চায়না স্মার্টফোনের কিছু সমস্যা এবং তার সমাধান

বিখ্যাত অনেক ব্র্যান্ডও উন্নয়নশীল দেশের বাজারের কথা চিন্তা করে অল্প দামে ভালোমানের হ্যান্ডসেট বানিয়ে থাকে। ব্র্যান্ডেড সেট কেনার একটি সুবিধা হচ্ছে প্রায় সবগুলো ব্র্যান্ডেড সেট কোম্পানির নিজস্ব কাস্টমার সার্ভিস সেন্টার আছে। সেটের জন্য বিনামূল্যে পরামর্শের পাশাপাশি অর্থের বিনিময়ে মোবাইল ঠিক করাও যায়। প্রয়োজনীয় এ ডিভাইসটি কিনতে তাই ভাবনা-চিন্তার অবকাশ থাকেই। অবশ্য তারও আগে বিবেচনা করা হয় এর গুরুত্বের বিষয়টি। স্টাইল এবং অবশ্যই বাজেটের কথাটাও এ ক্ষেত্রে মাথায় রাখতে হয়।
চায়না মোবাইলের সিকিউরিটি সমস্যা ও তার সমাধান
সুন্দর স্টাইল ও কম বাজেটের কথা বলতে গেলে প্রথমেই চলে আসে চায়না মোবাইলের কথা। মোবাইল ফোনের দ্রুত বর্ধনশীল বাজার এশিয়া ও ল্যাটিন আমেরিকায় মোবাইল অপারেটরদের অগ্রগতি অব্যাহত রয়েছে। মোবাইল ফোন সংযোগের ভিত্তিতে ওয়্যারলেস ইন্টেলিজেন্স প্রণীত শীর্ষ ২০ অপারেটরের প্রথম স্থানটি এবারও ধরে রেখেছে চীনা অপারেটর চায়না মোবাইল।

আসুন তাহলে দেখে নেই চায়না মোবাইল কিনতে হলে কি কি বিষয় মাথায় রাখা জরুরিঃ

  • আপনার পছন্দের চায়না মোবাইলটিকে GPRS মডেম হিসাবে ব্যবহার করা যাবে কিনা তা দেখে নিন। দেখার জন্য Menu > Setting > Phone setup > Uart Setup টি আছে কিনা তা দেখে নিন।
  • সিলভার কালারের চায়না ফোনগুলো দেখলেই মনে হয় এটি চায়না ফোন। কালো কালারের চায়না ফোন কেনার চেষ্টা করুন।
  • কয়েকটি ভাল ব্র্যান্ডের চায়না ফোনের উদাহারন হচ্ছেঃ Symphony, Maximus, Sprint, VS & ME, Tecno, My Phone ইত্যাদি।  আর কোন কোন বিশয় মাথায় রেখে কিনবেন চায়না স্মার্টফোন? বিস্তারিত দেখুন.

Level 0

আমি মিতু দত্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 10 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Nice Tune!