কিভাবে নিরাপদ রাখবেন আপনার স্মার্ট ফোনটি /How to keep smartphone safe

কিভাবে নিরাপদ রাখবেন আপনার স্মার্ট ফোনটি /How to keep smartphone safe

কিভাবে নিরাপদ রাখবেন আপনার স্মার্ট ফোনটি /How to keep smartphone safe

কিভাবে নিরাপদ রাখবেন আপনার স্মার্ট ফোনটি /How to keep smartphone safe:

অ্যান্ড্রয়েড ফোনের নিরাপত্তার জন্য ৮ টি টিপস:

কিভাবে নিরাপদ রাখবেন আপনার স্মার্ট ফোনটি : Android OS বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একটি সিস্টেম। অ্যান্ড্রয়েড অপেরটিং সিস্টেমে চলে এমন স্মার্টফোনের কদর গ্রাহকদের মাঝে সবচেয়ে বেশি। তবে ব্যবহারের পাশাপাশি একে নিরাপদ রাখাটাও অনেক জরুরী। চলুন জেনে নেয়া যাক কি কি উপায়ে আপনি আপনার Android ফোনের Safety নিশ্চিত করতে পারবেন। Android যেভাবে আমাদের বিভিন্ন স্মার্ট App এর সাহায্যে দৈনিক বিভিন্ন কাজ এবং বিনোদনের কাজে সাহায্য করছে ঠিক সেভাবেই বিভিন্ন অপরিচিত App ব্যবহার বা install করার ফলে আপনার Andoid ডিভাইসে নানা ক্ষতিকর Virus এর প্রবেশ ঘটতে পারে। এসব Virus থেকে সুরহ্মিত থাকতে হলে আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে, চলুন দেখে নেই

১) Screne Lock: কাজ শেষে আপনার স্মার্টফোনের Screne অবশ্যই Lock রাখবেন। Android ডিভাইসের ক্ষেত্রে স্ক্রিন লক হচ্ছে একদম প্রাথমিক নিরাপত্তা ব্যবস্থা। আপনার Smart phone অনেকের হাতে যেতে পারে। কেউ বুঝে ব্যবহার করতে পারে আবার কেউ না বুঝে। এতে Smartphone এ নানা সমস্যা দেখা দিতে পারে। হয়তো আপনি এক ভাবে Customize করে রেখেছেন আপনার স্মার্টফোনকে, যেকেউ এটি না বুঝে Setting পরিবর্তন করে দিতে পারে। অনেক ক্ষেত্রে ক্ষতিকর মানুষের হাতে ফোন পড়লে, আপনার Personal নানা জিনিস তার হাতে যেতে পারে। সুতরাং এখনই Passward, Pin কিংবা Pattern দিয়ে আপনার স্মার্টফোন কে নিরাপদ রাখুন

২) অ্যান্ড্রয়েড ডিভাইস রুট অনেকেই বিভিন্ন লাইসেন্স ছাড়া অ্যাপ ব্যবহারের জন্য অ্যান্ড্রয়েড স্মার্টফোন রুট করে থাকেন। রুট বা রুটিং মানে একটি এন্ড্রয়েড ডিভাইসের রুট- লেভেল অ্যাক্সেস পাওয়া। এতে আপনি অনেক অ্যাপ install করতে পারবেন ঠিকি, এক্ষেত্রে আপনাকে আপনার ডিভাইস লাইসেন্স ছাড়া ঝুঁকিপূর্ণ অ্যাপ এর ক্ষেত্রে সাবধান করবেনা একই সাথে আপনি বিভিন্ন ক্ষতিকর অ্যাপ install করে ডিভাইসকে ঝুঁকির মাঝে নিয়ে যাবেন। রুট অনেকেই করে থাকেন যাদের এন্ডড়য়েড ডিভাইসে internal মেমোরি কম থাকে। তবে কম মেমোরি হলেও রুট না করা ডিভাইস অনেক বেশি নিরাপদ আপনার জন্য। সুতরাং ডিভাইস রুট করার আগে অবশ্যই ভেবে জেনে তারপর সিদ্ধান্ত নিন।

৩) অফিশিয়াল কাজে ব্যক্তিগত ডিভাইস ২০ থেকে ৩০ শতাংশ মানুষ নিজের ডিভাইস ব্যবহার করে থাকেন অফিশিয়াল কাজের জন্য। এক্ষেত্রেই ঝুঁকিদেখা যায়। আপনি আপনার Personal ডিভাইস দিয়ে যদি অফিশিয়াল একাউন্ট বা অন্য জিনিসে এক্সেস করে থাকেন, তাহলে আগে আপনার আইটি ফার্মে যাদের সাথে কাজ করছেন তাদের ভালোভাবে দেখে নিন। দেখে নিন তাদের মানসিকতা কেমন। কারণ আপনার ডিভাইস থেকে ফার্মের বিভিন্ন সাইটে বা ইমেইল ব্যবহারের ফলে আপনার Personal তথ্য তাদের হাতে চলে যেতে পারে।

৪) অপরিচিত Source: App যেমনই হোকনা কেনো কখনোই অপরচিত Website থেকে কোন অ্যাপ install বা Download করবেন না। এতে আপনার ডিভাইসের ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। অপরিচিত সোর্স থেকে Virus প্রবেশ করতে পারে ডিভাইসে। বর্তমান সময়ে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্য ভয়ংকর সব মেলওয়্যার ছড়িয়ে আছে বিভিন্ন সাইটে। সম্প্রতি ডেন্ড্রয়েড নামের একটি Trojan গোত্রীয় ভয়ংকর virus ভারতে ছড়িরে পড়েছে যা অ্যান্ড্রয়েড ডিভাইস সমূহের ক্ষতি করছে।

৫) App Locker: গুগল Play Store এ আপনি অনেক অ্যাপ লকার পাবেন, যা দিয়ে সহজেই আপনি আপনার ডিভাইসে থাকা অ্যাপ সমূহ লক করে রাখতে পারবেন। এতে কেউ চাইলেই আপনার আড়ালে আপনার ব্যবহার করা app সমূহ চালু করতে পারবেনা। এতে আপনার Data Safe থাকবে।

৬) Google Android device menager: আপনি যদি Google Android device menager একটিভ করেন তবে, আপনি আপনার ডিভাইস হারিয়ে গেলে একে খুব সহজেই খুঁজে পেতে পারেন Google Map এর সাহায্য নিয়ে। একই সাথে আপনার ডিভাইসে থাকা সকল Data আপনি Delete দিতে পারবেন তা দুষ্টলোকের হাতে যাওয়ার আগেই। অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার একটিভ করতে পারবেন আপনি Settings এ যেয়ে সেখান থেকে ডিভাইস administrator সেটিংসে এ গিয়ে

৭) SD CARD এ ব্যক্তিগত Data রাখবেন না : আপনি আপনার Personal কোন ডাটা এসডি মেমোরি কার্ডে রাখবেন না। এতে আপনার ডিভাইস হারিয়ে গেলে ঐ সব Data অন্য কারোর হাতে চলে যাওয়া খুব সহজ হবে। আপনার সকল ব্যক্তিগত Data রাখুন internal মেমোরিতে। এতে করে Android device manager দিয়ে পরে তা মুছে দিতে পারবেন।

৮) ডিভাইস Encrypt: আপনি আপনার Android ডিভাইস যদি Encrypt করে রাখেন তবে এটি প্রতিবার Log Off থেকে Log On হওয়ার সময় একটি Passward চাইবে যা আপনি ছাড়া অন্য কারো কাছেই থাকবেনা। এতে করে আপনার মূল্যবান Data নিরাপদ থাকবে। অনেক ক্ষেত্রেই সেট চুরি বা হারিয়ে যেতে পারে। এক্ষেত্রে যে পাবে সে যদি On- Off করে তবে এটি নিজে থেকেই Passward/Pin কোড চাইবে। ফলে আপনার গোপন Data হাতিয়ে নিতে পারবেনা কেউ।

read more: click here

Level 0

আমি মো রাফিউল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস