আইফোন সমগ্র [পর্ব -৪] আইফোনের জেইলব্রেক করার আরও একটি সহজ পদ্ধতি

আইফোন সমগ্র

এর আগের পর্বের টিউনেও আমি আলোচনা করেছিলাম, কিভাবে আপনার আইফোনটির জেইলব্রেক করবেন। আজকেও আমি আপনাদেরকে আইফোন জেইলব্রেক করা দেখাব, তবে সেটা অন্য পদ্ধতিতে। আগের পদ্ধতিটিতে কিছু কিছু আইফোন ব্যবহারকারীরা তাদের আইফোন জেইলব্রেক করতে পারেন নি। তাই পূণরায় একই বিষয়ের টিউন করছি।

------সাবধান ------

এই টিউটোরিয়াল অনুসরণ করাতে যদি আপনার আইফোনের কোন সমস্যা হয় তাহলে আমি কোনভাবেই দায়ী থাকব না।

তাই যা করবেন, নিজের ঝুকিতে করবেন।

তবে প্রতিটি স্টেপ মনোযোগ এবং ঠিঠাকমত সম্পন্ন করলে কো সমস্যা না হওয়ার সম্ভবনাই বেশি।

আসুন শুরু করা যাক-

নিচের প্রতিটি পদক্ষেপ মনোযোগ সহকারে অনুসরণ করুন।।।

১। এখানে ক্লিক করে " রেডস্নো " সফট্ওয়ারটি এবং iOS 4.2.1 ভার্সনটি নিচের লিংকগুলি থেকে ডাউনলোড করুন।

আইফোনের ফ্রেমওয়ার ভার্সনের ফাইলটি ডাউনলোড করার সময় (Firefox হলে) নিচের মত একটি উইনডো আসবে। সেখানে "Save File" এ ক্লিক করে Ok করুন।

RedSnow ফাইলটিকে ডাউনলোড করার পর যেকোন একটি ফোল্ডারে extract করুন।

২। যদি আপনার আইফোনে আগে থেকেই ৪.২.১ ভার্সনটি ইন্সটল করা থাকে তাহলে আপনি এই স্টেপটি বাদ দিতে পারেন। আর যদি না থাকে তাহলে এই পদক্ষেপ সহ নিজের পদক্ষেপগুলি অনুসরণ করুন।

আপনার কম্পিউটার থেকে iTunes টি চালু করুন। আইফোনটিকে কম্পিউটারের সাথে কানেক্ট করুন। যদি কোন মেসেজ দেয় তাহলে ইগনোর করুন।

এরপর আপনার আইফোনটিকে সিলেক্ট করুন। এবার Shift কি চেপে ধরে Restore এ ক্লিক করুন। এর ফলে আপনাকে ম্যানুয়ালি আইফোনের ফ্রেমওয়ার ভার্সনের ফাইলটিকে সিলেক্ট করতে দেবে। এখন যে জায়গায় ফ্রেমওয়ার ভার্সনটি আছে সেখানে ফাইলটিকে দেখিয়ে দিয়ে  Choose বাটনে ক্লিক করুন। এখন আপনার আইফোনটি আপডেট হওয়া শুরু হবে।

আপডেট হতে কয়েক মিনিট সময় নিতে পারে।

যদি ঠিকঠাকমত আইফোনটি রিষ্টোর হয় তাহলে পরবর্তি পদক্ষেপে চোখ রাখতে পারেন।

৩। redSnow.exe ফাইলটিকে খুলুন। সফট্ওয়ারটি চালু হওয়ার পর আপনাকে ফ্রেমওয়ার ভার্সনটির ফাইলটিকে সিলেক্ট করতে বলবে, যেটি আপনি অনেক আগেই ডাউনলোড করে রেখেছেন।

Browse বাটনে ক্লিক করুন তারপর ফাইলটিকে সিলেক্ট করুন।

৪। এখন আরও একটি মেসেজ দিবে। যদি আপনার আইফোনের ভার্সন ৪.২.১ হয় তাহলে "Yes" ক্লিক করুন, আর না হলে "No" বাটনে ক্লিক করুন।

৫। এখন আপনার আইফোনটির ফ্রেমওয়ার ভার্সনটিকে ভ্যারিফাই করবে। ভ্যারিফিকেশন সফল হলে  Next বাটনে ক্লিক করতে হবে।

৬। এখন RedSnow আপনার আইফোনটির জেইলব্রেক করার জন্য প্রস্তুতি নিবে।

৭। কিছুক্ষণ পর আপনাকে বিভিন্ন অপশন দিবে। আপনি ইচ্ছা করলে বুটিং লগো পরিবর্তন করতে পারেন। মনে রাখবেন অবশ্যই যেন "Install Cydia" অপশনটি সিলেক্ট করা থাকে। তারপর Next এ ক্লিক করুন।

৮। এবার আরেকটি কনফারেশন মেসেজ দিবে। "whether you want to upgrade your iPhone baseband to iPad baseband 06.15.

যদি আপনি "No" তে ক্লিক করেন তাহলে আপনি আপনার আইফোনটিকে আনলক করতে পারবেন না।   "Yes" বাটনে ক্লিক করুন তাহলে জেইলব্রেকিং শুরু হবে। "Yes" বাটনে ক্লিক করলে iPad Baseband নামের অপশনটি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে।

৯। আইফোনটিকে কম্পিউটারের সাথে কানেক্ট করে বন্ধ করুন। এরপর Next বাটনে  ক্লিক করুন।

১০। এখন আপনাকের আপনার আইফোনটিকে DFU মুডে নিতে বলবে। DFU মুডে নেওয়ার জন্য আমার আগের টিউনটির নম্বর স্টেপ থেকে নম্বর স্টেপগুলি দেখুন।

১১। যখনি আইফোনটি DFU মুডে চলে আসবে তখন  RedSnow অটোমেটিক আপনার আইফোনে iPad baseband ডাউনলোড করবে। যা পরবর্তিতে আপনার আইফোন আনলক করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়। এই স্টেপটি সম্পন্ন হলে আইফোনটি অটোমেটিক রিষ্টাট হবে।

১২। আইফোনটির জেইলব্রেক শেষ না হওয়া পর্যন্ত কিছুক্ষণ বসে রেস্ট নিন। জেইলব্রেক শেষ হয়ে গেলে আবার আইফোনটি রিষ্টাট নিবে।

এখন আপনি আপনার হোমস্কিনে Cydia নামক এ্যাপ্লিকেশনটি দেখতে পাবেন।

জেইলব্রেক কমপ্লিট... 😀

______________________________________________________________________________

আপনার জেইলব্রেক করা আইফোনটিকে আনলক করতে চাইলে আমার পরবর্তি টিউনটির জন্য অপেক্ষা করুন। খুব শ্রীঘ্রই আসছে...

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

jodi jailbreak korte giye tiktak moto na hoy tahole ki i phone dead hoye jabe? ba ki doroner somossa hote pare??

    যদি জেইলব্রেক করতে গিয়ে ঠিকঠাকমত না হয় তাহলে আইফোনটি iTunes দিয়ে রিষ্টোর করে নিলেই ঠিক হয়ে যাবে, ডেট হবে না। জেইলব্রেক করতে তেমন কোন সমস্যা হওয়ার খুব কমই থাকে আর সমস্যা হলে আইটিউনস দিয়ে রিষ্টোর করতে হয়।
    ধন্যবাদ।

ধন্যবাদ ভাই টিউন গুলো করার জন্য । আপনার টিউন গুলো পরতে খুব ভাল লাগে।চালিয়ে যান।

আইফোন৪ কেনার প্রস্তুতি নিচ্ছি। কিন্তু কম্পিউটার আপডেট করতেও মঞ্চায়! কি যে করি……………….

ভাই ধন্যবাদ আপনাকে আইফোন সম্বেন্ধে মজাদার ও চমকপ্রদ টিউন গুলো করার জন্য । আমার আইফোন টি কে নিয়ে বিপাকে পরে ছিলাম তার পর দোকানে নিয়ে যাওয়ার পর তারা উইটাকে version- 3.1.2 (7d11) দিয়ে। তার পর আনলক করে দিয়েছে এর বদলে আমাকে গুনতে হয়েছ ১০০ দিরহাম যা প্রায় বাংলাদেশী টাকায় ২০০০ টাকার মত। এখন সমস্যা টা হল উইটাতে কোন কিছু ইন্সটল করতে পারছি না। উইটার জন্য আবার অ্যাপেলের একাউন্ট খুলতে হয় । আচ্ছা তার পর ও একাউন্ট খুললাম।কিন্তু আমার পছন্দ মত কোন কিছু ই ইন্সটল করতে পারিনা।আবার কিছু কিছু সফটওয়ার আছে যে গুলো ৩.১.২ তে সাপোট করে না।মডেল নং- FA712LL । এখন উইটাকে কি ভাবে আপডেট করব এবং Jailbreak করব ? আমার মনে হয় তারা Blackra1n নামের কোন সফটওয়্যার ব্যাবহার করেছে।

সাইফুল ইসলাম ভাই ইএই থাইকা উই সফট ডাউনলোড করা জায় না তার পর হট স্পট ইউজ কইরা ডাউনলোড করছি কিন্তু রান করাইতে পারতেছিনা রান করানোর সময় The program can't start because ASL.dll is missing from your computer Try reinstalling the program to fix this problem এরকম মেসেজ আসে তার পর একটা উইন্ডো আসে blackra1 jailbreak by geohot Rc3 এবং নিচে একটা অপশন আশে make it ra1n এটাতে ক্লিক করার পর পোগ্রাম প্রবলেম দেখাইয়া কাজ বন্ধ করে দেয়। ডিভাইস এর সাখে কোন কানেকশন হয় না।দয়া করে একটা সমাধান দিবেন আশা করছি।

    আপনি আপনার কম্পিউটারে বর্তমানে কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন?

Level 0

ভাই এতো সুন্দর একটা tutorial এর জন্য ধন্যবাদ।

কোলকাতা থেকে রাজ।

vai ami 2g te jailbreak korte parsi na,ar ami cydia te gele loading data lekha dai,ami motaleb plaza theke unlock koresilam bt tobu phone reset dile lock hoea jai ki kora jai,ektu help korben pls. r apple store a jodi free account lage tai le ama k mail koren [email protected] or 01723313639 thank u

সাইফুল ইসলাম ভাই# অসংখ্য ধন্যবাদ আপনাকে আইফোন নিয়ে বিস্তারিত লিখার জন্য। আপনার টিউনগুলো পড়তে পড়তে মনে বড় সাধ জেগেছিল যে একখানা আইফোন কিনুম। আলহাদু লিল্লাহ, গতকাল আমার সখের সেই আইফোনটি কিনতে সক্ষম হয়েছি। আইফোন ৪ ১৬ জিবি। আপনার টিউনের সাথে থাকলে আশাকরি অনেক কিছু জানতে পারব। তবে জরুরী ভিত্তিতে আমার দুটি বিষয় জানা দরকার যে,
১. আমার আইফোনে ইন্টারনেট আছে, তা থেকে লেপটপে বা পিসিতে কি ভাবে নেট শেয়ারিং করব?
২. আইফোনের ফাইল ম্যানেজার বা মেমোরী ষ্টোর কোথায় থাক? কম্পিউটার থেকে কোন কিছু আইফোনে স্থানান্তর করা যায় কি ভাবে? বিশেষ করে কোন যাটা ফাইল। প্লিজ যদি একটু শেয়ার করতেন তাহলে আমার অনেক উপকারে আসত ভাইয়্যা। আপনার শুভ কামনায়।
[email protected]

Level 2

kaj to hoyna

Level 2

akhane na dile [email protected] akhane den pls

Level 2

uploading ramdisk ase stop hoe thake

Level 0

ভাই আমার iphone 4 কিন্তু আইওস ver 5 এ আপডেট করা.আমি কি jailbreak করতে পারবো .কিভাবে করবো.উপরের পদ্ধতিতে কি সম্ভব

Level 0

bhai amar shate mail e ektu jogajog koren please.. [email protected] .. plz bhai ektu problem e porsiii… plz plz plz plz

Level 2

Thanks For All Tips …

Level 2

@ইব্রাহীম
Bro I Have Needed A I Tune Id. Kindly Give Me A Id… [email protected]

Level 0

সাইফুল ইসলাম ভাই, আমি iPhone 3GS Firmware iOS 5.1 ব্যাবহার করছি। কিন্তু Jailbreak করতে পারসি না। GreenpoisOn সফটওয়্যার দিয়ে চেষ্টা করেও কন লাভ হয় নাই। বরং আমার সব সফটওয়্যার চলে গিয়েছিলো। তখন আমি iTunes থেকে সরাসরি iOS update দিয়ে ঠিক করি। আমার কাছে কোন firmware backup নেই। অনেক সমস্যায় আছি। Jailbreak করার সহজ সমাধান পেলে উপকৃত হব।

সাইফুল ভাই, আমি iphone4, ios5.1 ব্যবহার করছি। jailbreak করার কোন tune করলে খুব উপকৃত হব। please help……..

saiful bai, aamak aktu help koren, aamar iphone 4g version 5.1 FW 04.12.01. aami jailbeak korbo kivabay and unlock? r aamar phn a Cydia apps nai, so cydia sara ki unlock korthay parbo. jailbeak korlay naki phn on off hothay prolem koray? plz aktu help kprben.

সাইফুল ভাই,আমি বাহরাইনে থাকি,৪ মাস হলো iphone 4s ব্যবহার করছি,এটার ভার্সন হলো 5 .1.1 (9B206) আর ফার্মওয়ার হলো 2.0.12 এবং জেইল্ব্রেক করা I আমার মোবাইল কি আনলক?বাংলাদেশে গেলে কি আমি সেটা ব্যবহার করতে পারব?বা আমি কি ভাবে বুঝব আমার মোবাইলটা আনলক?দয়া করে যদি বলেন কৃতজ্ঞ থাকব I

an unknown error occured (3194)

etar mane ki?

r eta re solve korbo kemne

Level 0

saiful vai aafne mairi akkhan jinishh……………

Level 0

brooooooooooooooooooooooo iso 6 iphone 4 a jailbreak korta chi aktu bolban

Level 0

Plz amaka aktu help korun……

vai, amar iphone 4S, Version 6.0.1, ki vabe korbo, plz 1to bolben

Amake ektu bolben kobe version 6.0 6.1 jailbreak bahir hobe …..

Level 0

saiful bhai,
salam niben, amar iphone 3gs jailbreak kora, kisu source add korar por screen-er upore (exit safe mode) eshechilo, onek bar chesta korechilam, kintu restart kole 3-4 ghonta por abar ager motoy display ashto. tar por kisu source delete kori, tokhon theke ami cydia khuje pai na, please ektu help korben.

Level 0

সাইফুল ইসলাম ভাই, আমি iPhone 4 . কিন্তু আইওস ver 6.0.1 {10A523 } এ আপডেট করা .আর ফার্মওয়ার হলো 04.12.02 ,
আমি কি jailbreak করতে পারবো .কিভাবে করবো . Jailbreak করার সহজ সমাধান পেলে উপকৃত হব।

Level 0

সাইফুল ভাই, iphone jailbrake korle ki OS update and appstore theke app download kora jai? amake akjon bolse jailbrake korle appstore e enter kora jai na. apni ki bolben jailbrake korar osobidha ta ki?

Genius Saiful Vai