এই শেয়ারিং এর যুগে বাংলালিংক আপনার জন্য নিয়ে এসেছে ইন্টারনেট শেয়ার করার দারুণ এক উপায়। যখন তখন বন্ধুকে গিফট বা ট্রান্সফার করুন ইন্টারনেট, কিংবা ইমারজেন্সি প্রয়োজনে ফ্রেন্ড এর কাছে চেয়ে নিন কিছু ডাটা! আপনি প্রিপেইড এবং কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহক হলেই এই ইন্টারনেট শেয়ারিং সার্ভিস আপনার জন্য প্রযোজ্য হবে।
- গিফট, ট্রান্সফার বা চেয়ে নিতে এখনই ডায়াল করুন *5000*55#
- ইন্টারনেট শেয়ারিং -এর মাধ্যমে পাওয়া ইন্টারনেটের ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *124*500#
সার্ভিসের বিস্তারিত:
ইন্টারনেট গিফট করতে:
- গিফট পাঠানোর সময় আপনার মূল অ্যাকাউন্ট থেকে ইন্টারনেটের চার্জ প্রযোজ্য হবে।
- গিফট প্যাকের মূল্য ছাড়া অন্য কোন চার্জ নেই।
নিচের চার্ট অনুযায়ী আপনি গিফট পাঠাতে পারবেন:
দাম (টাকা) | ভলিউম | মেয়াদ (দিন) |
১০ | 45MB | ১ |
১৫ | 60MB | ৩ |
২০ | 100MB | ৭ |
৩০ | 160MB | ৭ |
৯৯ | 300MB | ৩০ |
২১০ | 1GB | ৩০ |
৩৫০ | 2GB | ৩০ |
* এসডি, ভ্যাট ও এসসি প্রযোজ্য
ইন্টারনেট ট্রান্সফার করতে:
- আপনি 25MB ইন্টারনেট ট্রান্সফার করতে পারবেন, যার মেয়াদ থাকবে ১ দিন। ইন্টারনেট ট্রান্সফারে এখন চলছে বিশেষ অফার, তাই অফার চলাকালীন সময় কোন অতিরিক্ত চার্জ ছাড়াই ইন্টারনেট ট্রান্সফার করা যাবে।
- একটি নাম্বার থেকে দিনে একবারই ইন্টারনেট ট্রান্সফার করা সম্ভব।
- আপনি শুধুমাত্র রেগুলার ডাটা প্যাক ট্রান্সফার করা যাবে, বোনাস ইন্টারনেট ট্রান্সফার করা যাবে না। নিজের নাম্বারে ইন্টারনেট ট্রান্সফার করা যাবে না।
- সোশ্যাল মিডিয়া প্যাক (facebook, whatsapp, viber, social pack) এবং নির্দিষ্ট সময় ভিত্তিক প্যাক থেকে ইন্টারনেট ট্রান্সফার করতে পারবেন না।
ইন্টারনেট চেয়ে নিতে:
- আপনি 25MB ইন্টারনেট অন্য বাংলালিংক নাম্বার থেকে চেয়ে নিতে পারবেন। ইন্টারনেটের মেয়াদ থাকবে ১ দিন। এখন বিশেষ অফার চলছে, তাই অফার চলাকালীন সময় কোন অতিরিক্ত চার্জ ছাড়াই ইন্টারনেট ট্রান্সফার বা চেয়ে নেওয়া যাবে।
- দিনে একবারই ইন্টারনেট ভলিউম চেয়ে নিতে পারবেন।
- যিনি ইন্টারনেট পাঠাবেন তার “ইন্টারনেট প্রাপকের নাম্বার<স্পেস>25MB” লিখে এসএমএস করতে হবে ৫০০০ নাম্বারে।
- আপনি শুধুমাত্র রেগুলার ডাটা প্যাক ট্রান্সফার করা যাবে, বোনাস ইন্টারনেট ট্রান্সফার করা যাবে না। আপনি নিজের নাম্বারে ইন্টারনেট চেয়ে নেয়ার অনুরোধ করতে পারবেন না।
- সোশ্যাল মিডিয়া প্যাক (facebook, whatsapp, viber, social pack) এবং নির্দিষ্ট সময় ভিত্তিক প্যাক থেকে ইন্টারনেট চেয়ে নেয়া যাবে না।
নতুন কিছু অফার:
Banglalink 3GB at 42TK
Banglalink 300 minutes at 93 taka
আপনার কিছু জানার থাকলে টিউমেন্ট করবেন, ধন্যবাদ।