একজন ত রাতে ঘন্টার পর ঘন্টা ঘুম বাদ দিয়ে চ্যাটিং এ ব্যস্ত। আর একজনের ত হঠা্ত রাত দুটোয় ঘুম ভাংল। কিভাবে ভাংলো? আরে না বাসার সবাই এখন ঘুমোলো বলে। বাসায় কারোরি যে মেয়েটার মোবাইল এর ব্যবহার সহ্য হয় না। ২০০৫ এর চিরায়ত কাহিনী এটি...
যখন থেকে সবার হাতে হাতে জাভা কম্পেটিবল সেট। তখন থেকেই সারাক্ষন মোবাইলের ্পর্দা জুরে মিগ৩৩। না এটি মিগ২৯ এর মত যুদ্ধবিমান নয়... এ্কটি সামান্য জাভা সফটওয়ার। কিন্তু ইতি্মধ্যে এর মাধ্যমে একটা মোবাইল যুদ্ধ শুরু হয়ে গেছে।
এখন কম্পিউটারও বুঝি এই যুদ্ধ থেকে রেহাই পেল না। এখন থেকে কীবোর্ডের বোতাম গুলোও গুলির মত ছুটবে। কিছুদিন আগে যেমন মোবাইলের কীপ্যাড মাসে মাসে পরিবর্তন করা হয়ে উঠেছিল তরুন প্রজন্মের কাছে এক চিরায়ত কাহিনী। এখন মাসে মাসে কীবোর্ড পরিবর্তন করা হবে নিত্য নতুন ব্যাপার।
হু্মম কম্পিউটারকে চিরায়ত যুদ্ধক্ষেত্রে পরিনত করতে জনপ্রীয় চ্যাটিং সফটওয়ার mig33 ম্যাসেঞ্জার - রেজিষ্টার্ড ভার্শন ই যথেষ্ট।
ডাউনলোড করুন এখান থেকে ।
মিগ৩৩ ম্যাসেঞ্জার - রেজিস্টার্ড ভার্শন
আমি অর্ণব ফাইম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 244 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আনেক আগে জানতাম মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।