ধামাকা ইন্টারনেট অফার: রবিতে ৪১ টাকায় ৩ জিবি

আশাকরি সবাই ভালো আছেন। দেশের অন্যতম মোবাইল অপারেটর রবি তার গ্রাহকদের জন্যে সবচেয়ে আকর্ষণীয় ইন্টারনেট অফার দিচ্ছে- মাত্র ৪১ টাকা ৩ জিবি। রবি গ্রাহক এখন মাত্র ৪১ টাকায় (শুল্কসহ)৩ জিবি ইন্টারনেট উপভোগ করতে পারবেন। এখানে, ২ জিবি যে কোন কাজে ব্যবহার করা যাবে, এবং ১ জিবি হবে ৪জি বোনাস। মেয়াদ থাকবে ২ দিন।
৪১ টাকায় ৩ জিবি

নিচের টেবিলে প্যাকের বিস্তারিত বিবরণ দেখুন:

ইন্টারনেটমূল্যমেয়াদইউএসএসডি চালুর কোডইজিলোড রিচার্জ
৩ জিবি (২জিবি যেকোন + ১ জিবি ৪জি)৪১ টাকা (শুল্কসহ)২ দিন*১২৩*০৪১#৪১ টাকা

অতিরিক্ত তথ্য:

  • প্রিপেইড ও পোস্টপেইড উভয় গ্রাহকই এই ইউএসএসডি প্যাক কেনার জন্যে উপযুক্ত হবেন।
  • ইন্টারনেট ব্যালেন্স চেক করতে গ্রাহক *১২৩*৩*৫# ডায়াল করবেন।
  • ২ জিবি ডাটা ভলিউম ২জি/৩জি/৪জি নেটওয়ার্কে ব্যবহার করা যাবে। ১ জিবি ৪জি ভলিউম ব্যবহার করতে হলে গ্রাহকের ৪জি নেটওয়ার্ক, ৪জি সিম ও ৪জি হ্যান্ডসেট থাকতে হবে।

তথ্যসূত্রঃরবির অফিসিয়াল ওয়েবসাইট  http://www.robi.com.bd

অন্য অপারেটরগুলোর আপডেট জানতে ঘুড়ে আসতে পারেন এই সাইটে। এছাড়াও এই  অফার সম্পর্কে আপনার কোন জিজ্ঞাসা থাকলে টিউমেন্ট করুন। ধন্যবাদ সবাইকে।


Level 1

আমি শাওন আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস