এর আগের পর্বগুলিতে আমি আলোচনা করেছিলাম কিভাবে আইফোনের জেইলব্রেক করা যায়। আজকে আমি আপনাদেরকে দেখাব কিভাবে iPhone 3G, 3GS এবং 4 কে আনলক করা যায়। আমার এই টিউটোরিয়ালটির সাহায্যে আপনি 4.2.1 firmware -এর 06.15 baseband -এর আইফোনগুলিকেও আনলক করতে পারবেন। নিচের কয়েকটি সহজ পদক্ষেপ সম্পন্ন করলেই আপনি service provider -এর সিম কার্ড ব্যবহার করতে পারবেন 😀 ।
প্রশ্ন থাকতে পারেঃ আইফোনকে আনলক করার সাথে জেইলব্রেকের কি সম্পর্ক বা জেইলব্রেক কেন করতে হয়?
কারণঃ শুধুমাত্র জেইলব্রেক করা আইফোনগুলিতে Cydia নামের একটি এপ্লিকেশন থাকে। আর এই Cydia এপ্লিকেশনটির সাহায্যেই আইফোনকে আনলক করতে হয়। জেইলব্রেক এবং আইফোন আনলক দুটিই ভিন্ন ভাবে করতে হয়।
আইফোন আনলক করা কঠিন কোন কাজ নয়। শুধু কয়েকটা সহজ ধাপ মনোযোগ সহকারে অনুসরণ করলেই আইফোন আনলক হয়ে যাবে।
১। আইফোন আনলক করার আগে আপনারা যারা T-Mobile ব্যবহারকারী তারা 3G ফিচারটি বন্ধ রাখুন। এবার "Cydia" এ্যাপ্লিকেশনের আইকোনটিতে ক্লিক করুন।
২। "Cydia" এ্যাপ্লিকেশনটির উইনডো আসবে। এরপর সবচেয়ে নিচে "Manage" নামের একটি আইকোন পাবেন। "Manage" এ ক্লিক করুন।
৩। "Manage" স্কিন-এ আসার পর "Sources" এ ক্লিক করুন। তারপর ডানদিকের উপরের কর্ণারে "Edit" নামে একটি অপশন পাবেন। "Edit" এ ক্লিক করুন। এবার বামদিকে সবচেয়ে উপরের কর্ণারে "Add" এ ক্লিক করুন। একটি web address চাইবে এবং তাতে http://repo666.ultrasnow.com/ লিখে "Add Source" এ ক্লিক করুন।
যখনি আপনার দেয়া web Address টি সঠিক ভাবে ভ্যারিফাই হয়ে যাবে তখনি ওই ওয়েব এড্রেসটা সোর্স হিসেবে যুক্ত হয়ে যাবে। এরপর "Return to Cydia" তে ক্লিক করুন।
৪। এবার উপরে ডান পাশে "Done" এ ক্লিক করুন। এবং যেই web address টা বসিয়েছেন সেইটাতে ক্লিক করুন।
৫। এখন আপনাকে ultrasnOw repository তে নাভিগেট করা হবে, যেখানে আপনি "ultrasnOw" নামের একটা এ্যাপ্লিকেশন পাবেন। এবার ওই "ultrasnOw" এ্যাপ্লিকেশনটিকে সিলেক্ট করে ডান পাশে "Install" এ ক্লিক করুন। এবার "Confirm" এ ক্লিক করুন।
যখনি এ্যাপ্লিকেশনটির ইন্সটল সফলভাবে সম্পন্ন হবে তখনি আইফোনটি রিষ্টাট নেবে।
৬। ব্যাস আপনার আইফোন আনলক হয়ে গেছে। এখন আপনি আপনার আইফোনে যেকোন সিম ব্যবহার করতে পারবেন।
______________________________________________________________________________________
আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টপটিউনার হতে চাই !
সাইফুল তো পুরা আইফোন জেইলব্রেকার হয়ে গেছ! 😉 অসাধারণ হচ্ছে তোমার আইফোন নিয়ে চেইন গুলো। আমার ধারণারও বাইরে। ফাইভ স্টার।