আজকে আপনাদেরকে আমি একটা মজার এ্যাপ্লিকেশন -এর সাথে পরিচয় করিয়ে দেব। যার নাম Logo Changer । সফট্ওয়ারটি অনেক পুরানা। অনেকেই হয়ত আগেথেকেই পরিচিত হয়ে থাকতে পারেন।
প্রতিটি ফোনের একদম উপরে সীম ওপারেটরের নামটাকে লোগো বলে। যেমনঃ Grameenphone, Banglalink, Airtel, Teletalk, Aktel। লোগো চেন্সজার এমন একটি সফট্ওয়ার যার সাহায্যে আপনি আপনার মোবাইল ফোনের সীম ওপারেটরের ডিফল্ট লোগোকে পরিবর্তন করে যেকোন নাম ব্যবহার করতে পারবেন।
__________________ http://www.mediafire.com/download.php?ksw5ljdsyw4edmt ____________________
ইন্সটল করার জন্য আগে সাইন করে নিতে হবে। সাইন করার জন্য এই টিউনটি দেখতে পারেন।
এটি ব্যবহার করা অত্যন্ত সহজ। শুধু ইন্সটল করার পর এপ্লিকেশনটি চালু করে "My Phone" লেখাটি কেটে দিয়ে আপনার পছন্দমত একটা নাম দিয়ে ওকে করতে হয়।
আমার আগের করা টিউনগুলি দেখতে চাইলে উপরে “আমার টিউনার পাতা” তে ক্লিক করতে পারেন।
আর আমার নতুন নতুন সব লেখা গুলি মিস না করতে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। এর জন্য উপরে “আমার টিউন আর,এস,এস -এ ক্লিক করুন। আমার টিউন পৌছে যাবে আপনার ই-মেইল-এ।
ফেসবুকে আমার বন্ধু হতে পারেন- http://facebook.com/crazzzzzzyboy
আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টপটিউনার হতে চাই !
ভাইযা আমার n95 হযনা..এগুলা আসে..request applications access not granted..