কয়েকদিন আগে বেশ কয়েকজন আমাকে ইমেইল করেছিল। তাদের সমস্যা ছিল যে তাঁরা যখন তাদের আইফোনে নতুন গান যোগ করেন তাহলে আগের গানগুলি মুছে যায়। তাই এই ছোট্ট টিউনটি তাদের জন্যই করা।
iTunes -এ ডিফল্টভাবে অটোমেটিক মিডিয়া সিঙক্রোনিক অপশনটি চালু থাকে। সেজন্যই মূলত নতুন মিডিয়া ফাইল যোগ করলে আগেরগুলি মুছে যায়।
প্রথমে আপনার আইফোনটিকে কম্পিউটারের সাথে কানেক্ট করুন। সফলভাবে কানেকশন হলে iTunes -এ আপনার আইফোনটিকে তার একটি ডিভাইস হিসেবে দেখাবে। এখন আপনার আইফোনটিকে ক্লিক করুন। এবার Options এর নিচে ৩টি চেকবক্স দেখতে পাবেন।
সেখানে ডিফল্টভাবে "automatically sync when this iPhone is connected" অপশনটিতে টিক করা থাকে। এবার "automatically sync when this iPhone is connected" অপশনটি থেকে টিক চিহ্নটি উঠে দিয়ে "manually manage music and videos" অপশনটিতে টিক চিহ্ন দিন। বুঝতে সমস্যা হয়ে নিচের স্কিনশর্টটিকে অনুসরণ করুন।
ইনশাআল্লাহ, এখন আর অটোমেটিক আগের মিডিয়া ফাইলগুলি মুছে যাবে না।
প্রথমে ডিভাইস থেকে Music অপশনটিকে ক্লিক করুন। এখন আপনি আপনার কম্পিউটার থেকে যেকোন গান টেনে এনে Music এ ছেড়ে দিন। ব্যাস আশা করি আপনার গানটি যোগ হয়ে যাবে।
এখন যদি আপনি কোন গান রিমুভ/ডিলিট করতে চান তাহলে আগেরমতই Music অপশন -এ গিয়ে যেই গানটা ডিলিট করার দরকার সেটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে Delete কি টি চাপ দিন। গানটি ডিলিট হয়ে যাবে।
_________________________________________________________________________
আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টপটিউনার হতে চাই !
atodin ae tune ar jonno opkkay silam saiful bi apnake onek onek onek onek dhonnobad