আইফোন সমগ্র [পর্ব-৭] কিভাবে আপনার আইফোনের পেইড এ্যাপ্লিকেশনগুলির ক্রাক (ফ্রি) ভার্সন ইন্সটল করবেন

আইফোন সমগ্র

আমাদের দেশের ৮০% সফট্ওয়ার যেহেতু পাইরেটেড সেহেতু নিশ্চই জেনে থাকবেন যে, আইফোনের এ‍্যাপ্লিকেশনগুলিরও পাইরেট করা কপি পাওয়া যায়। আর বাঙ্গালী তো টাকা দিয়ে জিনুয়েন কিনতে চায় না। তাই আইফোনের ক্রাক এ্যাপ্লিকেশন ফ্রিতে ব্যবহার করার জন্যই আমার আজকের এই টিউন।

সাধারণভাবেই আপনি আইফোনের জন্য দুই ধরণের ফাইল পাবেন। একটি .app , আরেকটি ক্রাক .ipa  ফাইল।  আমার দেওয়া নিচের এই পদ্ধতিটি iOS 2.0 থেকে শুরু করে বর্তমান ফ্রেমওয়ারের সবগুলো OS এই কাজ করবে।

কিভাবে আপনি আপনার আইফোনে .ipa ফাইল ইন্সটল করবেন?

নোটঃ টিউটোরিয়ালটি শুধুমাত্র জেইলব্রেক করা আইফোনে/আইপড এর জন্য প্রযোজ্য। যদি আপনার আইফোন জেইলব্রেক করা না থাকে তাহলে  *****এই টিউনটি /অথবা এই টিউনটি***** দেখতে পারেন।

  • ১। যদি আপনার আইফোনটি জেইলব্রেক করা থাকে তাহলে প্রথমে Cydia তে গিয়ে Manage তারপর Sources তারপর Edit এ ক্লিক করুন।

  • ২। Add এ ক্লিক করে এই http://cydia.hackulo.us/ সোর্সটির লিংকটি লিখে Add Source এ ক্লিক করুন।

  • ৩। সফলভাবে সোর্সটি যুক্ত হলে Cydia তে “AppSync” এর জন্য সার্চ করুন। তারপর আপনার ফ্রেমওয়ার ভার্সনের সঙ্গে ভার্সন মিলিয়ে “AppSync” টি ইন্সটল করুন। উদাহরণঃ ধরুন আপনার iOS ভার্সন 4.2.1 । তাহলে আপনাকে সার্চ করতে হবে “AppSync for OS 4.2.1” এভাবে। ভার্সন ম্যাচ না হলে AppSync কাজ করবে না।

  • ৪। আপনার আইফোনটি রিষ্টাট করুন।

এখন মোটামুটি আপনার কাজ শেষ।

কিভাবে আপনার আইফোনের ইন্টারনেট কানেকশন দিয়েই সরাসরি এ্যাপ্লিকেশন ডাউনলোড করেই ইন্সটল করবেন?

  • ১। যদি আপনি আইফোন থেকেই সরাসরি এপ্লিকেশন ডাউনলোড করে ইন্সটল করতে চান তাহলে Cydia তে ঢুকুন। তারপর “Installous” এর জন্য সার্চ করুন। সার্চ রেজাল্ট থেকে “Installous” এপ্লিকেশনটি ডাউনলোড করে ইন্সটল করুন। (“Installous” একটি এ্যাপ্লিকেশন ষ্টোর যেখানে আপনি বিভিন্ন ধরণের ক্রাক করা এ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবেন।)

  • ২। এখন “Installous” এ গিয়ে আপনার পছন্দের এ্যাপ্লিকেশনটির ক্রাক সার্চ করুন।

তারপর ডাউনলোড করে ইন্সটল করুন।ব্যাস কাজ শেষ।

কিভাবে কম্পিউটার থেকে ম্যানুয়ালী ক্রাক করা .IPA ফাইল ডাউনলোড করে  ইন্সটল করবেন?

  • ১। আপনার কম্পিউটার থেকে ক্রাক এ্যাপ্লিকেশনের আরও একটি ষ্টোর  http://www.apptrackr.org (আমার সবচেয়ে প্রিয়) এ যান। এবং সেখান থেকে আপনার পছন্দের যেকোন এ্যাপ্লিকেশন এর .IPA ফাইল ডাউনলোড করে কম্পিউটারে সেভ করুন।
  • ২। আপনার আইফোন/আইপডটি পিসির সাথে কানেক্ট করুন। এরপর আপনার ডাউনলোড করা .IPA ফাইলটিকে আইটিউনস এ টেনে এনে ছেড়ে দিন (ড্রেগ এন্ড ড্রপ) । এরপর আইটিউনস থেকে “Sync Button” এ ক্লিক করলেই এপ্লিকেশনটি আপনার আইফোনে ইন্সটল করা শুরু করবে।

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সাইফুল ভাই আসাধারন একটা টিউন।
পরে অনেক ভালো লাগলো। খুব গুছিয়ে লিখেছেন।
যদিও আমার আইফোন নেই। ভবিষ্যতে হয়তো হবে… আর তখন বসের টিউন টা কাজে লাগবে।
ধন্যবাদ শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

    ধন্যবাদ সুমন ভাই।
    কোন না কোন একদিন কাজে লাগতেই পারে। 🙂

পুরাই পাঙ্খা… প্রিয়তে রাখলাম, আইফোন কিনলে কাজে লাগবে… 😉

    তোমার পাঙ্খা তোমার কাছে রেখে তাড়াতাড়ি আইফোন কেন। 😛

মোবাইল বস খুব সুন্দর টিউন । ইদানিং আপনার টিউন দেখাই যায় না কেন ? আর আপনাকে মোবাইল বস বললাম মাইন্ড করলেন নাকি?

    ধন্যবাদ রাজিব ভাই।
    ইদানিং মডারেশন নিয়ে একটু ব্যস্ত থাকি। তাই এই সমস্যা।
    তবে খুব শিঘ্রই নিয়মিত হচ্ছি 🙂

আইফোন ব্যবহার কারিদের অবশ্যই অনেক উপকারে দিবে টিউনটি,
ধন্যবাদ সুন্দর টিউনের জন্য।

আবার আইফোন কিনতে মন চাইতাছে 🙁

    হা হা। বেচতে কে বলেছিলো?
    এখন আবার কিনে নেন। আমি আছি তো। 🙂

Level 0

ভাই, আমি কয়েকদিন হল বেবহার করি। 3gs. apptrackr.org থেকে নামানো app গুলো sync দিলে install হয় না। error দেখায়। সাথে একেক সময় একেকটা error number ও দেখায়। সমাধান কি?

    ১। আপনার আইফোনটি কি জেইলব্রেক করা আছে?
    ২। যদি জেইলব্রেক করা থাকে তাহলে আপনার ফ্রেমওয়ার ভার্সনের সাথে কি AppSync এর ভার্সনের মিল আছে?
    ৩। যদি দুই নম্বরেও কোন সমস্যা না থাকে তাহলে Apptrackr.org ছাড়া অন্য সাইট থেকে যদি App ডাউনলোড করে ইন্সটল দেন তাহলেও কি এই সমস্যা দেয়?
    ৩। যদি সবকিছু ঠিক ঠাক মত থাকে তাহলে এই সমস্যা হওয়ার কথা না।

Level 0

আমার version 4.3.3

আপনাকে অনেক অনেক ধন্যবাদ / ভাই আমি আইফোন ফোর বেবহার করি /আমার ফোন ফেক্টরী আনলক /সরাসরি apple থেকে কিনেচি/ জেইলব্রেক করলে কুনো সমসসা হবে কি ? আসা করি আই ফোন সম্পর্কে আরো বেসি tune পাব / uk তে থেকেও প্রতিদিন tech tune পরি /

Level New

অনেক ভাল হয়েছে

Level 0

saiful bhi, i'm writing from mobile thats why i can't write by Bangla.

I broke my iphone jail by – snowbreeze tool. Everything is running good except Cydia. The problem is, when I open cydia it only shows the "Loading data" waiting cycle, waiting doesn't end.

My iPhone details:
iphone – 2G
Version – 3.1.3
Modem firmware – 04.05.04_G

If you help to make solution of this problem, it'll be great for me.

If my cydia is not open how can i use winScp, how to use it?

    https://www.techtunes.io/mobileo/tune-id/54896/

    উপরের টিউনটির সাহায্যে পূণরায় আপনার সেটটির জেইলব্রেক করুন।
    আশা করি কাজ হবে।

      Level 0

      @সাইফুল ইসলাম: saiful da ami computer e itunes use kori free apps gulo nite mon chay kintu account na thakay hoy na, paypal Ba devid card chara free account create kora jay ki?

      Level 0

      @jiko ভাই আপনি iPhone এর appstore থেকে যখন কিছু download করতে যাবেন তখন Create new apple ID তে ক্লিক করুন। এর পরে Country দিন UK আর Payment method দিন None. Postal code http://www.google.com থেকে search করে দিয়ে দিন।

      এটা খুব সহজ কাজ। সাহায্য লাগলে বলবেন।

saiful bhai kmon asen?asha kori valo asen.ami iphone kinec USA thek bt BD te kaj korsena amak apnar help dorkar asha kori apni help korben iPhone 4G 4.1 USA at&t model MC319LL firmware 02.10.04.valo thakben

Level 0

saiful bhai ame kee bhaba cydia amar iphone a add kor bo ? please help

vai amar iphone 3g, ami manually reset diasilam,tarpor on korle sudhu apple ar logo dakhai,ki kora jai?version monehoi 4.2.1

    রিসেট দেওয়ার আগে ব্যাকআপ নিয়েছিলেন? যদি নিয়ে থাকেন তাহলে ব্যাকআপ থেকে আবার রিষ্টোর করুন।
    আর যদি ব্যাকআপ না নিয়ে থাকেন তাহলে আইটিউনস দিয়ে রিষ্টোর করার চেষ্টা করুন।

Level 2

Bhai, Iphone diye ki bangla pora jai? Kono PDF software ase?
thakle please share korben……….

আইফোন কিছুই না ইন্টারনেট ছাড়া… কিছুটা দেখতে ভালো লাগে এই যা… আর ইন্টারনেট দিয়ে আইফোন মানে অন্যকিছু , এক অন্যন্য অভিজতা …
সাইফুল ইসলাম ভাই, একটা প্রশ্ন ছিলো- আমার আইফোনটা খুব গরম হয়ে যায় কাজ করতে গেলে… এটার সমাধান কি ? আমার ফোন- ২জি, ভারসন= ৩.১.৩… আমাকে জানাবেন প্লিজ…
http://www.news.chtbd.net

    @adri chakma: হুম ঠিকই বলেছেন।
    আপনার মনেহয় হার্ডওয়্যার প্রব্লেম আছে। সমাধান দিতে ব্যর্থ হলাম 🙁

Level 0

saiful vai, iphone e theme kivabe install korbo??? ami shudu pc theke app gulo download kore install korte pari…but theme kivabe install kore??? er jonno ki jailbreak korte hobe??? kivabe install korbo janale upokrito hoitam…… 🙂

Level 0

ভাই আপনাকে অনেক ধন্যবাদ।আমি গেম ডাউনলোড করেচি।আমার অনেক দিনের আসা পূর্ণ হল। আবারও ধন্যবাদ

Level 2

Theme kivabe install korbo amar iphone3g

Level 0

iPhone 4s 32 GB USD $299
Unlocked iPhone 4s 32 GB USD $749

আমার প্রস্নঃ iPhone যদি আমি Unlocked কিনি তাও আমার JailBreak>Activation>Unlocked(তা ত করাই থাকবে) করা লাগবে? আর যদি Unlocked iPhone কিনি তবে Jailbreak করা লাগবে কেন? Apple কিভাবে বুঝবে আমি বাংলাদেশ এ আছি তাই আমাকে Access দিবে না?

**মানে আমি কিছুই বুঝি নাই। অনেকে দেখি শুন্দর ভাবেই use করে তাদের টা কি এমন jailbreak করা?**

    @Midhath: আপনি যদি আনলক আইফোন কেনেন তাহলে আপনাকে শুধুমাত্র জেইলব্রেক করতে হতে পারে। আনলক আর জেইলব্রেক দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। আইফোনে সকল প্রকার সিম চালানোর জন্য আনলক করতে হয়। আর যেকোন পেইড এপ্লিকেশন ফ্রিতে এবং ক্রাক করা এপ্লিকেশন ইন্সটল করার জন্য জেইলব্রেক করতে হয়।

    যারা সুন্দর ভাবে ইউজ করে তাদেরও আনলক করা আছে। কিন্তু সবারই জেইলব্রেক করা আছে কিনা এইটা বলতে পারছি না। কারণ সবাই তো আর এপ্লিকেশন ব্যবহার করেন না। বেশিরভাগ আইফোন ব্যবহারকারী তাদের ফ্যাসানের জন্য কিনেন। তাই তাদের জেইলব্রেক না করলেও তেমন যায় আসে না ।

    Level 0

    @Midhath: jailbreak করলে আপনি যেকোনো application বা games install করতে পারবেন। আর অনেক কিছু করতে পারবেন।

Level 0

Factory unlock মানে কি?

    @Midhath: ফাক্টরি আনলক মানে, যেই আইফোনগুলি আনলক করাই থাকে। অর্থাৎ এই আইফোনগুলিতে আনলক করতে হয় না। এগুলি তৈরী থেকেই আনলকড।

Level 0

Tnx খাও ভাই…অনেক কিছু জানলাম আজকে!!!

Level 0

THANKS !

ভাই, আপনার Mobile Font টা খুবই চমৎকার, Font টা কি আমাকে দিতে পারবেন…?
http://www.facebook.com/najmulbappy4u
or
[email protected]

    @বাপ্পী: স্ক্রিনশর্টগুলা নেট থেকে সংগ্রহ করা। আমার আইফোন নাই 🙁

      @সাইফুল ইসলাম:
      আজ নাই কাল হবে, কাল না হলে পরসু ,Its ok..:)
      আমি অনেক দিন এই Font টা খোঁজেছি কিন্ত পাইনি, যদি কোন দিন পান তাহলে কষ্ট Send করে করে দিয়েন।

Level 0

সাইফুল ইসলাম ভাই, আমার আইফোন-4 এ প্রায় 200 apps ছিল। but ফোনটা একবার Off করে আবার On করার পর,এখন Apps গুলো open হয়না। আমি এখন কি করতে পারি, কি করলে Apps open হবে। Pleas Mail me & give your Cell Phone Number, I am waiting your mail Pls, Pls, Pls
[email protected]

    @ah.rasel: যেই একাউন্ট দিয়ে লগিন করা অবস্থায় ওই এপ্লিকেশনগুলা ইন্সটল করছিলেন সেই আইডি দিয়ে নতুন একটা এপ্লিকেশন ইন্সটল করুন।
    তাহলেই সবগুলি এ্যাপস আবার কাজ করবে। 🙂

Level 0

@saiful vai how r u?vai ami ipad 1 use kori,nw ios 5.0.1.jokhn jailbreak korlam redsnow dia tarpor theke r amr ibooks ta kaj korena.can u help me brother plzz

Level 0

১। সাইফুল ভাই, আমার iPhone 3gs এবং iOS ভার্সন 5.1 । কিন্তু আমি cydia তে গিয়ে “AppSync for OS 5.1″ সার্চ করে পাচ্ছি না।
২। আমি iPhone 3gs এ 3D Icon ব্যাবহার করতে চাই। কিন্তু কোন সফটওয়্যার পাচ্ছি না। অনুগ্রহ করে আমাকে একটা link দিলে উপকৃত হব।

Level 0

সাইফুল ভাই, আমি নতুন আইফোন বাবহারকারি। আপনার টিউন গুলো পেয়ে উপকৃত হয়েছি। আমি আপনার কথামত জেইল ব্রেক করেছি। কিন্তু আমি যখন cydia থেকে ১ mb এর বেশি সফটওয়্যার ইন্সটল করতে চাইলে মাঝে মাঝে হয়, কিন্তু maximum time error দেখায়। তাই আমি ম্যানুয়ালি থিম ইন্সটল করি ডিস্ক এইড এর মাধ্যমে। কিন্তু আমি ওয়েব এ থিম এর আইকন এর মত কোন আইকন বা অই রকম এর কোন থিম পাই না। হয় আইকন পরিবর্তন হয় না, না হয় লক স্ক্রীন। আমাকে সমাধান দেন আমি কিভাবে প্রোপার ভাবে থিম ইউজ করতে পারি। যদি কোন ভাল ওয়েব থাকে তবে বললে ভাল হয়।
my phone is iphone 4s 5.1.1
ধন্যবাদ।

Level 0

সাইফুল ভাই backup fies জিনিসটা কি একটু detail এ বলেন

ios 6 er ki jailbreak kora jai????

Level 0

bro post ta rebove koran karon hackulo akon r kaz kora na…….

Level New

ভাইয়া, cydia তে ত hackluo টা add হচ্ছেনা :'(