!!!গ্রামীনফোনের P4 Service দিয়ে 150 MB এর বদলে Unlimited ডাউনলোড করুন!!!

বর্তমানে গ্রামীনফোনের P4 Service টি আমাদের কাছ হতে দারুন সাড়া পেয়েছে। অনেকেই আজকাল Cyber-Café তে না গিয়ে সেই টাকা দিয়ে P4 Service চালাচ্ছে। কিন্তু যারা ডাউনলোড করতে ভালাবাসে তারা গ্রামীনফোনের এই অফারে পুরো সন্তুষ্ট নয় কারন এই অফারে আমাদের Limitation আছে এবং তা হল 150 MB.

কিন্তু অসন্তোষের বেলা আজ শেষ হতে চলেছে।এখন থেকে আপনারা P4 Sevice দিয়ে আনলিমিটেড ডাউনলোড করতে পারবেন। কি সেই জাদুকরী ট্রিক?? না না আসলে এটা কোনো ট্রিক নয়। আপনাকে কোনো কিছুই করতে হবে না। কেবল আপনি আপনার মত ডাউনলোড অথবা ব্রাউজ চালিয়ে যাবেন Limitation এর কথা ভাবার কোনো দরকারই নাই। দেখবেন 150 MB এর উপরে ডাউনলোড চলে গেলেও আপনার নেট Disconnect হবে না এবং ব্যালেন্স থেকেও অতিরিক্ত টাকা খরচ হবে না।

আজ আমি রাত 12:10 am এ P4 Service Activate করে ডাউনলোড দিয়ে ঘুমিয়ে পড়েছি সকাল পর্যন্ত ডাউনলোড হয়েছে 350MB । এখনও ডাউনলোড চলছে এবং রাত 11:59 pm পর্যন্ত চলবে।

আসলে হয়েছিল কি, যখন এই অফারটি দেয়া হয় ঠিক শুরুর দিকে তখন একদিন আমি এই অফারটি Activate করে বেশ কিছু ডাউনলোড করি। তারপর হঠাৎ Limitation এর কথা মনে পড়ল। আমি কাষ্টমার কেয়ার-এ কল করলাম। তাদের কাছে আমি কতটুকু নেট ব্যবহার করেছি তা জানতে চাইলাম। তারা বলল তাদের জানার কোনো সিষ্টেম নেই। তখনই আমার মনে সন্দেহ সৃষ্টি হল। তারপর অনেকদিন চলে গেল। ইতিমধ্যেই আমার সকল বন্ধু একবার হলেও এই অফারটি চালিয়ে ফেলেছে। এবার তাদের কাছে জিজ্ঞাসা শুরু করলাম কারও Limitation Exceed এর জন্য নেট Disconnect করা হয়েছে কিনা। সবাই বলল তারা জানে না। ডাউনলোড ব্রাউজ করতে ককরতই নাকি সময় শেষ হয়ে গেছে। তাই আজ আমি আবার নেট নিয়ে ট্রাই করলাম এবং সিউর হলাম যে এই অফারের আসলে কোনো Limitation নাই। গ্রামীনফোন শুধু আমাদের এই কথা বলে ভয় দেখিয়ে রেখেছে যাতে আমরা আবার পাগলের মত ডাউনলোড শুরু করতে না পারি।

তবে আজ থেকে আমরা আর থেমে থাকব না। ডাউনলোড করব, ডাউনলোড করতেই থাকব। 72 টাকা উশুল করে ছাড়ব!!

কমেন্ট আশা করছি।

Level 0

আমি ফয়সল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 149 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জানতে হলে আরও অনেক ঘাটতে হবে!!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বলেন কি ? এতদিনতো ডাউনলোডের হিসাব করার জন্য Chartared Accountant রেখেছিলাম…

Level 0

purano kotha……..
notun kore bolar jonno thnx…….

Level 0

@masud – আপনার কাছে আজ যা পুরনো অন্য জনের কাছে তা এখনও নতুন। নিরুৎসাহিত না করলেই কি নয়?

আগেই জানতাম

Level 0

darun bapar to………

Level 0

Really great. Thnx.

Level 0

@Faisal
Bhaiya GP-er mashe 5 GB Downloader Packageta diye ki Unlimited download kora jabe? R Apni GP diye Downloader somoy Koto speed pan ektu Boilen…..

Level 0

আমি ফয়সল ভাইয়ের সাথে একমত হতে পারলাম না, দু:খিত।
কারণ, এধরণের গুজব শুনে আমার এক বন্ধু বোকার মতো প্রায় ২৫০ টাকা নষ্ট করায় আমি ব্যাপারটা পরীক্ষা করে দেখার জন্য ট্রাই করে দেখি যে সত্যি সত্যি আমার ১৫০ মে.বা. লিমিট পার হবার পর আমারও ক্রেডিট শেষ হয়ে যাচ্ছিল।
সুতরাং, কোন টিউনার যদি রিস্ক নিতে চান, নিয়ে দেখতে পারেন। তবে আমি আর কাউকে আমাদের মতো বোকা হতে নিষেধ করবো 🙂

Level 0

12:01am-next day night 12:30 porjonto download kora jai iccha motu.
ami nije use kore dekhesi.

zicobaby আপনার সমস্যাটাকি বলুন তো!! এটা কোনো গুজব না। আমি ব্যবহার না করো এই পর্যন্ত কোনো টিউন করি নাই। আপনি কমেন্টটি মিথ্যা বলেছেন। আমি কাষ্টমার কেয়ারে একদিন পোষ্টপেইড কানেকশান দিয়ে ফ্রীতে কল দিয়ে খুবই রসালো আলাপ করে তাদের পেট থেকে কথা বের করেছি যে তাদের আসলেই Limitation ধরার কোনো সিষ্টেম নাই। আরও জেনেছি আপনি যদি Disconnect না করে ডাউনলোড চালাতে থাকেন তাহলে রাত 12 টা পার হয়ে গেলেও টাকা কাটা হবে না। যদিও এটি এখনও ট্রাই করে দেখি নাই। মানুষকে ভ্রান্ত ধারনা না দিলে কি পেটের খাওয়া হজম হয় না?? আপনার এ্যাকাউন্ট থেকে কক্ষনই কোনো অতিরিক্ত টাকা কাটা হয় নাই। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারব। বাকি সকলকে বলছি আপনারা ভয় পাবেন না। ডাউনলোড করুন দেখুন আমার কথা সত্য কিনা!!

    Level 0

    ফয়সাল ভাই, এখানে আপনি ছোট্ট একটা ভুল কথা বলেছেন। আর সেটা হলো গ্রমীণ পোষ্টপেইড হতে কাস্টমার কেয়ার এ কল করাটা ফ্রি না। প্রথম দুই মিনিট আপনি ফ্রি পাবেন। এরপর হতে টাকা কাটতে থাকবে। এটা আপনি আপনার বিল এ Customer Service Hotline অংশে বিলটা দেখতে পারেন। আমি নিজে আপনার এই সিস্টেমটা পরীক্ষা করে দেখেছি, এটা তখনি কাজ করে যখন আপনার সিম কাডটি কন্টিনিউ ডাটা ট্রান্সফার করবে, তাও পুরো ১ দিন। সময় শেষ হলে ব্যালান্স হতে টাকা কাটতে থাকবে। এটা যে সবার ক্ষেত্রে হবে সেটা ভাবা ঠিক হবে না। এটা অবশ্যই সিস্টেম এর ফল্ট। আমার মনে হয় না যারা সুবিধা পচ্ছে তারা বেশিদিন ইউজ করতে পাবে।

Level 0

ফয়সল আপনি নিচু মানসিকতার পরিচয় দিয়েছেন। এভাবে কাউকে আক্রমন করে মন্তব্য করা ঠিক নয়। আমার মনে হয় উনি বিভ্রান্তিকর কোন কথা বলেননি। আমার এক বন্ধুর বেলাতেও একই ঘটনা ঘটেছে। এমনটি হতেই পারে। আর আপনি কিভাবে নিশ্চিত হলেন যে তাদের Limitation ধরার কোনো সিষ্টেম নাই। হতে পারে এটা তাদের এক প্রকার বিজনেস পলিসি। আপনার ক্ষেত্রে যা ঘটেছে সেটা অন্যের বেলায় নাও তো ঘটতে পারে। ফ্রীতে কল দিয়ে খুবই রসালো আলাপ করে তাদের পেট থেকে কথা বের করে আপনি কি নিজেকে খুব বুদ্ধিমান ভাবছেন? অনেক সময় দেখা যায় যে কল করলেও কোন কলচার্জ কাটে না আবার পরে তা সুদে আসলে উসুল করে নেয়। তাহলে এটাকেও কি ভ্রান্ত কথা বলবেন?

ওটা আমি ও লক্ষ্য করেছি।রাত ১২ টার পর ও তারা লাইন সংযোগ বিচ্ছিন্ন করেনা যদি না মোবাইলের সাথে কম্পিউটারের কানেকশন লাগিয়ে রাখা হয়।আমি ২৪ ঘন্টা পর ও ব্যবহার করেছি,রাত ২ টা পর্যন্ত।যখনি কারেন্ট গেল ,কম্পিউটারের সাথে সংযোগ বিচ্ছিন্ন হল,তখনি ওরা p4 সার্ভিস বাতিল করে।।

Level 3

no comments………..

আমি ফয়সল ভাই এর সাথে একমত। কারণ আমি একদিন পি-4 সকাল 8.00 টায় চালু করি। এবং পরবর্তীতে Mccafee Anti Virus এর আপডেট নামাই প্রায় 103 মেগাবাইট। তারপর এমপিথ্রি গান নামাই প্রায় 85 মেগাবাইট। এবং আরো ছোট ছোট বেশ কিছু সফটওযার নামাই। এবং সকাল 8.00 হতে শুরু করে রাত 12 টা পর্যন্ত ব্রাউজিং করি। কিন্তু আমার কোন অতিরিক্ত ক্রেডিট খরচ হয়নি।

আপনাকে ধন্যবাদ । আমি আসলে আগে জানতাম না যে পি-4 দিয়ে 150মেগাবাইটের উপরে ডাউনলোড করা যায় । ভাইয়া আপনি গ্রামীণফোনের নতুন প্যাকেজ পি-5 যা 300টাকা দিয়ে 1গিগা ডাউনলোড করা যায় । আমি এটি দিয়ে কি পি-4 এর মত 1গিগার অতিরিক্ত ডাউনলোড করতে পারব । জানালে খুব উপকৃত হব ।

মেহেদী হাসান ভাই আপনি 1 গিগার উপরে ডাউনলোড করতে পারবেন তবে এর জন্য আপনাকে একটু হিসাব নিকাশ করে চলতে হবে। মানে পি -5 অফার একটিভেট করার আগে আপনি আপনার সেটের ডাটা রিসিভ এবং ডাটা সেন্ট এর লিষ্ট ক্লিয়ার করে রাখুন। এরপর পি-5 এ্যাকটিভেট করুন। দেখতে দেখতে 28 দিনের মত যাবার পর আপনি ডাটা রিসিভ এবং ডাটা সেন্ট যোগ করে বের করুন আপনি ইতিমধ্যে কত ব্যবহার করেছেন। ধরুন আপনি 1গিগাবাইটের মধ্যে(1000 মেগা) 950 মেগাবাইট ব্যবহার করে ফেলেছেন। এবার আপনি আপনার সেটের নেট কিছুতেই যেন ডিসকানেক্ট না হয় তার ব্যবস্থা করুন। আর এই কাজ করার সবচেয়ে ভাল উপায় অনেক বড় কোন কিছু মোবাইল দিয়েই ডাউনলোড দেয়া। আপনি যতক্ষন যাবৎ ডিসকানেক্ট করবেন না ততক্ষন যাবৎ আপনার নেট থাকবে তা 1 গিগাবাইটের বেশী হোক না হোক কোন আসে যায় না!!

আশা করি বুঝতে পেরেছেন।

আমি টিউনটি পড়ার পর ভাবছিলাম আমার যে সব বন্ধুরা গ্রামিনফোনের পি-4 সার্ভিস ব ্যবহার করে তাদের বুদ্ধিটা দিব,কিন্তু মন্তব্য দেওয়ার পর আমি নিজেই বিভ্রান্ত।

@Zia পোস্টপেইড আমি ব্যবহার করি।কাষ্টমার কেয়ার থেকে কোন টাকা কাটা হয় না।

Level 0

আমি ফয়সাল ভাইয়ের সাথে পুরোপুরি একমত। আমি নিজে গত কয়েকদিন p4 ব্যবহার করেছি। ভাল স্পীড পাওয়াতে ( average 22-26 KBps) ২৪ ঘন্টায় আমার মোট download upload এর পরিমান ছিল দৈনিক 1 GB এর উপরে। সাড়ে চার দিনে আমি মোট 4.7 GB ব্যবহার করেছি!! এটা তো ছিল গত কয়েকদিন। এছাড়াও এ পর্যন্ত আমি যতবার p4 ব্যবহার করেছি (কম পক্ষে ১৫-২০ বার), ভাল স্পীড থাকলে কোনবার ই মোট ৩০০-৪০০ MB এর নিচে নামে নাই। আমার যত বন্ধুরা p4 ব্যবহার করেছে সবাই একই কথা বলেছে।
(তবে এটা p5 বা p6 এর বেলায় খাটেনা। ওখানে 1 GB অতিক্রম করলেই একটু পর টাকা কাটতে শুরু করে। )

p4 এর বেলায় যদি এটা সিস্টেম এরই সমস্যা হত তবে তা আমার আর আমার বন্ধুদের বেলায় বার বার হবে কেন ?

ফাইসাল ভাই, বাজি বলতে পারি, গ্রামিন ফোন পোসট-পেইড থেকে ১২১ এ কোনো টাকাই কাটে না ।

Level New

আমি আমার জীবনে ৩ বার GP P4 প্যাকেজ ব্যাবহার করেছি।২য় এবং ৩য় বার আমি একে বারেই আনলিমিটেড ব্যাবহার করেছি ২য় বারে ৫৩২ মে.বা এবং ৩য় বারে ৫৬৮ মে.বা ব্যাবহার করেছি।তবে প্রতি বারেই আমি মোবাইলের ব্যালেন্স ৮০/- টাকা করে P4 একটিভ করেছি।

Level 0

ভাই এটা নিয়ে কেন ঝামেলা পাকাচ্ছেন …আমি অন্তত ৫০ বার p4 use করেছি ।। প্রতিবার আমি আনলিমিটেড ডাউনলো্ড করেছি ।।

Level 0

Vai janra Kew Ki amak GP free Net use korer advis diben: Ami Zoom Ultra Use kortam oyta amr khob bhalo lagcha Akhon Mobidata USB Modem GP SIm Use korchi Kew Ki AMka Akhon Free GP Internet or low cost e GP internet use korar trck ta diben..