আশাকরি সবাই ভালো আছেন। রবির জাতভাই এয়ারটেল বন্ধ সিমে দিচ্ছে ৩ জিবি পর্যন্ত বোনাস। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত.
প্রক্রিয়া এবং শর্তাবলী:
১.এটা কী ধরনের প্রোডাক্ট?
কম্বো বান্ডেল অফার
২.কাস্টমার কীভাবে এই অফারটি নিতে পারবে?
১৯ টাকা রিচার্জ করার মাধ্যমে অফারটি নেওয়া যাবে। রিচার্জ এমাউন্টটি গ্রাহকের মূল একাউন্ট-এ যোগ হবে না। অফারটি মূলত একটি পেইড বান্ডেল অফার।
৩.কাস্টমার কীভাবে জানতে পারবে অফারটি তার জন্য প্রযোজ্য কিনা?
*৯৯৯# নাম্বারে ডায়াল করে কাস্টমার তার উপযুক্ততা জানতে পারবে
৪.অফারটি কোন কাস্টমারদের জন্য প্রযোজ্য?
এয়ারটেল-এর প্রি-পেইড গ্রাহক যাদের জন্য বন্ধ সিম চালু অফারটি প্রযোজ্য
৫.কাস্টমার এই অফার থেকে কী পাবে?
১৯ টাকা রিচার্জে কাস্টমার নিচে দেওয়া অফারগুলো উপভোগ করতে পারবে:
মূল্য (সবসহ) | ইন্টারনেট | 4G বোনাস | অননেট মিনিট | এসএমএস (অননেট+অফনেট) | মেয়াদ |
---|---|---|---|---|---|
১৯ টাকা | ৫০০ এমবি | ১ জিবি | ৫০ | ৫০০ | ১৫ দিন |
১৯ টাকা | ১ জিবি | ১ জিবি | ৫০ | ১০০০ | ১৫ দিন |
১৯ টাকা | ১.৫ জিবি | ১ জিবি | ৫০ | ১৫০০ | ১৫ দিন |
১৯ টাকা | ২ জিবি | ১ জিবি | ৫০ | ২০০০ | ১৫ দিন |
৬.কাস্টমার কখন এই অফার নিতে পারবে?
এসএমএস পাওয়ার পরে ক্যাম্পেইন চলাকালীন সময়ে কাস্টমার যেকোনো সময় এই অফারটি নিতে পারবে
৭.কাস্টমার কতবার এই অফারটি নিতে পারবে?
ক্যাম্পেইন চলাকালীন সময় কাস্টমার ৩ বার অফারটি নিতে পারবে
৮.কাস্টমার অফারটি সম্পর্কে কীভাবে জানতে পারবে?
এসএমএস এবং সোশ্যাল মিডিয়া’র মাধ্যমে জানানো হবে
৯.কাস্টমার কীভাবে জানবে এই অফারটি কীভাবে অফারটি চালু করতে হয়?
সফলভাবে ১৯ টাকা রিচার্জের পর এসএমএস-এর মাধ্যমে কাস্টমারকে জানানো হবে
১০.কাস্টমার এই অফারের ব্যালেন্স কীভাবে চেক করবে?
*৭৭৮*৫৬# নাম্বারে ডায়াল করে গ্রাহক অননেট মিনিট ও এসএমএস ব্যালেন্স জানতে পারবে
১১.কাস্টমার এই অফারের ইন্টারনেট ব্যালেন্স কীভাবে চেক করবে?
*৮৪৪৪*৮৮# নাম্বারে ডায়াল করে গ্রাহক ইন্টারনেট ব্যালেন্স জানতে পারবে
প্রোডাক্ট-এর বিবরণ:
অন্য অফার:
আপনার কোন বিষয়ে কনফিউশন থাকলে বা বুঝতে না পারলে টিউমেন্ট করুন। ধন্যবাদ।
আমি শাওন আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।