সমস্যার তালিকা:
sim card
Xioami Redmi Note 5 Pro তে ব্যবহার করা হয়েছে হাইব্রিড সিম কার্ড স্লট যাতে আপনি একসাথে দুটি সিম কার্ড ইউজ করতে পারবেন না। মানে আপনি যদি মেমরি কাট ইউজ করতে চান তাহলে আপনি মাত্র 1 টি সিম ব্যবহার করতে পারবেন। তাই কেনার আগে একটু ভেবে চিন্তে দেখবেন।
নেটওয়ার্ক
নেটওয়ার্কের দিক থেকে বলতে গেলে এখানে সব নেটওয়ার্ক ইউজ করা হয়েছে যেমন 2g 3g 4g। আপনি একসাথে দুটি সিম এ কখনোই ফোরজি চালাতে পারবেন না, আপনাকে কষ্ট করে একটি 3g sim এবং একটি 4g sim use করতে হবে সবসময়
চার্জার
ফোনটিতে quick charger ব্যবহার করা হয়েছে যাতে করে আপনি 50% চার্জ দিতে পারবেন মাত্র 30 মিনিটে। কিন্তু এখানে একটু প্রবলেম রয়েছে আর সেই problem টা হচ্ছে আপনি মোবাইল কেনার সময় আপনাকে একটা নরমাল charger দেওয়া হবে। তাই আপনাকে কষ্ট করে একটা quick charger দোকান থেকে কিনে নিতে হবে।
update
updated এর কথা বলতে গেলে মাথা একটু গরম হয় আর সেই গরমের কারণটা হচ্ছে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 7.0 নোগাট ভার্সন। বর্তমানে সব জায়গায় সব ফোনে oreo update আছে আর এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে নোগাট ভার্সন।
bd রেকর্ড
এই ফোনটির সবথেকে বড় যে প্রবলেমটি হচ্ছে সেটি হচ্ছে এটির camera। ভিডিও রেকর্ড করার সময় আপনি কেবলমাত্র 1080p এ full hd video করতে পারবেন। আশা করি এটি কোন সমস্যা হবে না হয়ত একটি একটি আপডের পরেই আপনি ফোরকে ভিডিও রেকর্ড করার সুযোগ পেতে পারেন।
আমি নাঈম মোল্লা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Sorry to say