আইফোন সমগ্র [পর্ব -৫] কিভাবে আপনার 4.2.1 Firmware ভার্সনের iPhone 3G, 3GS এবং iPhone 4 কে Unlock করবেন।

আইফোন সমগ্র

এর আগের পর্বগুলিতে আমি আলোচনা করেছিলাম কিভাবে আইফোনের জেইলব্রেক করা যায়।  আজকে আমি আপনাদেরকে দেখাব কিভাবে iPhone 3G, 3GS এবং 4 কে আনলক করা যায়। আমার এই টিউটোরিয়ালটির সাহায্যে আপনি 4.2.1 firmware -এর 06.15 baseband -এর আইফোনগুলিকেও আনলক করতে পারবেন। নিচের কয়েকটি সহজ পদক্ষেপ সম্পন্ন করলেই আপনি service provider -এর সিম কার্ড ব্যবহার করতে পারবেন 😀 ।

নোটঃ এই টিউটোরিয়ালটি অনুসরণ করার আগে অবশ্যই আপনার আইফোনটির জেইলব্রেক করা থাকতে হবে। এবং আপনার আইফোনটির BaseBand ভার্সন যেন 06.15, 05.11.07, 04.26.08, 05.13.04 অথবা 05.12.01 এর যেকোন একটি থাকে।

iPhone এর baseband version দেখবেন যেভাবেঃ

  • Tap on “Settings”
  • Tap on “General”
  • Select “About”
  • Scroll down and next to “Modem Firmware” will be your baseband version

প্রশ্ন থাকতে পারেঃ আইফোনকে আনলক করার সাথে জেইলব্রেকের কি সম্পর্ক বা জেইলব্রেক কেন করতে হয়?

কারণঃ শুধুমাত্র জেইলব্রেক করা আইফোনগুলিতে Cydia নামের একটি এপ্লিকেশন থাকে। আর এই Cydia এপ্লিকেশনটির সাহায্যেই আইফোনকে আনলক করতে হয়। জেইলব্রেক এবং আইফোন আনলক দুটিই ভিন্ন ভাবে করতে হয়।

আইফোন আনলক করবেন যেভাবেঃ

আইফোন আনলক করা কঠিন কোন কাজ নয়। শুধু কয়েকটা সহজ ধাপ মনোযোগ সহকারে অনুসরণ করলেই আইফোন আনলক হয়ে যাবে।

১। আইফোন আনলক করার আগে আপনারা যারা T-Mobile ব্যবহারকারী তারা 3G ফিচারটি বন্ধ রাখুন। এবার "Cydia" এ্যাপ্লিকেশনের আইকোনটিতে ক্লিক করুন।

২। "Cydia" এ্যাপ্লিকেশনটির উইনডো আসবে। এরপর সবচেয়ে নিচে "Manage" নামের একটি আইকোন পাবেন। "Manage" এ ক্লিক করুন।

৩। "Manage" স্কিন-এ আসার পর "Sources" এ ক্লিক করুন। তারপর ডানদিকের উপরের কর্ণারে "Edit" নামে একটি অপশন পাবেন। "Edit" এ ক্লিক করুন। এবার বামদিকে সবচেয়ে উপরের কর্ণারে "Add" এ ক্লিক করুন। একটি web address চাইবে এবং তাতে http://repo666.ultrasnow.com/ লিখে "Add Source" এ ক্লিক করুন।

যখনি আপনার দেয়া web Address টি সঠিক ভাবে ভ্যারিফাই হয়ে যাবে তখনি ওই ওয়েব এড্রেসটা সোর্স হিসেবে যুক্ত হয়ে যাবে। এরপর "Return to Cydia" তে ক্লিক করুন।

৪। এবার উপরে ডান পাশে "Done" এ ক্লিক করুন। এবং যেই web address টা বসিয়েছেন সেইটাতে ক্লিক করুন।

৫। এখন আপনাকে ultrasnOw repository তে নাভিগেট করা হবে, যেখানে আপনি "ultrasnOw" নামের একটা এ্যাপ্লিকেশন পাবেন। এবার ওই "ultrasnOw" এ্যাপ্লিকেশনটিকে সিলেক্ট করে ডান পাশে "Install" এ ক্লিক করুন। এবার "Confirm" এ ক্লিক করুন।

যখনি এ্যাপ্লিকেশনটির ইন্সটল সফলভাবে সম্পন্ন হবে তখনি আইফোনটি রিষ্টাট নেবে।

৬। ব্যাস আপনার আইফোন আনলক হয়ে গেছে। এখন আপনি আপনার আইফোনে যেকোন সিম ব্যবহার করতে পারবেন।

______________________________________________________________________________________

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সাইফুল তো পুরা আইফোন জেইলব্রেকার হয়ে গেছ! 😉 অসাধারণ হচ্ছে তোমার আইফোন নিয়ে চেইন গুলো। আমার ধারণারও বাইরে। ফাইভ স্টার।

ভাই আই ফোন তো নাই…।ধ্যনবাদ ভাল হইছে ।

সাইফুল? আইফোন কি নিব নাকি?? ঝাক্কাছ হচ্ছে টিউনগুলি চালিয়ে যাও। ভবিষ্যতে আমার কাজে আসবে। ধন্যবাদ।

ধন্যবাদ । খুব ভাল টিউন।
আই ফোন পেলে চেষ্টা করে দেখব।
আমি এর আগে সাইফুল ভাই এর টিউনে ব্যাস্ততার কারনে কমেন্ট করতে পারিনি সে জন্য দুঃখিত।
কিন্তু আপনার মোবাইল বিষয়ক টিউন গুল অসাধারন।
চালিয়ে যান ভাই।

ish..!ei post tah age dekhle bhalo hoito karon abbu amader na janay england theke 10 pound die jailbreak koray anse..X(
bhayia,.,,, Iphone 3GS bebohar korchi..=)
shomoshsha holo..kono app install korle kibhabe delete korbo?

    কিভাবে কোন এ্যাপ্লিকেশন ইন্সটল করতে হয় সেইটা নিয়ে টিউন করতেছি। খুব শ্রিঘ্রই পাবেন। আর সেই টিউনের পরেই কিভাবে আনইন্সটল করবেন সেইটা নিয়ে টিউন করব। ইনশাআল্লহ।

bhayia arekta shomoshsha,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,=(
i phone e .. i tunes e app store theke kichu namate gele email id r pass word chae…jeta amr nei..ami account khular try korechi kntu credit card chae..
ami instullus die jodio shob kichu namai..
kintu shomoshsha holo..
kichu app jemon FARMVILLE ei app ti namate app store chara onno kono poth nai..ty apni jodi kindly app store er email id ar password jogar kore diten..=)

    ক্রেডিট কার্ড ছাড়া আইটিউনস -এ এ্যাকাউন্ট খুলা র্ব্তমানে সম্ভব নয়।
    ধন্যবাদ।

dhonnodad,darun….. tune.bhai,ami sokh kore friender kase iphone kinesi.update korte gia unlock hoye gese.ekhon sim card dhukale network ase na. shudu lekha ase iphone is disable.emerjency call only.ki korbo buzte parsi na!!!!ektu kisu bolben ki?ki kora uchit?chintai asi.nijew jani na kun version?

    সমস্যা নাই 🙂 । আপনি এখন আইফোনটির জেইলব্রেক করে তারপর এই টিউনটি অনুসরণ করেন তাহলেই আনলক হয়ে যাবে।

Level 2

Kob valo legece vai many many thanks .
ASHEK AUE

সাইফুল ভাই আগাম ধন্যবাদ দিয়ে দিলাম।আশা করছি মাস খানেকের মধ্যে নতুন একটা আইফোন পাচ্ছি।কিন্তু একটা জিনিস শুনে খুব অবাক হলাম যে এইখানে নাকি সিমের স্লট আমাদের সিমের সাইজের চেয়ে ছোট?আমাদের এইখানে সিম নাকি কেটে ঢুকাতে হবে?দয়া করে এই ব্যাপারে কি একটু সাহায্য করবেন?ধন্যবাদ।ভালো থাকবেন।

Level 2

Salam alaikum shaiful vai
Kmon acen
Black berry nie kico likle kosi hobo
Allah apnar Medha k aro bikosito korar jonno doa kori
Thanks Valo takben

    @ASHEK: ব্লাকবেরি আমি কখনো ব্যবহার করি নাই। তাই হয়ত আপনাকে খুশি করতে পারব না 🙁

Level 0

bhai amar phone ta 3gs versoin 4.1(8b117) ki vabe etake jailbrek korbo & upgrade korbo???
amar phone cydie nai somvobotto vule del hoye gase???

Saiful Bhai. Amar 2 Ta Problem Ache
1. Nokia C3-00 Country Lock Khular Moto Kuno Software ba Internet tricks Ache? Thakle amake ektu response korun.
2. HTC Touch Phone er Dutch Language windows deoua ache ekhon Eta English a korte chai Please help me.
Mail to : [email protected]

    @Motahar Hossain: Nokia C3-00 এর কান্ট্রি লক খুলার জন্য নেটে অনেক ধরণের সাইট পাবেন। তবে সেগুলির বেশিরভাগই পেইড।
    আমি কখনো কান্ট্রি আনলক করিনি তাই আপনাকে এ ব্যাপারে সাহায্য করতে পারলাম না বলে দুঃখিত।

    আর HTC Touch সমন্ধেও কিছু বলতে পারলাম না 🙁

Level 0

amarta jailbreak korsi. kintoo unlock korte partasina, cydia te address dilei bole je “Did not find Repository” dekhay….ki kori bolen to?

shaiful vai kemon asen??

ami gevey sim use kori ……….
ultrasnow install korle ki gevey sim ar lagbe???
doya kore janaben ……………….
valo takben .

Level 2

saiful vai, iphone unlock korar jonno ki iphone a net connection lagbe ??
jodi iphone a sim e use korte na pari taile net connection dibo kivabe,,,,,,,,,,
plz plz plz vai janale upokrito hobo………..

salam saiful vai, apner sob gula tunes dekci, jodi nice kicu free application er link diten, tahole khub khusi hotam. plzzzzzzzz

Level 0

সাইফুল ইসলাম ভাই,
আমি step 3 পর্যন্ত করতে পেরেছি কিন্তু তারপর আর হচ্ছে না। কি করি বলুন তো?
আচ্ছা যে দেশ থেকে কেনা সে দেশে বসে কি আন লক করা যাবে না?
কোন উপায় বললে উপকৃত হবো। ধন্যবাদ

    @সজল: ভার করে আবার চেষ্ট করুন ভাইয়া। না হওয়ার কথা নয়।
    হ্যা যে দেশ থেকে আনা হয়েছে সে দেশে বসেও আনলক করা যাবে 🙂

Level 0

i phone ২ টা একসাথে রেখে ১ টার wifi দিয়ে আরেকটার নেট চালু করে বেশ কয়েকবার করেছি।
বুজলাম না সমস্যা টা কোথায়?পরে আবার চেষ্টা করে দেখবো।
মন্তব্যের উত্তর দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

সাইফুল ভাই, আমি redsn0w দিয়ে জেয়িলব্রেক করেছি, সমস্যা হলো আমার ফোনের বেইজ ব্যান্ড 05.15.04 এবং wifi হাইড হয়ে আছে, এমনকি 3G অপসন ও পাচ্ছি না। আমার কি করা উচিত দেশি সিম চালানোর জন্য।

Sairul Bhai, iPhone Unlock kortha ki phone-a Internet shonggog takta koba?

Level 0

vai apnr post dekhe ashar alo dekci…..vai amr Iphone 4 eshece. version 6.0(10A403).carrier Orange UK13.0. Firmware 04.12.02
plz vai bolen ami kibabe eta k unlock kore easily use korte pari
thank you

vai amar iphone 3GS ta ki IOS 6.0.1 korte parbo na.

আমার আই ফোন ৪ এবং modem firmware 04.10.01. আমি কি আমার আই ফন আনলক করতে পারব?
জানাবেন প্লিজ।

sob kichu tik moto hoice but ekono no service dekay..amar iphone 3gs..4.1..ki korbo vai janale kushi hobo

Level 0

iphone 4. modem firmware04.12.02 eta ki unlock kra jabay?janalay khusi hobo