এই ডিজিটাল যুগে প্রায় সব ধরনের ফোন ব্যবহার করা হয়৷ সে ফোন অ্যান্ড্রয়েড় হোক আর আইফোন কিংবা উইন্ডোজ ফোন হোক। আবার সস্তা বা দাম যা-ই হোক ফোনের টুকটাক সমস্যা হতেই পারে। সে রকম কিছু সমস্যার সাধারণ সমাধান থাকছে এখানে ফোনের পর্দা ও টাচ অনেক সময় দেখা যায় স্মার্টফোনটি পকেটে চাবির সঙ্গে বা আরেকটি মোবাইলের সঙ্গে রাখা হয়৷ এর ফলে পর্দার ওপর চাপ পড়ে। এতে পর্দার যেমন ক্ষতি হয় তেমনি ফোনের টাচ সুবিধারও ক্ষতি হতে পারে। তাই কোনো ধাতববস্তুর সঙ্গে
হ্যাং হয়ে যাওয়া অনেক সময় স্মার্টফোন হ্যাং হয়ে যায়৷ মানে কোনো কিছুই হঠাৎ করে কাজ করে না। মেমোরিতে বেশি চাপ পড়লে, বেশি অ্যাপ নামানো থাকলে এমনটা হতে পারে। এ জন্য স্টোরেজের কিছুটা
আমি শিমুল খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 38 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 24 টিউনারকে ফলো করি।
I have practical experience based on IT. We are initiate www.mhitfirm.com