আমরা অনেকেই হয়তো মোবাইল এ বিভিন্ন ধরনের ডিকশনারি ব্যাবহার করে থাকি।কিন্তু আজ আপনাদের পরিচয় করিয়ে দিব Cambridge university press এর release “CALD audio” এর সাথে। English to english এ ডিকশনারিতে পাবেনঃ
*উচ্চারন (both American and british accent),
*ছবি (নির্দিষ্ট কিছু শব্দে),
*history mode,
*filter mode (includes wild card, fuzzy, key word),
*special topics,
*learning mode (includes word of the day, random word)
.....................................…….etc.
তবে install এর পুর্বে অবশ্যই আপনার মোবাইল অবশ্যই helloOX বা secman দিয়ে হ্যাক করে নিতে হবে।
বোনাস হিসেবে পাচ্ছেন আরো একটি ডিকশনারি যার নাম “Collins English thesaurus”। Synonyms এর মহা সমুদ্র।
বাংলাদেশে কিছু ডিজিটাল অডিও ডিকশনারী পাওয়া যায়।দাম খুব সম্ভবত ৩০০০-৭০০০ টাকার মধ্যে। উপরন্তু কাজের সময় হাতের কাছে পাওয়া যায় না। তাই বিকল্প কিছু খুজছিলাম।
ইন্টারনেট এ সফটওয়্যার দুটোর(আসলে তিনটি) দাম প্রায় ৩০ ডলার। কিন্তু আমি পেয়েছি সম্পূর্ণ ফ্রী তে। তাই আপনাদের সাথে শেয়ার করলাম।
যা হোক কথা না বাড়িয়ে কাজের কথায় আসি। কিভাবে ইন্সটল করবেন????
আমার আপলোড করা ৩টি ফাইল এর মধ্যে (ধারাবাহিকভাবে করুন)
১. “Msdictview 7wid pic.sis” ডাউনলোড ও মোবাইল এ ইন্সটল করুন(৮২৯ কিলোবাইট) । এইখান থেকে http://www.mediafire.com/?fe4ax2of20wtmsx
২. “CollinsThesaurus_v1_0.sisx”ডাউনলোড ও মোবাইল এ ইন্সটল করুন(২.৪৯ মেগাবাইট)। এইখান থেকে http://www.mediafire.com/?y67dzeb6bm8lfp8
৩.এইবার ডাউনলোড করুন এই zip ফাইল টি। zip ফাইল এর ভেতরে ঢুকুন। এইখানের ৭টি ফাইল এর মধ্যে শেষেরটি(MSDict_s60_3rd_v7.sis) বাদে বাকি ৬টি মোবাইল এ ইন্সটল করুন(১১১.৮৭ মেগাবাইট)। এইখান থেকে http://www.mediafire.com/?f0s5whw4d3jhxyq
ব্যাস এখন আপনার মোবাইল ই হয়ে গেল অডিও ইলাস্ট্রেটর ডিকশনারি
এর উল্লেখযোগ্য আরো কিছু বৈশিষ্ট্য ঃ
Over 170,000 words, phrases and examples
উল্লেখ্য এটা আমার প্রথম টেক আপলোড। ভুল-ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।ধন্যবাদ।
আমার অন্যান্য টিউনঃ
১.একের ভিতর সব। এস এম এসের এক অদ্ভুত সফটওয়্যার। চমকে দিন আপনার কাছের কিংবা দূরের বন্ধুদের (দেখলেও মিস করবেন আর না দেখলে…………………)
২.শেয়ার বাজারের আপডেট দেখুন যখন তখন (ছোট্ট কিন্তু খুবই কাজের একটি জাভা সফটওয়্যার)
আমি মাকসুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 207 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না