

 

Level 2

আমি ওয়েব মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

আমি রাকিব। ভালো লাগে টেকটিউন কে ভালোবাসি বললে ভালো হয় , আর তাই বার বার ফিরে আসি। নতুন কে জানার টানে। নতুন কে জানানোর টানে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস