Huawei P smart 2019 হচ্ছে ২০১৯ সালের Huawei smartphone গুলোর মধ্যে একটি। এটি এখনো বাংলাদেশে হয়তো আসেনি, তবে আশা করা যাচ্ছে তাড়াতাড়ি এসে পরবে, কারন এর দাম খুব বেশি না, মাঝামাঝি দামের মোবাইল এটি। আর অনেকেই এখন Huawei খুব পছন্দ করে।
ধারণা করা হচ্ছে বাংলাদেশে এর দাম ২৪ হাজার টার উপরে হবে, এর নিচে হবে না। তবে এর দুটি version আছে, ২টি version এর মধ্যে তফাত হচ্ছে শুধু সামনের camera, একটার মধ্যে সামনে 16 MP camera আর অন্যটার মধ্যে সামনে 8 MP camera, আর বাকি সব একই ২টি version এর মধ্যে। এখন দেখার বিষয় যে বাংলাদেশে কোন version আসে।
যাই হোক, Huawei P smart 2019 নিয়ে আরো বিস্তারিত জানতে চাইলে ভিজিট করুন mobile29.com
আর ডিজাইন কেমন হবে সামনে পেছনে সেটা এই ছবি থেকেই দেখে নিন, অনেকে আবার মোবাইলের ভেতরের জিনিসের চেয়ে বাইরের জিনিস বেশি পছন্দ করে। কারন অনেকে কাছে সুন্দর ডিজাইন সবার আগে।
আমি মোঃ রাহিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 65 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।