নতুন Nokia 8-1 এ কি কি আছে নতুন?

এমন একটা সময় ছিলো যখন মানুষ Nokia বলতে পাগল ছিলো। তখন ভালো মোবাইল মানেই ছিলো Nokia আর বাকি সব হলো চায়না মোবাইল। তারপর Nokia যখন Android ছেড়ে Windows phone বানাতে শুরু করলো তখন আস্তে আস্তে Nokia তার সেই আগের জনপ্রিয়তা হারাতে লাগলো। কারনটা ছিলো Nokia তখন আর Nokia ছিলো না, তখন ছিলো Microsoft এর। এখন আবার Nokia হাজির হয়েছে Android Smartphone নিয়ে, যেটা একটু দেরি হয়ে গেলে ও এমন অনেকেই আছেন যারা এখনো Nokia কে ই প্রথম পছন্দ মনে করে।

Nokia 8.1 হচ্ছে দারুন একটি android smartphone তবে এটা সবার জন্য নয়। সবার জন্য না হবার কারন হচ্ছে এর দাম অনেক বেশি। প্রায় ৪৫ হাজার এর মতো হতে পারে বাংলাদেশে এর দাম। তবে এই new Nokia smartphone টি তে আছে 20 MP selfie camera আর dual back camera, আরো আছে অনেক কিছু। বিস্তারিত যদি জানার ইচ্ছা থাকে তাহলে >>> এখানে ক্লিক করুন

আপনার কি মনে হয়? যেখানে Xiaomi র মতো ভালো brand এতো কম দামে ভালো ভালো কিছু smartphone বাজারে আনছে সেখানে Nokia কতোটা পারবে বাজার দখল করতে?

Level 4

আমি মোঃ রাহিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 65 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস