জনপ্রিয় মোবাইল চ্যাটিং সফটওয়ার mig33 এখন কম্পিউটারের পর্দায়

২০০৫ এর ঘটনা

একজন ত রাতে ঘন্টার পর ঘন্টা ঘুম বাদ দিয়ে চ্যাটিং এ ব্যস্ত। আর একজনের ত হঠা্ত রাত দুটোয় ঘুম ভাংল। কিভাবে ভাংলো? আরে না বাসার সবাই এখন ঘুমোলো বলে। বাসায় কারোরি যে মেয়েটার মোবাইল এর ব্যবহার সহ্য হয় না। ২০০৫ এর চিরায়ত কাহিনী এটি...

যখন থেকে সবার হাতে হাতে জাভা কম্পেটিবল সেট। তখন থেকেই সারাক্ষন মোবাইলের ্পর্দা জুরে মিগ৩৩। না এটি মিগ২৯ এর মত যুদ্ধবিমান নয়... এ্কটি সামান্য জাভা সফটওয়ার। কিন্তু ইতি্মধ্যে এর মাধ্যমে একটা মোবাইল যুদ্ধ শুরু হয়ে গেছে।

এখন কম্পিউটারও বুঝি এই যুদ্ধ থেকে রেহাই পেল না। এখন থেকে কীবোর্ডের বোতাম গুলোও গুলির মত ছুটবে। কিছুদিন আগে যেমন মোবাইলের কীপ্যাড মাসে মাসে পরিবর্তন করা হয়ে উঠেছিল তরুন প্রজন্মের কাছে এক চিরায়ত কাহিনী। এখন মাসে মাসে কীবোর্ড পরিবর্তন করা হবে নিত্য নতুন ব্যাপার।

হু্মম কম্পিউটারকে চিরায়ত যুদ্ধক্ষেত্রে পরিনত করতে জনপ্রীয় চ্যাটিং সফটওয়ার mig33 ম্যাসেঞ্জার - রেজিষ্টার্ড ভার্শন ই যথেষ্ট।

ফীচারসমূহ

  • মাল্টি ও সিঙ্গেল উইন্ডো
  • লাইটার এপ্লিক্যাশন
  • ছবি শেয়ারিং এ ড্র্যাগ এবং ড্রপ ফীচার সংযুক্ত
  • ডিসপ্লে এর আইকন গুলো আরো মনোমুগ্ধকর করেছে ম্যাসেঞ্জারটিকে
  • সাউন্ড, এনভায়রন্মেন্ট, কনফারেন্স সুবিধা
  • ইয়াহু, গুগল টক, ফেসবুক, এইম, টুইটার, এমএসএন এ চ্যাটিং করার সুবিধা ইত্যাদি ।

ডাউনলোড করুন এখান থেকে ।
মিগ৩৩ ম্যাসেঞ্জার - রেজিস্টার্ড ভার্শন

Level 0

আমি অর্ণব ফাইম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 244 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আনেক আগে জানতাম মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।

    রাসেল ভাই রেজিষ্টার্ড ভার্শন । তাই আপনাকেই মনে করিয়ে দিতে চেয়েছিলাম । এখনি রেজিষ্টার করে নিন ।
    ধন্যবাদ

Khub sundor….. akhon mig-er polapains-der aktu khoj khobor newa jabe…

    ধন্যবাদ নাজমুল ভাই একটা পজিটিভ কমেন্ট করার জন্য ।

    একি সাথে ফেসবুকের পোলাপানদের ও নেয়া যাবে বলে রাখছি ।

আচ্ছা এটাতে নাকি ক্রেডিটের ব্যপার স্যাপার আছে?

    Level 0

    reffer korta hobe

    অবশ্যই আছে । আরো আছে মার্চেন্ট হবার সুবিধা ।

ধন্যবাদ টিউনটি করার জন্য আর আমি সবার উদ্দেশ্যে বলতে চাই খারাপ মন্তব্য করে টিউনারকে নিরুৎসাহিত না করার চেয়ে মন্তব্য না করা ভাল।কারণ একটা টিউন করতে যে কত কষ্ট হয় তা যারা করে শুধু তারাই জানে

    কে নিরুৎসাহিত করলো?

    ধন্যবাদ হীরক ভাই । আরেকটা পজিটিভ কমেন্ট আশা করেছিলাম । পেলাম ও ।
    অশেষ ধন্যবাদ ।

আমার মোবইলে (সিম্ফনি এক্স ১১০) মিগ ৩৩ চালালে কিছু সময় পর পর বারে বারে রিকানেক্ট হয়। মানে ডিসকানেক্ট হয় আবার কানেকট হয়। এটা তো সমস্যা। কি করে ঠিক করা যায়, কেউ কি বলতে পারেন ?

    আপনি যে জাভা ভার্শনটি ব্যবহার করেন তা আপনার সেটে সাপোর্ট করেনা ভালোভাবে । মিগ৩৩ এর অনেক ভার্শন আছে । কিছু হ্যাকিং টুল ও আছে । আপনারা চাইলে আমি শেয়ার করতে পারি ।

    আমি বেশ কিছু মিগের ভার্সন ব্যবহার করেছি। কাজ হয় না। আপনি পারলে সাহায্য করুন।

ভইরে ইন্টারনেটে mig33 software লিখে search দিলে আপনার এই সফটওয়্যার রে টক্কা মারার মত সফটওয়্যার পাইবেন। আর রেজির্স্টার্ড ভার্শন তো শ্রেফ ব্যাবসায়িক ধান্দা মাত্র, যদি প্রশ্ন করি কই থাইকা রেজিষ্টার প্রাপ্ত? আছে কোন উত্তর?। আমি শিরোনাম দেইখা ভাবলাম কি না কি.. 🙁 তবে এই প্রথম কেউ মিগ নিয়া টিউন করছে… 😀

    ভালো কথা বলেছেন । তাহলে আপনি এই সফটওয়ার এর উপরে ঝাক্কাস সফটওয়ার নিয়া আরেকটা টিউন করে ফেলুন না। সবাই ত নতুন কিছুই দেখতে চায় । যদি নিজে নিজে সার্চ করে সফটওয়ার খুজতে হত তাহলে আমরা সবাই টেকটিউন্স এ জরো হতাম না ।
    তারপরেও আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ ।

চলে আসুন সফটওয়্যার এর দুনিয়াতে.. সাইট টা কিন্তু আমার না>> http://www.bdmig33.com

    শেয়ার করার জন্য ধন্যবাদ । কিন্তু এর চেয়ে http://www.mig33.com.bd আরো ভালো । দয়া করে সাইটটি কার জিজ্ঞাসা করে লজ্জা দিবেন না ।

আপনি হয়তবা এপ্লিকশনটি কিছু প্রোগ্রাম ব্লক করে ইন্সটল করেছেন । তাই পুনরায় ব্লক না করে ইন্সটল করুন । আপনার এন্টিভাইরাস এর অনেকগুলো অপ্সহন ই ব্লক করতে পারে।
ধন্যবাদ

mig ইউজ করে গত বছর পরীক্ষায় বাজে রেজাল্ট করেছিলাম.. 🙁
ধন্যবাদ নীলদাঁত ভাই শেয়ার করার জন্য

    আপনাকেও ধন্যবাদ ।
    ফেল করেননি ত?

একটা সময় ছিল সারাদিন মিগ এ থাকতাম।এমনকি ক্লাসে স্যার লেকচার দিচ্ছেন আর আমি মিগে চ্যাটিং এ বিজি। গত চার মাস আগে মিগ থেকে বিদায় নিয়েছি।লেভেল ছিল ৩৮।আই.ডি ছিল ninzas ।থাকতাম h.o.p.e রুম এ।এখন আর ভাল লাগেনা টাইম নষ্ট করতে।ডাউনলোড করে রেখে দিলাম।পরে লাগলে কাজে দিবে।

    ধন্যবাদ ভাই পুরোন দিনের কথাগুলো আবার মনে করে দেবার জন্য । আসলে তখন ছিল মিগলাইফ আর এখন হচ্ছে বিজিলাইফ ।
    😀

ভাই আমি ডাউনলোড করেছি কিন্তু ইন্সটল করতে পারতেছিনা। অন্য ফরম্যাটের। অন্য কোন লিংক কি আছে ভাই! লিংকটা দিলে খুব উপকার হবে। আমি অনেকদিন ধরে মোবাইলে ব্যবহার করি।

    ভাই এটা কম্পিউটারে ব্যবহার করার জন্য । তাই অন্য ফরম্যাট কথাটি বুঝলাম না…

    কি লিখলেন ভাই কিছুই বুঝলাম না… 🙁

Level 0

one can get his id hacked by using massenger.I had a bad experience of this.I now hate to use massengers.Is there any security of this massenger

Level 0

assalamualaikum vaiya, eirokom upokari 1ta tune krar jnno apnk dhonnobad. kintu vaiya amr pc’te ei messenger’ta ami download kora install korechi n apnr deya readme file motabek shobkichu korechi. kintu vaiya ami jokhon activation code n licence code diye apnar deya username n password diye login korte jai,tokhon runtime error dei. r vaiya, ami operating system windows 7 use kri amr pc’te. jodi apni kindly amr pc’r problem’tar solution diye den, onk kritoggo thakbo ami apnar kache.

Level 0

i need this software …but download link shows error ….. plz give me another download link…. — admin