আজ আমি হুয়াওয়ে ওয়াই নাইন ২০১৮(Huawei Y9 2018) কি জন্য পছন্দ করতে পারেন আপনি? এই বিশয়ে বলব। হুয়াওয়ে ওয়াই নাইন ২০১৮ সম্পূর্ণ ভিন্নরূপে মধ্যম বাজেটের একটি স্মার্টফোন। এই স্মার্টফোনের বিশেষ কিছু ফিচার এবং সুবিধার জন্য গ্রাহকদের এত পছন্দের। নিচে আমি সেগুলি তুলে ধরলাম।
চার ক্যামেরা, হুয়াওয়ে ফুলভিউ ডিসপ্লে ও তিনটি কার্ড স্লট সমৃদ্ধ হুয়াওয়ে ওয়াই নাইন ২০১৮ মধ্যম বাজেটের স্মার্টফোন। ফোনটিতে রয়েছে ৫ দশমিক ৯ ইঞ্চির হুয়াওয়ে ফুলভিউ ডিসপ্লে। ১৩ ও ২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ১৬ ও ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির এ স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রোয়েড ওরিও অপারেটিং সিস্টেম। এছাড়া এতে আরো আছে তিন জিবি র্যাম, ৩২ জিবি রম ও ২.৩৬+১.৭ গিগাহার্টজের ৬৪ বিট অক্টা-কোর হাইসিলিকন কিরিন ৬৫৯ প্রসেসর বিস্তারিত দেখুন.
বাংলাদেশের বাজারে মাত্র ১৯ হাজার ৫৯০ টাকায় কেনা যাবে হুয়াওয়ে ওয়াই নাইন ২০১৮। এছাড়া গ্রামীণফোন গ্রাহকরা ১৪ দিনের মেয়াদে বিনামূল্যে চার জিবি ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন নতুন এ হ্যান্ডসেট ক্রয়ের ক্ষেত্রে। বিস্তারিত দেখুন.
আমি শিমুল খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 38 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 24 টিউনারকে ফলো করি।
I have practical experience based on IT. We are initiate www.mhitfirm.com