এই ছবিটি ফাঁস হবার পর থেকেই শুরু হয়েছে নানা রকম কল্পনা। বলা হচ্ছে এটি iPhone XI MAX এবং এর পেছনে ৩টি camera আছে। এতো কিছু কল্পনা করার কারন হচ্ছে ছবির কিছুটা অংশে দেখা যাচ্ছে Apple এর logo. আর যেহেতু এখন নামীদামী smartphone brand রা একের পর এক dual, triple, এমন কি quad camera র মোবাইল ও বের করছে, তাই এই বছরের iPhone এর মধ্যে যদি থাকে ৩ টি camera তাহলে অবাক হবার কিছুই নেই।
iPhone সব সময় চেষ্টা করে নতুন প্রযুক্তি সবার আগে ব্যবহার করতে, কিন্তু মোবাইলে একাধিক camera ব্যবহারের ক্ষেত্রে অনেক পিছিয়ে iPhone অন্য সবার চেয়ে।
তবে যদি এই ছবিটি সত্যি হয় তাহলে কিন্তু অসংখ্য iPhone lover দের জন্য এটি একটি দারুণ সুখবর। তবে যেহেতু এখনো Apple তাদের পরবর্তী iPhone নিয়ে কিছুই বলেনি, তাই আর বেশি তথ্য আপনাদের দিতে পারছি না। কিন্তু Apple যদি official ভাবে তাদের নতুন iPhone এর ঘোষণা দেয় তাহলে অবশ্যই mobile29.com ওয়েবসাইটে আপডেট পেয়ে যাবেন। এছাড়া যদি নতুন মোবাইল গুলো সম্পর্কে সবার আগে জানতে চান তাহলে প্রতিদিন ভিজিট করুন >>> mobile29.com
আমি মোঃ রাহিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 65 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।